নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

বিশেষণহীন চিঠি

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৪


বিশেষণহীন,
পত্র লিখতে গিয়েই বিপাকে পরলাম।পত্রের শুরুতে লেখার মত যথাযথ বিশেষণ আমার জানা নেই।আরো একটা বিপত্তি আছে,পুরো পত্রজুড়ে কোন সর্বনামটা ব্যবহার করবো,'তুমি' নাকি 'আপনি' তাও বুঝতে পারছি না।শুনেছি খুব কাছের মানুষকে নাকি তুমি করে বললে ভালোবাসাটা বেশিই প্রকাশ পায়,আপনি করে বললে হয়তো সবটুকু বোঝানো যায় না।তাই পুরো পত্রজুড়ে তোমাকে 'তুমি' বলে সম্বোধন করলে নিশ্চয়ই কিছু মনে করবে না!যাইহোক,তোমার বিশেষ্য বা বিশেষণ কোনটাই আমার জানা নেই।তবে তোমাকে প্রথম দেখেই অনুভব করেছিলাম এই জগতের যত বিশেষণ আছে তা দিয়ে তোমাকে প্রকাশ করা সম্ভব নয়।তারচেয়ে বরং 'বিশেষণহীন'টাই ভালো হবে।আর আমার হৃদয়ের কোন এক গহীন কোণে তোমার জন্য যে আসন তৈরি হয়েছে তাতে আসীন হওয়ার জন্য তোমার বিশেষ্য খুব একটা দরকারী নয়!তোমার প্রতি আমার যে অনুভূতি সেটাকে ভালোলাগা,ভালোবাসা বা প্রেম কোন শব্দ দিয়েই পরিমাপ করতে পারছি না।আচ্ছা তোমার অভিধানে কি এই অনুভূতির জন্য নতুন কোন শব্দ আছে?যেটা দিয়ে বোঝা যাবে আমার বোবা অনুভূতিগুলোর গভীরতা কত।কতটা বিশুদ্ধ,নিষ্পাপ এই ক্ষুদ্র অনুভূতিগুলো।যদি থাকে তাহলে ফিরতি পত্রে জানিয়ে দিও আর যদি না থাকে তবে বুঝে নিও তোমার মত আমার অনুভূতিরাও বিশেষণহীন!
মাথার ভিতরে অনেক শব্দ গিজগিজ করছে,কিন্তু হাত অবধি আসছে না।তোমাকে দেখার পর থেকে যেন অদ্ভুত এক বিশেষ্যহীন অসুখে ভুগছি!এ অসুখ যন্ত্রণা দেয় না,টুকরোটুকরো আনন্দের পরশ বুলিয়ে দেয়।আচ্ছা,তোমার অভিধানে কি এই অসুখটার নাম হবে?
যাইহোক,এক অদ্ভুত অসুখী মানুষের দীর্ঘ চিঠি পড়তে তোমার নিশ্চয়ই ভালো লাগবে না।তাই অসংখ্য শব্দের অকাল মৃত্যু ঘটিয়ে তোমার জন্য লেখা চিঠির সমাপ্তি টানলাম।এই পত্রের উত্তর তোমাকে দিতে হবেনা,শুধু পত্রের প্রতিটা শব্দে মিশে থাকা অনুভূতিগুলো আগলে রেখো।আর সেই অনুভূতির আড়ালে লুকিয়ে থাকা পত্রের লেখককে একটাবারের জন্য হলেও কল্পনায় এঁকো।
ইতি
বিশেষ্যহীন অসুখী মানুষ

---------------------------------------------------------------
বিনিয়ামীন পিয়াস
২৪.০২.২০১৮

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪

রাজীব নুর বলেছেন: আহা কি আবেগ !!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০

Biniamin Piash বলেছেন: হুম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.