![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুভুতি থতমত
সংসার গোলমেলে,
ছুড়ে দিলে আহবান,
শূণ্যতাই মেলে।।
টানাপোড়ন বাড়ন্ত,
সন্ধ্যের পর পর,
অনেকের মত আমিও
বেজায় স্বার্থপর।।
প্রেমরঙা উৎসুক,
প্রেয়শীর প্রিয়মুখ,
কুটিলতাও আগুন্তুক,
বেয়াড়া উজবুক।।
খুক! খুক! আছো নাকি?
হাসিমুখ বাছো নাকি?
নাচালেই নাচো নাকি?
বাঁচালেই বাঁচো নাকি?
নাচা মানে আড়মোড়া,
মেদ ভুড়ির আস্ফালন,
প্রেমিকার সিঁটকানো নাকে,
বিরক্তির প্রতিপালন।।
বাঁচা মানে একঘেয়ে,
রাত কাল, দিন কাল;
মৃত্যুমুখী বুড়ো মনে
তুমি মোড়া স্বাধীনকাল।
- ২৪/০৩/২০১৩
- পদ্মা ডায়াগনস্টিক সেন্টার (ডাক্তার এর অপেক্ষায়)
©somewhere in net ltd.