নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা করতে ভালোবাসি। অবসরে ব্লগ পড়ি, ছবি তুলি আর মুভি দেখি। জানার কিছু থাকলে আমাকে মেইল করতে পারেন; [email protected]

বটপাকুড়

দেশকে ভালবাসি অনেক বেশি। দেশের প্রতি কোন রকম অপমান চৈধুরী সাহেবের মতো বদলা নেয়া হবে

বটপাকুড় › বিস্তারিত পোস্টঃ

আমাদের স্বাধীনতা নিয়ে ভারতবাসীদের ধারনা দেখুন

২৪ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৩৬

ভারতের বাবরী মসজিদের সময় বাংলাদেশে যে গোলযোগ হয়েছিল , তা অতি সামান্য। সেখানে বিহারে যে মুসলমানদের উপর মোদী গণহত্যা চালিয়েছে, সেটার কোন খবর নাই। দেখেন ভারতের এই বেকুবের মন্তব্য হল আমরা নাকি স্বাধীন হতে পারতাম না ওদেরকে ছাড়া।



নেপালে ইতিমধ্যে ভারত বিরোধী এখন তুঙ্গে। নেপালিরা আর ভারতের দাদাগিরি চায় না । আমরা কেন বসে থাকবো। আমার কথা বিশ্বাস না হলে ফেসবুকের স্ক্রিনসট দিয়ে দিলাম।

সময় এসেছে আমাদের ভারতের জিনিস বর্জন করার

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৭

Raqeeb বলেছেন: ভারতের কোন কোন জিনিস বর্জন বলছেন ?? সবই তো ভারতের জিনিসের উপরেই চলে..এ-যেন ভারতের এক অলেখিত উপনিবেশ

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:২২

বটপাকুড় বলেছেন: উপনিবেশ মানে কি, ভারতবাসীদের ধারনা আমরা তাদের অঙ্গরাজ্য

২| ২৪ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩১

চাঁদগাজী বলেছেন:

পড়ালেখা করেছেন, নিজে কছু বানান, আমরা আপনার জিনিষ কোনবো।

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৯

বটপাকুড় বলেছেন: কম জিনিস তো বানানো হয় না, কিন্তু দোকানে যেয়ে তো ভারতের কি কি জিনিস আছে বের কর দেখি বলেন, তাহলে কিভাবে হবে

৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪৬

সুলতানা রহমান বলেছেন: বর্জন করার মত শক্তিশালী নই আমরা।

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:২০

বটপাকুড় বলেছেন: চেষ্টা করতে দোষ কোথায় বলুন তো, একটু একটু করে আপনার আমার চেষ্টা আর আপনার চেষ্টা মিলে অনেক বড় কিছু একদিন হবে , তাই না

৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫৬

সজিব হাওলাদার বলেছেন: উদ্যোগ ভালো

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:২১

বটপাকুড় বলেছেন: শুধু বললে তো হবে না, আসুন এখন থেকে দেশের পণ্য কিনতে থাকি

৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নেপালে ইতিমধ্যে ভারত বিরোধী এখন তুঙ্গে। নেপালিরা আর ভারতের দাদাগিরি চায় না । আমরা কেন বসে থাকবো। আমার কথা বিশ্বাস না হলে ফেসবুকের স্ক্রিনসট দিয়ে দিলাম।

সময় এসেছে আমাদের ভারতের জিনিস বর্জন করার

আবার জিগায়,,,,,,,,,,,,,,,, :)

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:২১

বটপাকুড় বলেছেন: আবার জিগায়....!!!

৬| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩১

দূর আকাশের নীল তারা বলেছেন: আগে ঘরের বউ-মেয়েদের ঠিক করতে হবে, যাতে তারা ভারতীয় চ্যানেল, মুভি বর্জন করে। তারপর করতে হবে, ভারতীয় পোশাক। এভাবে একর পর এক ভারতীয় জিনিষ বর্জন করতে থাকলেই কেবল ভারতকে ঝেটিয়ে বিদেয় করা যাবে। তবে শুরুটা ঘর থেকেই করতে হবে।

২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

বটপাকুড় বলেছেন: আসেন ভাই, শুরু করেন, দেশি জামা কাপড় পরা শুরু করেন। আমি আজ পর্যন্ত নিজে একটা জামা ইন্ডিয়ান পরি না। লাগে বঙ্গ দিয়ে কিনমু তাও আমার দেশি জামা কাপড়

৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯

পিচ্চি হুজুর বলেছেন: বর্জন বর্জন কইলেই বর্জন করা যায় না। সবাই যে খালি হিন্দী চ্যানেল বর্জন করার কথা কয় দেশী টিভিতে কি চুল টা দেখায়। ইউটিউব এ আগে ঈদের নাটকগুলাও ভালভাবে দেখা যাইত, এখন এমন অবস্থা হইছে সেইগুলাও ফাস্ট ফরোয়ার্ড করা লাগে। বাংলা ছিনেমা ত ম্যাক্সিমামই তামিল আর হিন্দী থেকে কপি পেস্ট মারা। খালি ৩৫ এম এম ক্যামেরা আর ছুড ছুড কাপড় পিন্দাইয়া নাচাইলেই ছিনেমার মান ভাল হয়ে যায় না। কলকাতার বাংলা ছিনেমা গুলা পুরাই ক্লাস, যারা নিয়মিত দেখে তারা ভাল বলতে পারবে। বাংলাদেশের নাটক এর লুথা মার্কা স্ক্রিপ্ট দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়।
আর ভোগ্যপণ্যের কথা ত বাদ ই দিলাম। লেইস এর ৫০% কোয়ালিটি সম্পন্ন একটা চিপস কে জানি বের করছিল। ১০ টাকা দিয়া আমি নিজেই কিনা খাইতাম প্রতিদিন। কিছুদিন পর দেখলাম দাম বাড়াইছে তাও ভাল, কিন্তু চিপস এর চেয়ে বাতাস এর ই পরিমাণ বেশি। শুধু দেশী পণ্য কিনে হও ধন্য বললে হয় না, দাম কোয়ালিটি সবই ঠিক থাকতে হয়। সার্ভিস একটু কম হোক, কোয়ালিটি একটু কম হোক সমস্যা নাই, কিন্তু দামও যদি বিদেশী পণ্যের মত হয় তাইলে কার ঠ্যাকা পড়ছে টাকা দিয়ে খারাপ জিনিস কিনবে।

