![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শাহরিয়ার রনি। দেশের একটি নামকরা পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। একজন স্বীকৃত কৃষিবিদ। ভালোবাসি প্রকৃতি, ভালোবাসি বিজ্ঞান।
ব্যবধান
আজ তোমাতে-আমাতে ব্যবধান কত?
থেকেছো আকাশচুম্বী অট্টালিকায়,
ঘুনে ধরা চৌকিতে শয্যা আমার।
সকালে যার প্রতীক্ষায় ব্রাজিলিয়ান কফির কাপ,
কিভাবে সে বোঝে নোংরা কাপে চায়ের চুমুক।
বাবার দামি গাড়ী, জানালা খুলে ওড়াও চুল;
আমি পড়ি জ্যামে, শরীরের ঘামে ভিজে লোকাল বাসের সিট।
তবু মিল কিছু,-
একই গ্রহে বাস, ছোঁওনি আকাশ,
আমি তো ন-ই।
ছুঁয়েছো মাটি, আমি ছুঁই অবিরাম।
কল্পনায় এঁকে যাই একে অন্যের চোখ।
তবু ভালোবাসা থাক; শুধু-
দু'জনের পথচলা দু'দিকেই হোক।
উৎসর্গ: কবিতাটি উৎসর্গ করছি ছেঁড়া কাঁথায় শুয়ে থাকা সেই সব প্রেমিকদের যাদের প্রেমিকারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১
বয়ানবাজ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
পিচ্ছি ছেলে বলেছেন: সুন্দর হইছে ++