নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

জানি তুমি আসবেনা

২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪২


জানি তুমি আসবেনা,
পূর্ণিমা রাত হোক,
অথবা অঝোর বৃষ্টি,
হাতদুটো ধরবেনা!
জানি তুমি আসবেনা,
ঝুম বৃষ্টিতে ভিজবেনা,
এলো চুলে জানালার ধারে
আর কখনো বসবেনা!
জানি তুমি আসবেনা,
নীল শাড়ি,কালো টিপ পরে
দখিণের বারান্দায়
হাওয়া খেতে আসবেনা!
জানি তুমি আসবেনা,
পড়ন্ত বিকেলে
খোলা আকাশের নিচে
সবুজ ঘাসে মাথা রাখবেনা!
জানি তুমি আসবেনা,
রিকশার হুড তুলে,
কানে হেডফোন গুজে,
কলেজপানে আর যাবেনা!
জানি তুমি আসবেনা,
রূপোলী জ্যোতস্না রাতে,
চুপিসারে ছাদে উঠে,
আকাশপানে আর চাইবেনা!
জানি তুমি আসবেনা,
আড়চোখে তাকিয়ে
মিষ্টি হাসি দিয়ে
মায়ার ডোরে আর বাধবেনা!
জানি তুমি আসবেনা,
গল্পের ডালি নিয়ে,
হাজার স্বপ্ন নিয়ে,
আড্ডার মাঠে বসবেনা!
জানি তুমি আসবেনা,
চেনা পথে,মাঠেঘাটে
সহস্র লোকের মাঝে
তোমার ছায়া চোখে পড়বেনা!
জানি তুমি আসবেনা,
তবু স্বপ্ন দেখা থামেনা,
কবিতার ছন্দগুলো ও
ধ্রুবসত্য মানেনা!
জানি তুমি আসবেনা!
এ কবিতাও শেষ হবে না,
সহস্র রজনী লিখে যাবো,
তবু তুমি আসবেনা!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৭

ওমেরা বলেছেন: এত শিউর হলেন কি ভাবে !! সে কি মারা গিয়েছে ?

২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

Biniamin Piash বলেছেন: না,সে হারিয়ে গেছে জীবন থেকে!

২| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৩

চিটাগং এক্সপ্রেস বলেছেন: যে চলে গেছে তাকে নিয়ে অযথা সময় নষ্ট করার মানে হয় না।

২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

Biniamin Piash বলেছেন: অতীতকে ঘিরেই তো ভবিষ্যত আবর্তিত হয়!

৩| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৮

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ :)

৪| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৭

নাগরিক কবি বলেছেন: সুন্দর

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ :)

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৭

সেলিম আনোয়ার বলেছেন: বেদনাদায়ক কবিতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.