| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Biniamin Piash
প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!
শিশির ভেজা স্নিগ্ধ ভোরে,
মেলে দুটি আঁখি,
মিষ্টি রোদের উষ্ণ ছায়ায়,
প্রকৃতিটা দেখি।
ভোরের রোদের টুকরো হাসি,
জুড়ায় আমার আঁখি।
সবুজ বন আর নীল আকাশে,
ডাকছে হরেক পাখি।
সতেজ ভোরের স্নিগ্ধ হাওয়া,
ফসলে দেয় দোলা।
প্রকৃতির এই নতুন রূপে,
আমি যে পথভোলা।
পথের ধারে গাছের ডালে,
হরেক রঙের ফুল।
মনমাতানো সুবাসে তার,
আমি যে আকুল।
দূর পাহাড়ের নদীর ওপর,
গাং-চিল যায় উড়ে।
সোনা ভোরের এমন ছবি,
থাকবে হৃদয় জুড়ে।
সাদা মেঘের নীল আকাশে,
ভোরের রঙিন রবি।
সবুজ বনের নদীর মাঝে,
'লাল-সবুজের' ছবি।
©somewhere in net ltd.