![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘরকুণো ভোর ভীষন রঙীন
মেঘ রঙাদের ভীড়ে,
মেঘের ফোঁটায় ঘুমের ঘুড়ী
হঠাৎ গেল ছিঁড়ে।।
স্বপ্ন ছিল? হয়তো ছিল!
তুমিও ছিলে খানিক,
তোমার মত স্পষ্ট ছিল
পথ হারানোর দিক।।
আড়মোড়া ছাই; বদ্ধ চোখে
সদ্য ভোরের চুম,
মেঘের ফোঁটা ভাঙিয়ে চলে
ভোর পাখীদের ঘুম।।
বুঝতে পারি জাগতে হবে
সময় মুখোশ বন্দী,
আবার তুমি স্বপ্নে এসো
এটাই হোক স্বন্ধি।।
- ১১/০৮/২০১৩
- রামপুরা, ঢাকা
২| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩০
অমি রিজওয়ান বলেছেন: ধন্যবাদ। কয়েকটা বানান নিয়ে ঝামেলা হয় আমার, আপনি ঠিক। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। ভাল লাগলো। দারুণ ছন্দ ময়। ভীষন>ভীষণ হবে বোধ হয় ষত্ব বিধান।