নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট মুখে বড় কথা

আমিও শিশুর মতো/ তারই মতো মেনে নিতে পারি, যতো ব্যাথা না পাবার,/ ততো কাঁদি, ততো ঠুঁকি মাথা,/ যতো ক্ষতে বয়ে চলে- এ জীবনধারা।

বয়ানবাজ

আমি শাহরিয়ার রনি। দেশের একটি নামকরা পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। একজন স্বীকৃত কৃষিবিদ। ভালোবাসি প্রকৃতি, ভালোবাসি বিজ্ঞান।

বয়ানবাজ › বিস্তারিত পোস্টঃ

সাহস থাকলে শপথ করুন, "আমি কখনো ধর্ষন করবো না"

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

আমি শপথ করছি, "আমি কখনো সুস্থ মষ্তিষ্কে ও স্বজ্ঞানে ধর্ষন করবো না।" আপনারাও শপথ করুন। কমেন্ট বক্স ভরে যাক আপনাদের পবিত্র হলফনামায়। আপুরা শপথ করুন, "আমরা আর কখনো এমন আচরন করবোনা যেখানে পর পুরুষের কামভাব বা প্রতিশোধপরায়নতা জাগ্রত হয়।"



অন্ততঃ এতে করে কিছু পুরুষ মানুষ পাওয়া যাবে যাদের থেকে ধর্ষনের মতো ঘৃন্য অপরাধ হবার সম্ভাবনা থাকবে না। এমন কিছু নারী পাওয়া যাবে যারা নিজেদেরকে সন্মান অন্যপুরুষের চোখে অটুট রাখতে পারবেন।



"ধর্ষন" এর মতো ঘৃন্য একটি অপরাধ কে কেন্দ্র করে দলাদলি, কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে আসুন নারী পুরুষ একত্রে ধর্ষনের বিপক্ষে অবস্থান নিই।



ধর্ষন বন্ধের অন্যতম সমাধান হতে পারে নিজেদের নৈতিকতা অটুট রাখা, তা আপনি নারীই হন আর পুরুষই হন।



প্রথম কমেন্ট টা না হয় আমিই দিলাম।

(শপথ ভাংলে খবর আছে কইলাম)

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

বয়ানবাজ বলেছেন: আমি শপথ করছি," আমি কখনো সুস্থ মষ্তিষ্কে ও স্বজ্ঞানে ধর্ষন করবোনা।"

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আমি শপথ করছি," আমি কখনো সুস্থ মষ্তিষ্কে ও স্বজ্ঞানে ধর্ষন করবোনা।

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

বয়ানবাজ বলেছেন: ধন্যবাদ।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

নিয়েল ( হিমু ) বলেছেন: আমি নিজের উপর সো কনফিডেন্ট
সো আমি শপথ করছি না

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

বয়ানবাজ বলেছেন: শপথ করলেন না। তবে আত্নবিশ্বাস সারাজীবন অটুট রাখবেন এই আশা রাখি।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
hihihi lol

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

বয়ানবাজ বলেছেন: সুস্হ মষ্তিষ্কে শপথ করার কথা যদিওবা বলেছিলাম। তবে আপনি যদি বিকারগ্রস্হ মষ্তিষ্কেও শপথ করতে চান তাহলেও আমাদের কোন আপত্তি নাই।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

সুপান্থ সুরাহী বলেছেন:
শপথ তো করছিই সাথে... মহান আল্লাহর কাছে পানাহ চাচ্ছি আল্লাহ যেন আমাকে এইসব পাপ থেকে হিফাজত করেন...

সাথে রবের কাছে শক্তিও চাইছি তিনি যেন আমাকে ধর্ষকদেরকে শায়েস্তা করার তৌফিক দেন...

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

বয়ানবাজ বলেছেন: পরম করুনাময় আপনাকে ন্যায়ের সাথে থাকার তৌফিক দান করুন, সকল পাপ থেকে হিফাজতে রাখুন।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

দি সুফি বলেছেন: শপথ করার কোনো কারন খুজে পাচ্ছিনা!

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

বয়ানবাজ বলেছেন: কেন ভাই, সমস্যা কোথায়?

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩২

ডেভিল হ্যান্ড বলেছেন: May omnipotent bestow enough might to me so that i can beat a scoundrel whose activities adulterate this society, and at the judgment day i can say at least i did a good job to save humanity.

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

বয়ানবাজ বলেছেন: May Allah help you to save yourself from all kinds of wrong-doing.

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪১

নতুন বলেছেন: কোন মেয়েকে বাজে কোন কমেন্টও করিনি কখনো... ধষন করার তো প্রশ্নই আসেনা...

পরিবার থেকে মায়ের কাছ থেকে নারীকে সন্মান করার শিক্ষাই পেয়েছি...

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

বয়ানবাজ বলেছেন: পরিবারই পারে সৎ মানুষ গড়ে তোলার প্রথম পদক্ষেপটাকে পালন করতে।

খেয়াল রাখতে হবে যাতে পরিবার থেকে পাওয়া ভালো মানুষ হবার শিক্ষাটা আমরা কোন ভাবেই ভুলে না যাই।

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

ক্ষঋঙ বলেছেন: মহান আল্লাহর কাছে পানাহ চাচ্ছি আল্লাহ যেন আমাকে এইসব পাপ থেকে হিফাজত করেন...

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

বয়ানবাজ বলেছেন: পরম করুনাময় আপনাকে ন্যায়ের সাথে থাকার তৌফিক দান করুন, সকল পাপ থেকে হিফাজতে রাখুন।

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

আবহমান বাংলা বলেছেন: এইরকম শপথ করতারতাম না। বিয়া করছি ক্যান? বউ যদি বাধা দেয় তয় কি সারা রাইতঁ না ঘুমাইয়া কাটামু? তয় অন্য কোন মাইয়ারে করতাম না কথা দিলাম

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

বয়ানবাজ বলেছেন: আপনি কথা দিয়েছেন, তাতেই হবে। বৌদির প্রতি যত্ন নিবেন।

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

মিজানুল আজম বলেছেন: Poribar thekei Shikkha ta aachee vaia :) shopoth korte hobe na r !! post ti valo laglo.....

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

বয়ানবাজ বলেছেন: খেয়াল রাখতে হবে যাতে পরিবার থেকে পাওয়া ভালো মানুষ হবার শিক্ষাটা আমরা কোন ভাবেই ভুলে না যাই।

আপনাকে ধন্যবাদ।

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ভাই, ধর্ষণ করার মতো বাজে কাজ আর যাই হোক আমার দ্বারা কখনোই হবে না।
আমার চরিত্র অতটা খারাপ নয়। তাই শপথ করছি না।


১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

বয়ানবাজ বলেছেন: সারাজীবন আত্নবিশ্বাসটুকু অক্ষুন্ন রাখতে পারলেই হবে।

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

আশফাক সুমন বলেছেন: =p~ =p~

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

বয়ানবাজ বলেছেন: :-& :-& :-&
হাসেন ক্যান? কি ভুল বল্লাম?

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি শপথ করছি, "আমি কখনো সুস্থ মষ্তিষ্কে ও স্বজ্ঞানে ধর্ষন করবো না।" এবং কেউ করলে তার বারোটা বাজাতে উঠে পড়ে লাগব

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

বয়ানবাজ বলেছেন: শপথের জন্য ধন্যবাদ। আপনার সাথে স-হ-ম-ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.