![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিও স্বন্ধ্যের মুখোমুখি,
রৌদ্র সমুদ্দুর ঘেঁটে,
দেখি চাঁদের অলস উঁকি,
আর নিয়নের কালসিটে।।
প্রয়োজন আছে বাকি,
তাই জীবনের ঋণ,
অসহায় চোখে দেখি,
বাড়ে প্রতিদিন।।
গোলমেলে হিসেব কত
আছে প্রশ্নের কোলাহল,
বাড়ে জবাবহীন ক্ষত,
কমে অশ্রুর নোনা জল।।
ভুলে যাওয়া ভুল বুঝে,
আছে হারাবার হাতছানি,
প্রিয় মুখ খুঁজে খুঁজে
তবু বাঁচে অক্লান্ত স্বন্ধানী।।
বয়সের পাতা ঝরে,
কমে স্বপ্নের ধার,
এবং প্রাপ্তির বালুচরে,
ঋণাত্মক সংসার।।
তবু ক্লান্তির বাহুডোরে
আটকে গেলে হাত,
তোমার পলক ছোঁয়া ভোরে,
আসে আশবাদী সুপ্রভাত।।
- ০৬/১১/২০১৩
- সাইবারজায়া, মালয়শিয়া
©somewhere in net ltd.