![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!
প্রিয়তমা,
তোমার সাথে আমার কখনো দেখা হয়নি,কথাও হয় নি।ভার্চুয়াল বন্ধুত্বের এই যুগে কখনো টেক্সট আদান-প্রদানও হয়নি।কিন্তু জীবনের প্রায় প্রতিটা মুহূর্তেই তোমাকে অনুভব করেছি।যেন তুমি আমার খুব কাছে থাকা কেউ,খুব চেনা তবুও অনেকটা অচেনা।প্রতিটা রাতেই তোমাকে স্বপ্নে এঁকেছি।কিন্তু কখনোই তোমাকে পূর্ণতা দিতে পারিনি।তোমার সাথে আমার কথা না হলেও তুমি যেন আমার সব কথা আগে থেকেই জানতে।আমার প্রতিটা আনন্দ বা খুশির মুহূর্তগুলোয় তোমার হাসির গন্ধ পেতাম।আমায় প্রথম অভিনন্দন তুমিই জানাতে।আর আমার একাকিত্বের দিনগুলোতে যখন কেউ পাশে থাকতো না তখন প্রতিটা মুহূর্তে তোমাকে কাছে পেতাম।ঠিক যেন আমার ছায়ার মত,আমার ধরা-ছোয়ার বাইরে থেকে আমাকে আগলে রাখতে।আমি যখন কবিতা লিখতাম,তখন মনে হত তুমি তোমার হরিণীর মত চোখদুটি দিয়ে আমার দিকে তাকিয়ে আছো।তোমাকে নিয়ে লেখা আমার কবিতাগুলো পড়ে তুমি হাসতে,প্রাণখোলা হাসি হাসতে।তোমার হাসির শব্দ শুনেই আমি অনুধাবন করতে পারতাম তাতে কতটা ভালোবাসা লুকিয়ে আছে।আমি বুঝতে পারতাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো,কিন্তু কখনো বুঝাতে পারিনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি।আমার লেখা কবিতার উপমাগুলো তোমার প্রতি আমার ভালোবাসা বুঝাতে ব্যর্থ হতো।তুমি যেন আমার এই ব্যর্থতা বুঝতে আর লুকিয়ে লুকিয়ে হাসতে।ভালোবাসার গভীরতার খেলায় যে প্রতিবার তুমিই জিততে!
আমার হৃদয়ে ভালোবাসা নামক ঢেউ প্রথম তুমিই তুলেছ,এখনো সেই ঢেউ বয়ে চলছে জীবন নদীতে।সেই উন্মাতাল নদীতে এক ছোট্ট নৌকা বয়ে চলেছি আমি।জেনে রেখ প্রিয়তমা,সেই নৌকায় শুধু তোমাকেই ঠাই দিয়েছি।যত ঝড়ই আসুক না কেন,এই মাঝি কখনোই তোমাকে ডুবতে দিবে না।অন্ধকার রাত হোক অথবা পূর্ণিমা প্লাবিত জ্যোতস্না ভালোবাসার গল্পগুলো হবে শুধু তোমায় নিয়েই।যতদিন না মৃত্য নামক তুফান আসবে,ততদিন শুধুমাত্র তোমাকে নিয়েই তরী বেয়ে যাবো।প্রতিটা কবিতায় থাকবে শুধু তুমি,আমি আর আমাদের ভালোবাসা!
ইতি,
তোমার ভালোবাসার পূজারি
----------------------------------------------------------------
বিনিয়ামীন পিয়াস
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
Biniamin Piash বলেছেন: সবকিছুই চালিয়ে যেতে হবে
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালবাসার গল্পগুলো রয়ে যাবে জীবনভর। বেঁচে থাক ভালবাসা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
Biniamin Piash বলেছেন: হুম,ভালোবাসা রয়ে যায় আমরণ।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৬
তারেক ফাহিম বলেছেন: অামরাও একটু হাসি, প্রিয়তমার কবিতাগুলো শেয়ার করেন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
Biniamin Piash বলেছেন: আগের পোষ্টগুলো দেখেন,পেয়েও যেতে পারেন।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
ওমেরা বলেছেন: ভালই লাগল আপনার কল্পনাপ্রবণ মন দেখে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
Biniamin Piash বলেছেন: কল্পনাপ্রবণ মনই পারে পৃথিবী জয় করতে।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই অনুভব খুবই মূল্যবান। জীবনকে জানতে চিনতে সাহায্য করে। স্রষ্টাকেও
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০০
Biniamin Piash বলেছেন: হুম,স্বার্থপর এই পৃথিবীতে এই অনুভূতিগুলোই নিজস্ব সম্পদ।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৩
মুহাঃ আমিরুল ইসলাম বলেছেন:
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২০
Biniamin Piash বলেছেন: নাহ,কোন কষ্ট নেই।
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৭
সৈয়দ ইসলাম বলেছেন:
বাহ, সেইরকম প্রকাশ।
ভালোলাগা থাকলো।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২১
Biniamin Piash বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: পিয়াস প্রেম ভালোবাসা পড়ে। আগে নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করেন।