| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Biniamin Piash
প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!
উদ্ভট কবিতা
তমসায় ছেয়ে গেছে রাত,
পেত্নীরা নেমেছে হাতে রেখে হাত,
মুখে পচা গন্ধ
মাজেনি কো দাত!
এই দাতের কামড়ে শিকার
হবে কুপোকাত!
কদম আলী রংবাজ,
নাম তার ভারি,
কুচকুচে কালো গোফ
নেই তার দাড়ি,
নানান ঢঙেতে সাজে
পোশাক বাহারি,
মেজাজটা রুক্ষ
ভীষণ আনাড়ি।
সন্ধ্যাতে কদম আলী
চলে যায় হাটে,
জুয়ার আসর বসায়,
মনু মিয়ার খাটে,
কদমের ফাদে পরে
মনুর ব্যবসা ওঠে লাটে,
এই চিন্তায় তার বাপের
ঘাম জমে ললাটে।
বাড়ি ফেরে কদম আলী
দশটা নাগাদ,
চারিদিক সুনসান যেন
নেমেছে বিষাদ,
বটতলার নিচে এসে
শোনে অনুনাদ,
কদম আলী ভাবে
কোন দুষ্ট লোকের ফাদ।
সহসাই পেত্নীরা
নিচে নেমে আসে,
কদমের সামনে এসে
খলখলিয়ে হাসে,
রংবাজ কদম আলীর
বুক ফাটে ত্রাসে,
কল্পনায় দেখে পেত্নীরা তাকে
খাচ্ছে গোগ্রাসে।
খিলখিল শব্দ যাচ্ছে
বহুগুণে বেড়ে,
পেত্নীরা হিংস্র হয়ে
আসছে তেড়েফুঁড়ে,
ওদের হাত থেকে
কদমকে বাঁচাবে কে রে!
নিশ্চয়ই ওকে আজ
খাবে ওরা মেরে!
#উদ্ভট - ১
--------------------------------
উদ্ভট কবিতা
কুট্টি মামার পুচকে ছেলে,
নাম ছিল তার নিতাই,
দেহ তার হাড়-কঙ্কালসার
ভাব নিত সে বৃথাই!
পাড়ার মোড়ের টং দোকানে
মিলত দেখা তার
গাঁয়ের আড্ডায় চেনা মুখ সে
তার জুড়ি মেলা ভার!
কাজকম্ম তার ধাতে সয় না
ব্যবসায় বসে তাই,
উদাস মনে বসে থাকে
লাভের দেখা নাই!
উড়নচণ্ডী স্বভাব নিতাই'র
ব্যবসায় দেয় না মন
পুত্রের এহেন দশায়, মামা
করবেন কি এখন?
অনেক ভেবে কুট্টি মামা,
ঘরে আনলেন বৌ,
উড়নচণ্ডী নিতাই যেন
খুজে পেল মৌ!
গায়ের আড্ডায় নিতাইকে তো
যায়না পাওয়া আর,
বৌয়ের হাতের ঝাঁটার ভয়ে
সামলাচ্ছে সংসার!
#উদ্ভট - ২
৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫১
Biniamin Piash বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ![]()
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০০
তারেক ফাহিম বলেছেন: উভয় কবিতায়ই গ্রামের পরিবেশ প্রকাশ পায়।
ভালো লাগলো কবিতা পাঠে।