![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন দেশে একমুখী শিক্ষার নামে একটা ধারালো অস্ত্র দিয়ে পুরো শিক্ষাব্যবস্থাকে বারোটা বাজানোর চেষ্টা চলছিল,তখন আমাদের সবাইকে জেগে উঠতে শিখিয়েছেন তিনি। এই দেশ সব সম্ভবের দেশ,কিন্তু অপশক্তি দাড়াতে পারলো না। হেরে গেল।
আমি সিলেটের রাস্তায় দাড়িয়ে অনেকদিন এমন বক্তৃতা শুনেছি,রাজাকার বলছে "সেই তথাকথিত বুদ্ধিজীবি জাফর ইকবাল"....রাজাকারদের যত রাগ ,সব জাফর ইকবাল স্যারের উপর....যুদ্ধাপরাধীদের বিচার মনে হয় জাফর ইকবাল একাই চেয়েছিলেন......আজ এতদিন পর বুঝতে পারি ,সত্যিই সিলেটে একমাত্র বুদ্ধিজীবি জাফর ইকবাল...বাকী যারা এই সহজ পরীক্ষা পদ্ধতির পরিবর্তে কোটা খুজছে...তাদের হাত নেই..চারটি পা আছে ।
সেই কথাতেই ফিরে গেলাম ...মাছের পচন শুরু হয় মাথা থেকে ...একটি জাতির পচন শুরু হয় বুদ্দিজীবিদের মাথা থেকে...
স্যার ...সিদ্ধান্তটা ভুল হয়নি...অনেক কিছুই শিখিয়েছেন....সবসময় পরাজয় মেনে নিতে নিতে এ জাতি অভ্যস্ত হয়ে গেলে ভবিষ্যতে বিপদ হবে...শিক্ষা না হয় গোল্রায় গেল,,..গর্জে উঠার ক্ষমতাটুকু চলে গেলে আর রইল কি!
একজন জাফর ইকবাল ও আমাদের পরাজয়...
২| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৩
সাদিকপাভেল বলেছেন: একজন সাস্টিয়ান হিসেবে আমি অত্যন্ত লজ্জিত। একটা সুন্দর উদ্যোগকে তথাকথিত আন্দোলনের নামে মেরা ফেলা হলো... শাহজালালের নামে হলেও এটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা সারা বাংলাদেশের মানুষের টাকায় চলে, মাজারের টাকায় নয়। আর সিলেটের মানুষ অনগ্রসর জনগণও নয়, আবার তাদের মেধাও অন্য জেলার মানুষের তুলনায় কম নয়, তাহলে এই নির্লজ্জ কোটা সুবিধার দাবি কেন? একটা পাবলিব বিশ্ববিদ্যালয় একটা এলাকার অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এর সুবিধা সিলেটের মানুষ ভোগ করছে। এরপরও কোটা নামের এই অন্যায় দাবি কেন??? অনতিবিলম্বে এই ধরনের অরাজকতা বন্ধ করে বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। জাফর স্যার ও ইয়াসমিন ম্যামকে সস্মানে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৫
গোকুল নাগ বলেছেন: স্যার সবসময় আদর্শের পক্ষে,ন্যায়ের পক্ষে। স্যারের পাশে সবসমই থাকবো
৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬
কলাবাগান১ বলেছেন: ".মাছের পচন শুরু হয় মাথা থেকে ...একটি জাতির পচন শুরু হয় বুদ্দিজীবিদের মাথা থেকে..."
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪০
সেমিবস বলেছেন: ড. মুহম্মদ জাফর ইকবাল স্যারের পদত্যাগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এবং পরের কথা.............................................