| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Biniamin Piash
প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

খোলা আকাশের নিচে বসে আছি একা,
থেমে গেছে কোলাহল,
থামেনি ঝিঁ ঝিঁ পোকারা
বটগাছটা জোনাকির আলোয় ঝলমল।
রাতের নিস্তব্ধতা ভেদ করে
শোনা যায় শেয়ালের চিতকার,
আকাশটা তারায় ভরা,তবু
চারিদিকে গাঢ় অন্ধকার।
থেকে থেকে ভেসে আসে
প্রহরী কুকুরের ডাক,
বাতাসে ফিসফিস করে কারা যেন
শুধু আমি নির্বাক।
উড়োউড়ি করে ক্লান্ত পাখিগুলো
গাইছেনা এখন গান,
নিশাচরেরাও আজ থেমে আছে
যেন করেছে অভিমান।
মাঝেমাঝে বাতাস বয়
ঝড়ে যায় শুকনো পাতা,
হয়তো বৃক্ষরাজিই ফেলে দেয়
অপ্রয়োজনীয় হিসেবের খাতা।
ঝিঁ-ঝিঁর ডাকের তীব্রতা বাড়ে,
ক্রমে গভীর হয় রজনী।
বাতাসে ফিসফিসানি ও বাড়ে
শুনতে পায় তা ক'জনি!
এই ফিসফিসানিতেই হয়তো
আছে অনেক রঙের গল্প,
যা শুনিনি কিংবা শুনতে চাইনি,
হয়তো সেগুলোই বা কিছু অল্প!
রাত গভীর হচ্ছে,
মস্তিষ্ক বিদ্রোহ করছে ভাবনার সাথে,
এলোমেলো অনেক শব্দ ভেসে আসছে,
হয়তো এর কোন অস্তিত্ব নেই
নাকি,প্রকৃতি তার জমে থাকা
কথাগুলো আমায় বলছে!
জানিনা,যৌক্তিক নাকি অযৌক্তিক।
চলুক না!ভালোই লাগছে!
১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৪
Biniamin Piash বলেছেন: ধন্যবাদ
২|
১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২২
কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে !
০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৮
Biniamin Piash বলেছেন: ধন্যবাদ ![]()
৩|
১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৮
ধ্রুবক আলো বলেছেন: কবিতা সুন্দর হয়েছে, শেষের টুকু বেশি ভালো লাগলো +
রাত গভীর হচ্ছে,
মস্তিষ্ক বিদ্রোহ করছে ভাবনার সাথে,
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৯
Biniamin Piash বলেছেন: ধন্যবাদ,পড়ার এবং মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩০
অতঃপর হৃদয় বলেছেন: আহা !!!!! অনেক সুন্দর।