নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

যে কবিতার নাম নেই

১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬


আরো অনেকটা সময় পেরিয়ে যায়
খেয়ালে,বেখেয়ালে কিংবা অবহেলায়,
শৈশব-কৈশোর-যৌবন সবই ফুড়িয়ে যায়
বার্ধক্য জমতে থাকে যেন বড় অবেলায়!
যত সাধ-আহ্লাদ মনের কোনে ছিল
ক্রমেই অস্পষ্ট হতে হতে অদৃশ্য হয়ে যায়
রঙিন দুনিয়ার যত রঙ সবই ফুড়িয়ে যায়
বেঁচে থাকার আশাটুকুও দপ করে নিভে যায়!
তবু বেঁচে থাকি মায়াহীন শক্ত পাথরের মত
অস্পষ্ট দৃষ্টি নিয়ে চেয়ে থাকি ভবিষ্যৎ পানে
ঢেউ পারি দিয়ে অবিরাম ছুটে চলা খেয়া
কখন গতি হারিয়ে থেমে যায় কে জানে!
লক্ষ্য তো সেই কবেই হারিয়ে ফেলেছি
উদভ্রান্তের মত ছুটে চলি সময়ের তাড়নায়
পিছু ফিরে আসার পথ বন্ধুর হয়ে গেছে
ফিরবেনা এ তরী কারো মায়াবী মন্ত্র-প্রেরণায়!

বিনিয়ামীন পিয়াস
১৫.০২.২০১৮

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এত হতাশ কেন কবি?

১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:১০

Biniamin Piash বলেছেন: জীবনে চলার পথে বহুবার হতাশা আসে..... :(

২| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:১২

নূর-ই-হাফসা বলেছেন: সময় থাকতেই নিজের ইচ্ছে অনিচ্ছার মূল্য দিতে হয় । অন‍্যের জন্যে কষ্ট পুষিয়ে রাখা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয় ।
কবিতা অনেক ভালো হয়েছে ।

১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:১১

Biniamin Piash বলেছেন: হুম, সত্যি কথাই বলেছেন।

ধন্যবাদ :)

৩| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: কেনো এত কষ্ট জীবনে!!

ভাল লিখেছেন। ধন্যবাদ।

১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৪

Biniamin Piash বলেছেন: কষ্টরা জমে থাকে হৃদয়ের গহীণে...

আপনাকে স্বাগতম :)

৪| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:২০

পদাতিক চৌধুরি বলেছেন: জীবনে নৈরাশ্য নয়,আশান্বিতা চলা,
পথে চলতে গিয়ে, হয়োনাকো দিশাহারা।
অন্ধকার কেটে গেলে, আলো যে আসবে,
নিজেকে নবরুপে তুলে যে ধরবে।
জীবনে চলার পথ মসৃণ নয়,
তাই বলে খাদে থাকা নিরাপদ নয়।
চার্বাকদর্শনে বলে যে ভাই,
যতকাল বাঁচবো সুখে থাকা চাই।

১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৭

Biniamin Piash বলেছেন: যথার্থ লিখেছেন।

৫| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: বেশ।

১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪২

Biniamin Piash বলেছেন: হুম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.