![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!
মাঝেমাঝে সবকিছু অর্থহীন মনে হয়
দূরের নীল আকাশ
মিটিমিটি তারা
দখিণা মিষ্টি বাতাস
সব যেন একাকিত্বের কথা কয়!
মাঝেমাঝে নিজেকে বড় একা মনে হয়
সবকিছু আছে
তবু,কিছু যেন নেই
এই রহস্যের ঘূর্ণিতে
বাধা পরে কেটে যায় সবটা সময়!
আশেপাশের সবাইকে বড় স্বার্থপর মনে হয়
সকাল থেকে রাত
বসন্ত থেকে শীত
সবকিছু ভুলে শুধু
নিজের অস্তিত্ব নিয়ে পরে রয়!
মাঝেমাঝে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়
শুন্য-মহাশুন্য জুড়ে
গ্রহ-নক্ষত্রের ভীড়ে
আবেগটুকু বিসর্জন দিয়ে
শুধু বাইরের খোলশটা টিকে রয়!
বিনিয়ামীন পিয়াস
১৯/০২/২০১৮
©somewhere in net ltd.