নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই অনেক কিছু। জানতে পারলাম না এখনও কিছুই।

বর্ণা

চোখ ভরা স্বপ্ন পৃথিবীকে নতুন করে দেখতে চাই।

বর্ণা › বিস্তারিত পোস্টঃ

মহামায়া(২৩/০৮/১৮)

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৯

একি মায়া? নাকি মহামায়া!
উন্মত্তের কালো ছায়ে একি কার ছায়া!
শত জন্মের দুর্মোঘে কাটেনিকো লোভ,
বিধাতার পরে ঝাড়ি না পাবার ক্ষোভ৷
বিধাতা বলেছিল মানুষ হয়ে যাও।
পৃথিবীর ফুলে ফুলে সব সুবাস ছড়াও
আমি ভুলে গেছি সব তাপিত কায়া,।
ঘুম ভেঙে উঠলাম কে তুমি ছায়া?
উত্তর এল জাননা? আমি যে মায়া।

যে বাঁধনেতে বেঁধে যাও মৃত্যু লোকে,
কাঁদ ক্ষোভে ও তৃষ্ণায়, জরা ও শোকে।
আমি যে প্রাণের মায়া, মায়া সংসারের,
ভালো থাকবার লালসা , ব্যর্থ বেদনের।
জন্ম থেকে মৃত্যুলোক ছুটাইছি তোমায়,
তুমি নির্বোধ না বুঝে ছুটছ সর্বদাই।
স্থাণু হয়ে রইলাম সেই, জীবনে কি আছে?
সব অলীক এর মুগ্ধতে ধিনাক ধিন নাচে।
উত্তর আসে , হাসছে , সে মহামায়া,
বলে আমি মহামায়া, আমি মহামায়া।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০২

বিজন রয় বলেছেন: মহামায়া(২৩/০৮/১৮)............. শিরোণামের সাথে তারিখ দিয়েছেন, ওটা দরকার নেই। শুধু নাম বা শিরোণাম লিখুন।

ছবি লেখার আগেই সিলেক্ট করুন।

দুর্মোঘে কাটে নিকো লোভ।...... কাটেনিকো হবে।

বানানের দিকে খেয়াল রাখুন।
কবিতার বিষয়বস্তু ভাল।

অন্যের পোস্টে মন্তব্যের সময় সচেতন থাকুন।

শুভকামনা রইল।

২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৪

বর্ণা বলেছেন: অনেক কিছু শিখলাম আপনার থেকে। ধন্যবাদ। বানানা টা ঠিক করে দিচ্ছি।

২| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০২

বলেছেন: সুন্দর ভাবনা,দারুন প্রকাশ
কবিতায় অন্ত্যমিল হলে পড়তে আরো ভালো লাগবে।প্রচেষ্টা অব্যাহত থাকুক।ধন্যবাদ

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৩

বর্ণা বলেছেন: ধন্যবাদ।

৩| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২২

কাওসার চৌধুরী বলেছেন:



সুন্দর কবিতা৷

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৮

বর্ণা বলেছেন: ধন্যবাদ।

৪| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ সুন্দর কথা ও কাব্য।

শুভকামনা রইল। লাইক দিয়েছি ।

৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

বর্ণা বলেছেন: ধন্যবাদ। আপনি ও ভাল লিখেন ভাই।

৫| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা,

তাহলে আমার পোস্টে আপনাকে নিয়মিত পাবার আশাকরি।

৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

বর্ণা বলেছেন: হুম করতেই পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.