নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

হাসি-কান্নার অণুকবিতা সমগ্র (২)

২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮


|| ৮ ||

হিয়ার মাঝে রেখেছি তোমায়,
দেখছি যখন তখন,
কোন ফাঁকেতে করলে তুমি,
আমার হৃদয় হরণ!

|| ৯ ||

সন্ধ্যের অবসাদ নেমে গেছে,
ঘুমিয়ে পরেছে প্রকৃতি।
সারাদিনের ক্লান্তির পর
নীড়ে ফিরছে সবাই!
শুধু আমি অক্লান্ত পথিক
ঘুরে ফিরি ঘুমন্ত নগরিতে।
ক্লান্তি,হতাশাকে ঠেলে দিয়ে
স্বপ্নের জাল বুনে যাই!

|| ১০ ||

কেন তুমি চলে যাও
এই অবেলায়?
দূরে ঠেলে দাও মোরে
কোন সে হেলায়!
তুমি বিনা বৃথা দিন
কেটে যায় একেলায়,
কেন মোরে জড়ালে
মিছে এ খেলায়?

|| ১১ ||

মন যদি দিলেই খোদা
তার চাবি কেন দিলে না?
দুনিয়া ভরা মানুষ দিলে
তবু,মনের মানুষ মিলে না!

|| ১২ ||

জীবন যাচ্ছে বয়ে
ঘাড়ে নিয়ে আশা,
সাথে কিছু স্বপ্ন
আর ভালোবাসা!

|| ১৩ ||

রাত বাড়ছে,
হাজার বছরের পুরনো সেই রাত,
যেখানে থেমে গিয়েছিলো,
সব হতাশা-গ্লানি-বিষাদ।

|| ১৪ ||

নষ্টের খাতায় নাম লিখলাম সবে!
নতুন প্রভাত আসবে আবার কবে?

|| ১৫ ||

ভালো আছি হাজারো দুঃখের মাঝে,
ভালো আছি সকাল-দুপুর-সাঁঝে,
ভালো আছি হেঁয়ালি চিন্তার ভাঁজে,
ভালো আছি ভিন্ন সত্ত্বার সাজে।

হাসি-কান্নার অণুকবিতা সমগ্র (১)

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: ১৫ নং এ সুর মিলিয়ে বলতে চাই, জীবনের সব অবস্থায় ভালো থাকার চেষ্টা করাটাই ভালো।

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

Biniamin Piash বলেছেন: জীবনে ঝড়-ঝাপটা যাই আসুক না কেন সবসময়ই ভালো থাকতে হবে।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

২| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২১

ফেরদৌসা রুহী বলেছেন: সবগুলিই সুন্দর।

তারমধ্যে ১৫ আর ১২ বেশি ভালো লেগেছে।

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫০

Biniamin Piash বলেছেন: অনেক ধন্যবাদ আপনার ভালোলাগার কথা জানানোর জন্য।
এর আগের পর্ব ও পড়ে দেখতে পারেন।ভালো লাগবে আশা করি।আরো কবিতা পড়ার জন্য সাথে থাকার আমন্ত্রণ রইলো।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩

প্রামানিক বলেছেন: সব কবিতাই ভালো হয়েছে। ধন্যবাদ

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২১

Biniamin Piash বলেছেন: স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.