নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

বোকা কবির উপাখ্যান

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৪


আকাশটা ছেয়ে আছে দুঃখের মেঘে
ঘন কালো মেঘ ঠেলে দেখা যায় না রবি
কবিতার খাতা নিশ্চুপ পরে আছে
নির্বাক নয়নে তার পানে চেয়ে আছে কবি।
আরেকটা আক্ষেপের কবিতা লিখবে কি?
নাকি বন্দনা করবে নতুন আলোর?
ঘন কালো মেঘ চেপে ধরে মগজটাকে
সামনে ভাসে কেবল আলো-আঁধারির ঝালর!
রুদ্ধশ্বাস মুহূর্তগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হয়
একের পর এক স্মৃতি ভেসে ওঠে মানসপটে
কবির হাতে বিপথগামী তরণী
এ তরী শক্ত হাতে ভিড়াতে পারবে কি তটে?
স্মৃতিগুলো যেন ঝড়ের ঝাপটা তোলে
মুহুর্মুহু আক্রমণে ডুবিয়ে দিতে চায় ভেলা
কবি তখনও নির্বাক চেয়ে থাকে,
বোঝেনা এ যে নিষ্ঠুর ছলনার খেলা!
শেষমেশ জীবনযুদ্ধে পরাজিত হয় কবি
যে কখনোই বুঝতে পারেনি ঘুটির চাল
যখন তরী শক্ত হাতে ধরার কথা
তখন বোকা কবি ছেড়ে দেয় তার হাল!
কবি চলে যায়,কিন্তু রেখে যায় কিছু কবিতা
শত-সহস্র ব্যর্থ রাতের হাসি-কান্নার গল্প
বোকা কবি কভু বুঝেছিল কি,
মায়াবী জীবনের প্রতারক সময় কতটা স্বল্প?

বিনিয়ামীন পিয়াস
১৯.০৩.২০১৮

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই বৈতরণী কি জিনিস?

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৮

Biniamin Piash বলেছেন: দুঃখিত, আসলে তরণী হবে।
বৈতরণী হচ্ছে সিন্ধু অঞ্চলের এক নদীর নাম।

২| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: কবিতা ভালো। আপনার প্রিয় কবি কে?

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৪

Biniamin Piash বলেছেন: রবীন্দ্রনাথ এর কবিতা বেশি ভাল লাগে। নজরুল, জীবনানন্দ,জসীমউদ্দিন সহ আরো অনেকের কবিতাই ভালো লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.