![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন শুধু কান্না হাসির গান
কখনো হাসি কখনো কান্না
আনন্দ দেখলে মনে হয় হাসির বন্যা
আসলে তো তাই নয় বোঝে না
কখনো বা দুঃখের কখনো বা সুখের
সব হাসির পার্থক্য একই ভাবে রটে
কখনো বা ঝলকানো আনন্দ টয়
কখনো বা টলকানো নয়নের জল বয়
তোমাদের জিবন চলার বিরল হত
আনন্দে হয়ে উঠুক ঝর্নার মত
কান্না হাসি বুকে নিয়ে সবাই বচেে রয়
দুঃখ টুকু নিরস হোক পাতার আগুনের মত
২| ২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:০১
রক্তিম দিগন্ত বলেছেন:
কথাটা সত্যিই বলেছেন।
জীবন তো কান্না-হাসির খেলাই।
+
৩| ২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:০০
সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রথম ছন্দ ভালো হয়েছে
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন: দুনিয়টা হাসি,কান্নার ...
শুভ ব্লগিং............
লিখতে থাকুন।