![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবু বেঁচে থাকতে হয়,আমিও বেঁচে আছি। কোনো স্বপ্ন নিয়ে নয়, একটা স্বপ্ন গড়ার জন্য।
কেউ ভালো নেই!
পৃথিবীর কেউ ভালো নেই!
দিনশেষে যে পাখিটি খাবার ঠোঁটে আপন নীড়ে ফিরে আসে,সেও ভালো নেই।
কিংবা পাহার খুদে গর্তে বাস করা সেই খরগোশের দল যারা খুব অল্প তৃণে খুশী থাকে,তারাও ভালো নেই।
অথবা ভাবো সেই সমুদ্রের তলদেশে বাস করা আটপেয়ে দৈত্য অক্টোপাসের কথা,তারাও ভালো নেই।
সাদা পায়রার কথা বলবে তো? শান্তির এক অবিছিন্ন প্রতীক! তারাও ভালো নেই।
গাছ কথা বলতে পারে না,ওরা ভালো আছে ভাবো তো? ওরাও ভালো নেই।
আকাশ ভালো নেই!
পৃথিবীর কেন্দ্র ভালো নেই!
মৃত্তিকা ভালো নেই!
এমনকি আমার ভালোবাসার সেই সাইকেলের চাকা,তারাও ভালো নেই।
ভালো শব্দটা মহাবিশ্ব থেকে নিপাতিত, নির্যাতিত।
ধূলোয় ধূলোয় তাই 'ভালো আছি' কথাটাও মুছে যাক।
যাচ্ছে যখন, ভালো করেই মুছে থাক।
""""ভালোরা ভালো নেই """"
---- মাহা জেনেল (৮.৭.১৫)
২৩ শে আগস্ট, ২০১৫ রাত ২:৩৪
মহাপুরুষের ডায়েরী বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫০
কামরুন নাহার বীথি বলেছেন: ভাল লিখেছেন, লিখতে থাকুন।
সামহোয়্যারইন ব্লগে স্বাগতম আপনাকে!!!
২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫০
মহাপুরুষের ডায়েরী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৬
শাহরিয়ার সনেট বলেছেন: ভাল লিখছ