২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২২

বটপাকুড় বলেছেন: খালি ৩৫ এম এম ক্যামেরা আর ছুড ছুড কাপড় পিন্দাইয়া নাচাইলেই ছিনেমার মান ভাল হয়ে যায় না। কলকাতার বাংলা ছিনেমা গুলা পুরাই ক্লাস, যারা নিয়মিত দেখে তারা ভাল বলতে পারবে। বাংলাদেশের নাটক এর লুথা মার্কা স্ক্রিপ্ট দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়।

খাঁটি কথা ভাই রে, কিন্তু আমরা নিজেরা চেষ্টা না করলে ভালো জিনিস কিভাবে আসবে বলেন ? আপনি আপনার অবস্থান থেকে চেষ্টা করেন দেখেন, এই দিন থাকবে না সামনে আর ভাল দিন আসবে। আমিও আপনার মত বিদেশে বসে দেশি বাজে মাসালা কিনি , তাই ইন্ডিয়ান টা কিনি না। যাই হোক, আমার দেশের মানুষ আরেক্টু সৎ হইলে আমাদের আর চিন্তা থাকতো না।

৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

সচেতনহ্যাপী বলেছেন: যতই ঘৃনা থাকুক না কেন ভারতকে ছাড়া আমরা চলতে পারবো না।। যেখানে" সুই থেকে প্লেন" পর্যন্ত ভারত থেকে আনতে হয়।।
আর নেপালের প্রতিবেশীর মত কোন পরাশক্তিও আমাদের লাগোয়া নয় যাও ভরতের দখলে।।

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫৪

বটপাকুড় বলেছেন: কে বলছে ভাই, এই রকম নেতিবাচক চিন্তা থাকলে জীবনেও পরিবর্তন আসবে না। আজকে থেকে নিজেকে ভারতের জিনিস কেনা বাদ দেন, তাহলে দেখেন আজকে না হলেঅ আগামী পাছ বছরের মাঝে পরিবর্তন আসবে

৯| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: নেতিবাচক নয় ভাই।। হতাশার দীর্ঘশ্বাস।। আজ আমরাই তো দুইধারায় বিভক্ত,রাষ্ট্রীয় ভাবেও।। সেখানে আপনার বিরুদ্ধে আমিই থাকবো।। সুতরাং...।।।

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫০

বটপাকুড় বলেছেন: ভাইরে, একটা আমাদের দেশ। কে কোন দল করে এইগুলো নিয়ে আগে তো এত কামড়া কামড়ি ছিল না। আমরা কত চমৎকার সময়টাতে বড় হউছি। পাড়ার মোড়ের আড্ডাবাজ বড় ভাইরা সিগারেট খেলেও কন মুরব্বী গেলে দাঁড়িয়ে সালাম দিত। কেউ অসুস্থ হলে সবার আগে হসপিটাল এ নিয়ে যাওয়ার জন্য রেডি থাকত। কোথায় গেল আমাদের সেই বাকের ভাই রা
ভাই আমি আমার সেই ফেলে আসা দেশ কে মিস করি :(

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮

নান্দনিক নন্দিনী বলেছেন: সমালোচনা না করে, ক'টা আইডিয়া দিন। কাজ কিছুটা এগিয়ে যাক..........

২১ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২৮

বটপাকুড় বলেছেন: আপনি এখন থেকে চিন্তা করুননা, যে জিনিস ন্যূনতম মানসম্পন্ন কিন্তু তাও দেশি, সেটা বাংলাদেশেরটা কিনুন। আপ্ননি যদি আস্তে আস্তে ভারতের জিনিস কেনা বাদ দিতে থাকেন তাহলে দেখবেন, এই জিনিস গুলো আর বাজারে চলবে না। ভারতের জামা কাপড় না কিনে, ভাসাবি তে না যেয়ে দেশি ডিজাইনারদের জামা কাপড় কিংবা আড়ং থেকে কিনুন ঈদ কিংবা অন্য কোন অনুষ্ঠানে। আপনার কেনা পণ্যতে আস্তে আস্তে দেশের পণগুলো বাজারে চাহিদা বাড়বে।

আপনি শুধু নিজে কিনে থেমে থাকুন না, অন্যদেরকে বলেন। নিজের কাছের লোকজনদের জানান। এভাবে একদিন দেশ আগাবে। এক সময় আমাদের দেশে খাদ্য আমদানি করতে হত। জানেন আমরা এখন খাদ্য পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। এই সাফল্য আমাদের সবার। আপনি যদি দেশি চিনি কেনেন, তাহলে দেশের আখ চাষির পকেটে দুই টাকা বেশি যাবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.