| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Biniamin Piash
প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!
অডিও শুনতে এখানে ক্লিক করুন
লিরিক্স
সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই
বৃন্দাবনের বংশীধারী ঠাকুরো কানাই
একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়
পেছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়
জল ভরো জল ভরো রাধে ও গোয়ালের ঝি
কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী
কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায়
বামুন কি আর হাত বাড়ালেই চাঁদের দেখা পায়
কালো কালো করিস না লো ও গোয়ালের ঝি
আমায় বিধাতা গড়েছে কালো আমি করবো কি
এক কালো যমুনার জল সর্ব প্রাণী খায়
আরেক কালো আমি কৃষ্ণ সকল রাধে চায়
এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিলো
সর্প হয়ে কালো বাঁশি রাধেকে দংশিলো
ডান পায়ে দংশিনু রাধের বাম পায়ে ধরিলো
মরলাম মরলাম বলে রাধে জমিনে পরিলো
মরবে না মরবে না রাধে মন্ত্র ভালো জানি
দুই একখানা ঝাড়া দিয়া বিষ করিবো পানি
আমার এ অঙ্গেরো বিষ যে ঝাড়িতে পারে
সোনার এ যৌবনখানি দান করিবো তারে
এই কথা শুনিয়া কানাই বিষ ঝাড়িয়া দিলো
ঝেড়ে ঝুড়ে রাধে তখন গৃহবাসে গেলো
গৃহবাসে যেয়ে রাধে আড়ে বিছায় চুল
কদমতলায় থাইক্কা কানাই ফিইক্কা মারে ফুল
বিয়া নাকি করো কানাই বিয়া নাকি করো
পরেরো রমণী দেখে জ্বলে পুড়ে মরো
বিয়া তো করিবো রাধে বিয়া তো করিবো
তোমার মত সুন্দর রাধে কোথায় গেলে পাবো
আমার মত সুন্দর রাধে যদি পেতে চাও
গলায় কলোসী বেধে যমুনাতে যাও
কোথায় পাবো হারকলোসি কোথায় পাবো দড়ি
তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি...
তুমি হও যমুনা রাধে.....
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯
Biniamin Piash বলেছেন: ধন্যবাদ ![]()
২|
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৮
নূর-ই-হাফসা বলেছেন: গান টা সুন্দর তো ।
উদাসীন দিনের জন্য ভালো । ধন্যবাদ
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯
Biniamin Piash বলেছেন: আপনাকেও ধন্যবাদ ![]()
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯
সুমন কর বলেছেন: ভালো শেয়ার....