![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিবাদ হবে শ্লোগানে মুখর,
প্রাণের মিছিলে উন্মাতাল,
নিপীড়িত আমার দেশে
গড়বো নতুন মহাকাল।।
একাত্তরের অর্জন কত,
জমা আছে কত ঋণ,
প্রজন্ম চত্বরে
পাহারায় আছি রাত্রিদিন।।
বাংলাদেশের মানুষ কেবল
আপোষবন্দী নয়,
সতর্ক চোখ নজর রাখে,
কোথায় ফন্দি হয়।।
রাজনীতি চোর তোমরা হয়তো
দ্বিধা দ্বন্ধে থাকো,
আমাদের এতো শ্লোগান নিয়েও
নীল নকশা আঁকো।।
প্রজন্ম চত্বর
সব প্রজন্ম একাকার,
গুড়িয়ে দেবো দুরভিসন্ধি,
মরবে সব রাজাকার।।
- রামপুরা, ১১/০২/২০১৩
©somewhere in net ltd.