নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা করতে ভালোবাসি। অবসরে ব্লগ পড়ি, ছবি তুলি আর মুভি দেখি। জানার কিছু থাকলে আমাকে মেইল করতে পারেন; [email protected]

বটপাকুড়

দেশকে ভালবাসি অনেক বেশি। দেশের প্রতি কোন রকম অপমান চৈধুরী সাহেবের মতো বদলা নেয়া হবে

বটপাকুড় › বিস্তারিত পোস্টঃ

ডঃ জাফর ইকবাল আসলে কি চান ?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৮

আচ্ছা একটা ব্যাপার আমার কাছে আজো ক্লিয়ার হয়না, শিক্ষক হিসাবে ওনার কাজ হইলো ছাত্র পড়ানো আর গবেষনা করা। কিন্তু উনি হইলো কয়েক দিন পর পর আন্দোলনের ডাক দেন। হদাই ফাঁপর, কেন বাবা, এতো খায়েস থাকলে পিএমকে বলেন আপনাকে শাবিপ্রবি এর ভিসি বানিয়ে দেয়া হোক, নাকি সেইটা হলেও হবে না

আমি বাজি ফেলে বলতে পারি, ওনার চেয়ে ভালো কোয়ালিটির সিএসই এর টিচার এই দেশে আরো একশ জন আছেন।
গবেষণার করার কোন নাম নাই, সারা দিন ধরে খালি আগডুম বাগডুম... আর আর আরসি ড্রন বানিয়ে উড়ান।

ছাত্ররা অন্যায় করছে, শাস্তির ব্যাপারে আবার না বলেন। কি চান নিজেই জানেন না, নাকি ভিসি কে বারে বারে বুঝিয়ে দিতে চান, আপনি ভিসি হইতে পারেন কিন্তু আমি ভার্সিটি কন্ট্রোল করি

আমি মনে করি আমাদের দেশে শিক্ষকদের গবেষণা বিমুখ হওয়ার পিছনে শুধু জবাবদিহিতা অভাব, ফান্ডের অভাব, যন্ত্রপাতির স্বল্পতা একমাত্র কারণ না। এখানে গবেষণা করার মানসিকতা থাকাটা একটা বড় বিষয়। কারণ বিদেশী কলাবরাশনে প্রকল্প লেখার কাজে কাউকে দেখি না তেমন আগ্রহী। ব্যতিক্রম যে নেই সেটা বলছি না, অনেকেই চেষ্টা করেন। কিন্তু তাদের সংখ্যাটা অনেক কম। আমাদের পাশের দেশের শুধু খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি না, এমনকি মফস্বলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেরকম গবেষণা করার স্পৃহা দেখা যায়, সেটা আমাদের দেশের শিক্ষকদের মাঝে দেখেছি অনুপস্থিত।

আমাদের দেশে শুধু রাজনীতি করেই বড় অবস্থানে যাওয়া যায়, সেখানে এই গবেষণার মতো খাটুনির কাজ করতে যাবে কে ? ভিসি তো যেকোন একটা দল থেকেই হবেন তাই না। খালি খালি গবেষণার সময় নষ্ট করার দরকার কি, এনজিও আছে, আর মিডিয়াতে মুখচেনা হলে আর কথাই নেই।

আমি বুঝি না, এই লোকরে পীর মানার কি আছে। ৭১ এর সালে ভার্সিটিতে পড়েও উনি যুদ্ধ করেন নাই। ওনার বাবা দেশের জন্য জীবন দিয়েছেন। কিন্তু এরকম অনেক পরিবার আছেন, তাদের বাবা মা সব ফেলে জীবন তুচ্ছ করে মুক্তিযুদ্ধ এ ঝাঁপিয়ে পরছেন। উদাহরণ চান, আমাদের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান নিজের স্ত্রী আর কন্যা কে ফেলে যুদ্ধে আসার জন্য নিজের জীবন বিলিউয়ে দিয়েছেন।
জাফর ইকবাল পদত্যাগ করার প্রায় হুমকি দেন। আবার কয়েক দিন পর তা প্ত্যাহার করেন। দেখি হিম্মত থাকলে পদত্যাগ করে দেখেন।

ওনার মুরিদদের এই ব্লগে গঠনমূলক আলোচনা করার জন্য স্বাগতম।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: ছাত্ররা অন্যায় করছে, শাস্তির ব্যাপারে আবার না বলেন।সাথে আবার দুঃখে দড়িও পড়তে চান!! কি চান নিজেই জানেন না।। অবাক বাঙ্গালী অবাক যে বারবার!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৮

বটপাকুড় বলেছেন: হ রে ভাই, কিছুই মাথায় ঢুকতেছে না, তারপরে ওনার পিছনে হাঁটাবাবা এর মতো লোক ঘুরতে থাকবে
কি কাটপিস লেখছেন, জাতির মাথা দিয়ে এখনো নামে না

