নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

দেবী

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৪



ওগো প্রেয়সী,
স্বর্গের দ্বার বেয়ে নেমে আসা অপ্সরা,
মর্ত্যের বুকে ভালোবাসার বার্তাবাহিকা,
তুমি কি জানোনা
তুমি কতটা জীবন্ত?
তুমি কতটা উষ্ণ?
কতটা পবিত্র,কতটা কোমল!

তোমার চোখে আমি সমুদ্রের
বিশালতা দেখি,
তোমার শীতল চাহনিতে দেখি
নিবিড় ভালোবাসা,
তোমার কন্ঠে শুনি বসন্তের
আগমনী বার্তা,
তোমার নিঃশ্বাস-প্রশ্বাসের প্রতিটা শব্দ
আমার হৃদয়ে প্রলয় ঘটায়।
তোমার স্পর্শে আমি অমরত্ব লাভ করি!
ভুলে যাই মৃত্তিকাময় নশ্বর দেহের অস্তিত্ব,
হারিয়ে যাই মহাকালের অতলে।
তোমার পদসঞ্চারে যেন
ধরণী কেপে উঠে
মুখর হয়ে ওঠে প্রকৃতি,
তোমার শুভ্র চঞ্চলতা যেন
সন্ধ্যার আবিরের মত,
ধুয়ে মুছে দেয় সমস্ত অস্থিরতা!

তুমি কি জানোনা,
তুমিই আমার হৃদয় মন্দিরের
সর্বোচ্চ আসনে আরোহিণী দেবী?
ধ্যানে-জ্ঞানে,কল্পনায়-চিন্তায়,
তোমাকেই আমি চাই,
ভোগে নয়,ভালোবাসায়!

ওগো দেবী,হবে কি আমার
কবিতার উপমা?
তোমার প্রেমের মোহে লিখে ফেলবো মহাকাব্য!
হবে কি আমার কবিতার ছন্দ?
হে দেবী,ফিরিয়ে দিও না মোরে,
জড়িয়ে নাও তোমার পবিত্র
ভালোবাসার ডোরে।
আমৃত্যু পূজা করবো তোমায়
ভালোবাসায় সিক্ত করে দেবো তোমার হৃদয়।
আমাদের ভালোবাসা
স্তব্ধ করে দেবে মহাকালকে!
থেমে যাবে নক্ষত্রের ঘূর্ণন!
থমকে যাবে সকল সংকীর্ণ হিসেব-নিকেশ!
কেবলই থাকবে স্বর্গীয় অনুভূতি!
দেবী,একবার সুযোগ দেবে কি আমায়?

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৫

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর।

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ :)

২| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা সুন্দর হয়েছে +

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ :)

৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৭

রাসেল উদ্দীন বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে!

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

Biniamin Piash বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

৪| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ২:১৮

বুরহানউদ্দীন শামস বলেছেন: ভালো লাগল ....

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.