![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখলেখি করি একটু আধটু যদিও লেখার হাত ভালো না। অবশ্য লেখালেখির চেয়ে বড় পরিচয় আমি একজন বড় পাঠক। মুক্তিযুদ্ধ আমার সবচেয়ে বড় অহংকার। সবসময় স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের। ইমেইল[email protected]
আমার বড় ভাইয়ের সংগ্রহে থাকা ৩০০ আধীক মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শনী তে আমি সবসময় আগ্রহ নিয়ে থাকি। এবার প্রদর্শনী টা করেছিলাম শিল্পকলা একাডেমি তে। ১৬ ডিসেম্বর সকাল ৯-বিকেল ৫টা পর্যন্ত।
আমাদের প্রদর্শনীর ছবিগুলোর থেকে কিছু ছবি।
মূলত এদের জন্যই আমাদের এই প্রদর্শনী।
ছবি প্রদর্শনী তে অনেক মানুষের সাথে পরিচয় হয়। অনেক অভিজ্ঞতা হয়। নতুন প্রজন্মের আগ্রহ আমাকে যে কতটা অনুভব করতে শেখায় তা হয়তো লিখে বোঝাতে পারবো না।
কলকাতা থেকে এই দাদারা বিজয় দিবসে এসেছিলেন। অনেক কথা হলো তাদের সাথে। সাথে আমি ও ভাইয়া।
মানুষের চোখেমুখে ছিল প্রচন্ড আগ্রহ।
এবার নিয়ে মোট ৬ বার প্রদর্শনী হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে এইবার অন্যবার এর চেয়ে মানুষ জন কম এসেছিলো। যদিও বিকেল থেকে প্রচুর ভিড় ছিল।
এর পরের বার কোথায় করবো এখনো ঠিক হয় নাই। একুশে ফেব্রুয়ারী করবো। সবাইকে আসার আনুরোধ জানাচ্ছি।
বিস্তারিত ২১ শে ফেব্রুয়ারী এর আগেই ইনশাল্লাহ জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৩
একজন গাঙ্গচিল বলেছেন: ছবিগুলো আমার ভাইয়া বিভিন্ন জনের কাছ থেকে সংরহ করেছে। কিছু ইন্টারনেট থেকে।
ধন্যবাদ ।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১০
সুমন কর বলেছেন: চমৎকার একটি কাজ করেছেন।
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫
একজন গাঙ্গচিল বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাইয়া। ভালো থাকবেন। আগামী প্রদর্শনী দেখতে আসার অনুরোধ রইলো।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
রক্তিম দিগন্ত বলেছেন: প্রদর্শনীর ছবি না দিয়ে - ছবিগুলোর ছবি দিলেই বেশি ভাল হত।
তবে, প্রদর্শণীর উদ্যোগটি চমৎকার।
ছবিগুলো আমাদের জন্যেও উন্মুক্ত করে দেন।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫
একজন গাঙ্গচিল বলেছেন: ফেসবুকে "মুক্তিযুদ্ধের এ্যালবাম" নামে একটা পেজ আছে। আমাদের ওখানে সব ছবি পাবেন।
ধন্যবাদ। দেরিতে উত্তর দেবার জন্য দুঃখিত।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৫
চাঁদগাজী বলেছেন:
ভালো।
ছবিগুলো এলো কোথা থেকে?