নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই অনেক কিছু। জানতে পারলাম না এখনও কিছুই।

বর্ণা

চোখ ভরা স্বপ্ন পৃথিবীকে নতুন করে দেখতে চাই।

বর্ণা › বিস্তারিত পোস্টঃ

দুরন্ত প্রেম

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৬

জানি যেতে হবে জানি দুরান্তের পথ,
মরু-গিরি-নীল-অক্ষ।
অমাবস্যা রাতি তারা ফুলাইবে ছাতি,
কাঁটা সাথে হবে সখ্য।
মরুর বিছানা জানি দিতে হবে পাড়ি,
করতে সবই পারি।
পারবনা মেনে নিতে বিরহ-বেদনা,
তব সাথে ছাড়াছাড়ি।

তুমি যে প্রথম প্রেম, প্রথম চাওয়া,
প্রথম বিরহ ব্যথা।
মনে শাখে প্রশাখে কত ছবি আঁকে।
মনে পড়ে কত কথা।
ভুলতে গিয়েও কত পারিনি ভুলতে,
তাই ফিরে ফিরে আসে।
কেনযে অবুঝ মন, করছে এমন ,
শুধু জানে ভালবাসে।

সামনে বাঁধার পথ, নয় নিষ্কণ্টক।
তুমি থেকো শুধু সাথে।
চোখে চোখে চেয়ে রব, ভয় নাকো পাব।
ঝড় ঝাপটার রাতে।

গিয়েছি অকুলে ভাসি,জল রাশি রাশি।
নইতো নাবিক দক্ষ।
কত দিন গেল চলে, কত অবহেলে,
এক মাস কাল পক্ষ।
দিওনা আমারে ছাড়ি দূরে কোথা পাড়ি,
দেব তবে আড়াআড়ি।
পারবনা মেনে নিতে বিরহ-বেদনা,
তব সাথে ছাড়াছাড়ি।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২০

ব্লগার_প্রান্ত বলেছেন: টিভিতে দূরন্ত নামে একটা কার্টুন চ্যানেল আছে। কবিতাটা ঐ চ্যানেলের মতোই ভালো হয়েছে! হ্যাপী ব্লগিং

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৫

বর্ণা বলেছেন: শুনে সত্যি ভাল লাগলো।

২| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১:২৬

বাকপ্রবাস বলেছেন: আপনাকে স্বাগতম। কবিতা ভাল লেগেছে। কোন ছাড়াছাড়ি কিংবা বিরহ বেদনা চাইনা, শক্ত করে ধরে রাখবেন আর হ্যাপি ব্লগিং করবেন।

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৪

বর্ণা বলেছেন: ধন্যবাদ।

৩| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০৩

স্রাঞ্জি সে বলেছেন:

@প্রীশু নিবেন। ঈদ মোবারক।

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০৬

বর্ণা বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

৪| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১১

অণুজীব বলেছেন: ইদ মোবারক।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০২

বর্ণা বলেছেন: ঈদ মোবারক

৫| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪১

কৃষ্ণ কমল দাস বলেছেন: কথা রাখলাম....আপনার ব্লগে আসলাম..।দেখলাম। ভালো লাগলো।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৫

বর্ণা বলেছেন: তার জন্য সত্যি ধন্যবাদ।

৬| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৩

মনিরুল ইসলাম বাবু বলেছেন: পুরোনো দিনের ভাষারীতির স্বাদ পেলুম।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৪

বর্ণা বলেছেন: ঠিকই ধরেছেন। আমি ছন্দ দিয়ে আর সাথে একটু ভাষার প্রয়োগ করেই লিখতে ভালবাসি।

৭| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর । কথা ও কাব্যে সুন্দর মেলবন্ধন ।

শুভ ব্লগিং।

ঈদ মুবারক ।

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

বর্ণা বলেছেন: ধন্যবাদ। ঈদ মোবারক

৮| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২২

শাহারিয়ার ইমন বলেছেন: ব্লগে স্বাগতম । ভাল ভাল কবিতা আশা করছি

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৪

বর্ণা বলেছেন: ধন্যবাদ। ছোট মানুষ তো বেশি ভাল লিখতে পারিনা।

৯| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪

বলেছেন: বাহা! সুন্দর

২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:২০

বর্ণা বলেছেন: ধন্যবাদ।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

খায়রুল আহসান বলেছেন: একমাস কাল পক্ষ বলতে ঠিক কী বুঝিয়েছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.