নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

হিমু এখন কেমন আছে?

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৯


এখন আর হিমু খালি পায়ে হাটেনা,
হলুদ পাঞ্জাবিটার রং জ্বলে গেছে,
ওটা দিয়ে আর চলে না!
রূপার নীল শাড়িটা এখনও আছে,
সংসারের কাজের ফাঁকে,
পরার সময় হয়ে ওঠেনা!
বাদলটা এখন আর পাগলামি করেনা,
বাবার অফিসের কাজে ব্যস্ত,
হিমুদা'র কথা মনে জাগে না!
বড় ফুপার সাথে হিমুর আর বিরোধ নেই,
ভয় নেই পাগলামো নিয়ে,
তাই,মাসিক টাকাটাও আর জোটেনা!
মামাদের বাড়ি থেকে এখনও চিঠি আসে,
সাথে খরচের টাকাটাও,
উত্তর দেয়াটা আর হয়না!
মাঝরাতে থানার ওসি ফোন দেয় ঠিকই,
কিন্তু,"হিমুকে কতদিন ধরে চেনেন?"
এই প্রশ্নটা আর করেনা!
কাকডাকা ভোরে মেসের দরজায়
রাশিয়ান পরী হয়তো আসে,
কিন্তু,হিমুর দেখা মিলেনা!
হিমু এখন কোথায় আছে,কেমন আছে?
সে কি মহাপুরুষ হয়েছে?
কেউই তার খবর রাখেনা!

বিনিয়ামীন পিয়াস
১৩.১১.২০১৭

শুভ জন্মদিন হুমায়ূন আহমেদ স্যার

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২১

বিলিয়ার রহমান বলেছেন: শেষ দিকে এসে কেন যেন মনটা খারাপ হয়েগেল বিনিয়ামীন পিয়াস!!


আসলে হিমু হলেন একজন মহান মানুষের শখের ঘোড়া ওটা পালনের মতো যোগ্যতা এখন কারো হয়তো নেই!!

আর একারনেই হয়তো হিমুর কোন খোঁজও কেউ রাখে না!!

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮

Biniamin Piash বলেছেন: যথার্থ বলেছেন ভাই।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

২| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২২

বারিধারা বলেছেন: আসলেই তো! স্রস্টার সাথে সাথে তার সৃষ্টিও কি হারিয়ে যায়?

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

Biniamin Piash বলেছেন: সৃষ্টির প্রতি স্রষ্টার ভালোবাসা অন্য কারো সাথে তুলনীয় নয়।তাই হয়ত স্রষ্টার অন্তর্ধানের পর তার সৃষ্টি নিয়ে কেউ মাথা ঘামায় না।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

নাগরিক কবি বলেছেন: হুমায়ূন ভালোবাসার একটি নাম

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

Biniamin Piash বলেছেন: ভালোবাসা,শ্রদ্ধা মিশে আছে এই নামটির সাথে।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

হিমুর খবর আর কেউ নেয় না। স্যার তাই হিমুও ঘুমে।

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১২

Biniamin Piash বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮

জুপিটার মুহাইমিন বলেছেন: হিমু এখন কোথায় আছে কেমন আছে?
সে কি মহাপুরষ হয়েছে ?

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৮

Biniamin Piash বলেছেন: কেউই তার খবর রাখে না!

৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৯

আলসে হিমু বলেছেন: ভাই ভালো বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.