| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Biniamin Piash
প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!
উড়ে যাচ্ছি বাতাস ফুড়ে,
আলোর বেগে,রকেট চড়ে,
রহস্য কি জগৎ জুড়ে,
দেখবো আজই সবটা ঘুড়ে!
যাচ্ছি উড়ে মেঘ পেরিয়ে,
চেনা রঙের পথ ছাড়িয়ে,
চাঁদের বুড়ির ঘর মারিয়ে,
অচিনপথে যাই হারিয়ে!
দিচ্ছি পাড়ি আলোকবর্ষ,
বুঝছি না ছাই মহাকর্ষ!
নতুনত্বের পাচ্ছি স্পর্শ,
মন জুড়ে তাই শুধুই হর্ষ!
দেখছি হেথা তারার মেলা,
ভেসে যাচ্ছে গ্রহের ভেলা,
ধুমকেতুরা করছে খেলা,
হচ্ছে কঠিন পলক ফেলা!
দেখছি সবই নয়ন ভরে,
নেই বাধা আজ 'সময় ডোরে',
গেলাম হঠাত চিন্তায় পড়ে,
"গ্রহ-নক্ষত্র কেন ঘোড়ে?"
চিন্তা নিয়ে আছি বেশ,
হঠাতই হলো ফুয়েল শেষ,
কেটে গেলো সব সুখের রেশ,
রাগে-দুঃখে ছিড়ছি কেশ!
অসীম হতে যাচ্ছি পরে,
যাবো নির্ঘাত যমের ঘরে,
বাড়ছে ত্বরণ গুণের হারে,
শঙ্কা গুণছি মৃত্যুডরে!
ধপাস করে গেলাম পরে,
খাট থেকে দু-এক ইঞ্চি দূরে!
ছিলাম আমি ঘুমের ঘোরে,
দুঃস্বপ্ন দেখেছি রাতদুপুরে!
বিনিয়ামীন পিয়াস
০৭.১১.২০১৭
২|
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩২
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো। লিখতে থাকুন, শুভকামনা।
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৬
Biniamin Piash বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য ![]()
৩|
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩৬
জুপিটার মুহাইমিন বলেছেন: ফিউচার পদার্থবিদ এবং পড়ার চাপে তার অনুভূতি-
"কেটে গেলো সব সুখের রেশ,
রাগে-দুঃখে ছিড়ছি কেশ!"
গো এহেড বাডি...... পদার্থবিদের জীবন হোক কবিতাময়।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
রাগে-দুঃখে ছিড়ছি কেশ!!!
সব্বোনাশ!!!