![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!
মহারাণী,
সেই কবে থেকে তোমাকে হৃদয়ের সিংহাসনে স্থাপন করেছি তা কি তুমি জানো?প্রতিটা দিন কতবার তোমাকে স্বপ্নে আঁকি বলতে পারো?শুধুমাত্র তোমার জন্য কতগুলো কবিতা লিখেছি,কখনো জেনেছো কি?তোমায় ভেবে কত নির্ঘুম রাত কাটিয়েছি তার হিসেব রেখেছো কি?কত শত বার মনের ক্যানভাসে আবেগের রং তুলি দিয়ে তোমার ছবি এঁকেছি তাও কি জানতে চেয়েছো কখনো?চৈত্রের কাঠফাটা রোদে বা বর্ষার নিরবচ্ছিন্ন ধারায় প্রতিটা মুহূর্তেই শুধু তোমাকে অনুভব করেছি।শীতের অলস সন্ধ্যায় কিংবা গোল থালার মত পূর্ণিমা চাঁদ ওঠা জ্যোৎস্না রাতে সমস্ত সত্তা দিয়ে শুধু তোমাকেই চেয়েছি।তুমি হয়তো ভাবতে পারো তোমার ফুলের মত কোমল দেহকেই হয়তো আমি প্রাধান্য দিয়েছি।কিন্তু ভালোবাসার দেবী আফ্রোদিতির নামে শপথ কেটে বলছি,আমার হৃদয়ের গহীন থেকে শুধু তোমার পবিত্র ভালোবাসাটুকুই আমি চেয়েছি।হাজার বছর ধরে বেঁচে থাকার সাধ কখনোই ছিল না আমার,তোমার ভালোবাসা নিয়ে ছোট্ট কয়েকটা মুহূর্ত বাঁচতে চেয়েছি।অশান্ত সাগরের মত বয়ে চলা জীবনটাতে তোমাকে আশা করেছি বড় এক পালতোলা জাহাজের মত,যাতে করে পারি দিয়ে দেবো জীবনের বাকি সময়টুকু।
হয়তো তুমি কখনোই আমার আবেগটাকে বুঝতে পারো নি।আমার কবিতাগুলোকে হয়তো পাগলের প্রলাপ ভেবে হেসে উড়িয়ে দিয়েছো।তোমার চোখে আমি হয়তো নিছক এক সাধারণ যুবক,যে কিনা তোমার যৌবন হরণ করতে চায়।কিন্তু তুমি যেটা জানোনি সেটা হচ্ছে,আমি আসলে উন্মাদ!তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি উন্মাদ। আমি অন্ধ,তোমার রূপের আগুনে দুচোখ পুড়ে গিয়েছে।তোমার স্তুতি গেতে গেতে
আমি বাকশক্তিহীন হয়ে পড়েছি।কিন্তু আমার মনটা এখনো সতেজ আছে,প্রতিটা মুহূর্তে শুধু তোমারই নাম জপ করছে।দৈহিক মৃত্যু হয়তো আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে কিন্তু মনের মাঝে যে নামটা লেখা আছে তা কখনো কেউ মুছে দিতে পারবে না।মহাকাল হয়তো তোমার প্রতি আমার ভালোবাসা মনে রাখবে না,কিন্তু হৃদয়ের স্বর্ণমন্দিরে যে গীতাটা রয়েছে তার সবখানটা জুড়ে শুধু তোমারই বন্দনা।
জানিনা,কখনো আমাকে চিনতে পেরেছিলে কিনা।কখনো বুঝবে কিনা আমার ভালোবাসা।এই নশ্বর দেহ হয়তো ফুড়িয়ে যাবে,কিন্তু ফুড়াবে না আমার ভালোবাসা।
ইতি,
তোমার ভালোবাসার প্রহরী
--------------------------------------------------
বিনিয়ামীন পিয়াস
০৩.০৩.২০১৮
০৩ রা মার্চ, ২০১৮ রাত ৮:২৩
Biniamin Piash বলেছেন: না দাদা,সেই সৌভাগ্য এখনো হয় নি।
২| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ৮:০৭
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: খুব ভালো লাগলো!
০৩ রা মার্চ, ২০১৮ রাত ৮:২৪
Biniamin Piash বলেছেন: ধন্যবাদ,আপনার মন্তব্যের জন্য।
৩| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ৮:৩৯
সৈয়দ ইসলাম বলেছেন: ভালই তো লেখলেন! ভাল লাগল
০৩ রা মার্চ, ২০১৮ রাত ৯:৪৫
Biniamin Piash বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
৪| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ৮:৪৫
রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসা বাদ দাও ভাই।
লেখা পড়ায় মন দাও।
০৩ রা মার্চ, ২০১৮ রাত ৯:৪৮
Biniamin Piash বলেছেন: লেখালেখির সাথে পড়াশোনার কি দা-কুমড়া সম্পর্ক নাকি?
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, আপনি অনেক কবিতা লিখেছেন, এবারের বইমেলায় আপনার বই ছিলো?