নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

বুক ধড়ফড়ানি কবিতা

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৪১


জেগে থাকি তারই অপেক্ষায়
নিদ্রাহীন নিশ্চুপ তারার মত,
কচ্ছপ গতিতে বয়ে যায় সময়
ক্রমেই বাড়তে থাকে হৃদয় ক্ষত!
তবু চেয়ে থাকি আশার আলো নিয়ে
এই বুঝি সে আসলো ফিরে
অদ্ভুতুড়ে স্বপ্ন দেখে দেখে ক্লান্ত হয়ে
আবার স্বপ্ন বুনি তাকে ঘিরে!
চুপচাপ কেটে যায় মুহূর্তগুলো
অদ্ভুত এক বিষন্ন অনুভূতি হয়
সংশয় জাগে হৃদয়ের গভীরে
জাপটে ধরে অজানা এক ভয়!
প্রশ্ন জাগে মনে, সে আসবে তো?
ক্ষাণিকটা দ্বিধান্বিত হয়ে যাই,
তবু অনিশ্চিত ভালোবাসার পথেই
স্বর্গীয় সুখ সন্ধানে পা বাড়াই!

বিনিয়ামীন পিয়াস
০২.০৪.২০১৮

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: ভালবাসার সুখানুভূতিতে বুক ধড়ফড়ানি যে কাঙ্খিত।
বেশ ভাল লাগলো।শুভেচ্ছা অনন্ত।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৮

Biniamin Piash বলেছেন: আপনাকেও শুভেচ্ছা :)

২| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:২১

রোকনুজ্জামান খান বলেছেন: দারুন :> |-)

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৯

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ :)

৩| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২

অর্থনীতিবিদ বলেছেন: অধিকাংশ কবিতায় কবির নিজ জীবনের কিছু প্রতিফলন থাকে। এই কবিতার মধ্যেও আছে নাকি?

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৩

Biniamin Piash বলেছেন: হ্যা, ভালোবাসার মানুষকে কাছে পাবার তীব্র আকাঙ্খা থেকেই কবিতাটি লেখা।

৪| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: অপেক্ষায় থাকুন।
অপেক্ষা না থাকলে জীবন এত সুন্দর হতো না।
ধন্যবাদ।

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৪

Biniamin Piash বলেছেন: যথার্থ বলেছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

৫| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:২৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালোবাসার স্বর্গীয় সুখের দিকে পা বাড়ানো সার্থক হোক।

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৪

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.