![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আজ আমার বিষয় হলো বেহিসেবী উন্নয়ন। সবাই ভাবতে পারেন এ ব্যাটা নির্ঘাত সরকারবিরোধী। কিন্তু বাস্তবে আমি সিম্পল আমজনতা। আমাদের উন্নয়নগুলোকে কটাক্ষ করার কারন অনেক। এই যেমন রাস্তা পানিতে ডুবে যায় আর তার উপর নির্মিত হয়ে যাচ্ছে উড়াল সেতু। উড়াল সেতু আগে না জলাবদ্ধতার সমাধান আগে করা উচিত আপনারাই ঠিক করুন। রাত্রেবেলা এখন ময়লা পরিস্কার করা হয় সকাল থেকেই ময়লা ফেলা হয়, সাতসকালে গোসল করে বেরিয়ে যদি ময়লায় পা পড়ে তাহলে কেমন লাগে। আমরা বিদ্যুতের মিটার প্রিপেইড হয়ে গেছে কিন্তু লোডশেডিং এখনো রানিং। এলোপাতাড়ি হাইরাইজ বিল্ডিং এর অনুমতি দেয়া হয় কিন্তু সে অনুযায়ী ডাস্টবিন নেই এলাকায় অতঃপর ময়লা নালায়। আমি চট্টগ্রামের পরিপেক্ষিতে এ লেখা লেখলাম। গ্যাসও প্রিপেইড হয়ে যাবে কিন্তু গ্যাসের সংকট কি কাটবে? নতুন কোন গ্যাসফিল্ডত আবিষ্কার হচ্ছেনা। উন্নয়ন হোক তবে একটু হিসেব করে ধাপে ধাপে। তাহলেই আমরা সত্যিকারের উন্নত জীবনযাপনের স্বাদ পাবো।
©somewhere in net ltd.