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৫

ফাহাদ মুরতাযা বলেছেন: "ফান্ডের অভাব, যন্ত্রপাতির স্বল্পতা একমাত্র কারণ না।"
অবশই না। তাত্ত্বিক পদার্থ, গনিত, কম্পিউটার এগুলাতে কত টাকা (ফান্ড)লাগে??
বাংলাদেশের যেকোনো রাস্তায় ঢিল মারলে গণিত, পদার্থ, পরিসংখ্যান এর ছাত্র পাওয়া যায়, এখন তো কম্পিউতারের ছাত্র ভুরি ভুরি। কেন যে বাংলাদেশ এখন নোবেল পায় না বুঝি না!!
"৭১ এর সালে ভার্সিটিতে পড়েও উনি যুদ্ধ করেন নাই।"
যুদ্ধে যাওয়া এতো সোজা না, যাদের উদাহরণ দিলেন , তারা মহান, সবাই তা হইতে পারে না।এই ধরনের খোঁচা বেহুদা লাগে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৭

বটপাকুড় বলেছেন: উনি গবেষণা করলে আন্দোলন করবে কে? আপনি দায়িত্ব নেবেন ?

যুদ্ধে যাওয়া এতো সোজা না, যাদের উদাহরণ দিলেন , তারা মহান, সবাই তা হইতে পারে না। কথা সত্য

কিন্তু মহান না হয়ে মহানের চেতনা বিক্রি করা কি ঠিক?

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৭

ই হক মুরাদ বলেছেন: সার্কাস দেখছি সার্কাস, আরো দেখাবে আর আমরা যাতাকলে পিষ্ট জনগন বসে বসে দেখব......... অপেক্ষা ................

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৮

বটপাকুড় বলেছেন: লক্ষণ দাশের সার্কাস...দেখতে থাকেন :)

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪২

ফাহাদ মুরতাযা বলেছেন:

"অতি চেতনার গলায় দড়ি!"

"চেতনা" বিক্রির সবচেয়ে বড়ও সেলস ম্যান হইয়াও মাই খাইতে হইল!!!

বাঙ্গালী বড়ই অকৃতজ্ঞ!!

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:১৬

চলন বিল বলেছেন: স্যার এর ফিল্টারের ব্যবসা ভালো যাচ্ছে না। আর আপনারা দুষ্ট ব্লগাররাও স্যার এর সাথে শত্রুতা শুরু করেছেন কেন?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৩৯

বটপাকুড় বলেছেন: বলছেন ;)

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নাকি ভিসি কে বারে বারে বুঝিয়ে দিতে চান, আপনি ভিসি হইতে পারেন কিন্তু আমি ভার্সিটি কন্ট্রোল করি
আমারো ধারনা এইটাই.....
আমি বুঝি না, এই লোকরে পীর মানার কি আছে। ৭১ এর সালে ভার্সিটিতে পড়েও উনি যুদ্ধ করেন নাই। ওনার বাবা দেশের জন্য জীবন দিয়েছেন।
মোক্ষম বলেছেন মশাই
যৌবনের স্বর্ণ সময়ে মুক্তিযুদ্ধ পেয়েও অংশগ্রহণ করেননি
আর এখন চেতনা চেতনা বলে গলা ফাটিয়ে জাতি বিভাজনে পূর্ণ আত্মনিয়োগ করেছেন
আসলে রাজাকারের সংজ্ঞা কি?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১

বটপাকুড় বলেছেন: ডঃ জাফর ইকবালের মত ধান্দাবাজ, চেতনাব্যবসায়ী আরেকটা নেই এই দেশে
খারাপ লাগে পাবলিক এইটা বুঝে না

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

মামু১৩ বলেছেন: "৭১ এর সালে ভার্সিটিতে পড়েও উনি যুদ্ধ করেন নাই। "---৭১ সালে উনি ভার্সিিতে ছিলেন, কোথায় পেলেন?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

বটপাকুড় বলেছেন: এইতো আস্তে আস্তে ওনার মুরিদদানদের আবির্ভাব হচ্ছে :) - উনি এসএসসি পাশ করেন ১৯৬৮ সালে, তারপর ইন্টারমিডিয়েট ১৯৭০ সালে। তাহলে বলেন ১৯৭১ সালে উনি কোথায় ছিলেন? ভার্সিটি এর বাইরে ?
এই তথ্য উনার উইকি পিডিয়া থেকে নেয়া, পড়ে দেখবেন

https://en.wikipedia.org/wiki/Muhammed_Zafar_Iqbal

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩

মামু১৩ বলেছেন: http://www.sachalayatan.com/udash/55019

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

বটপাকুড় বলেছেন: লিঙ্ক তো দেখছি বহ আগে , আপনি পড়েন আর চোখটা খোলেন

৯| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২০

সেলিম আনোয়ার বলেছেন: আসলে ইনটেলিকচুয়ালরা ধরি মাছ না ছুঁই পানি টাইপ । যুদ্ধ সাহসীপুরুষ দের কাজ । উনি হয়তো অতটা সাহসী নয় ।

তারপরও দেশের টানে দেশে ফিরে আসা দেশ প্রেমের পরিচায়ক । উনিতো দেশের বাইরে ক্যারিয়ার গড়তে পারতেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.