নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি

১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫



যদি মাঝরাত্তিরে ঘুম থেকে জাগিয়ে বলি, "ভালোবাসি"
তাহলে কি খুব রাগ করবে?
নাকি কানের কাছে মুখ নিয়ে আলতো ছুয়ে
বলবে, "আমিও ভালোবাসি"।

যদি কাকডাকা ভোরে কাথা সরিয়ে মিষ্টি করে বলি,"ভালোবাসি"
তবে কি খুব অবাক হবে?
নাকি অধরদুটো ঈষৎ কাপিয়ে
বলবে, "তোমাকেই ভালোবাসি"।

যদি অলস দুপুরে ঘামঝড়া দেহে জড়িয়ে ধরে বলি "ভালোবাসি"
তাহলে কি খুব চটে যাবে?
নাকি কপট লজ্জায় মুখ রাঙা করে
বলবে,"আমিও ভালোবাসি"।

যদি পড়ন্ত বিকেলে মাথার খোপা খুলে দিয়ে বলি, "ভালোবাসি"
তবে কি বিষন্ন হবে?
নাকি দীঘল চুলগুলো হাওয়ায় উড়িয়ে দিয়ে
বলবে, "অনেক ভালোবাসি"।

যদি গোধূলি লগ্নে গভীর আবেগে কাছে টেনে বলি, "ভালোবাসি"
তাহলে কি লজ্জা পাবে?
নাকি সন্ধ্যের আবিরটুকু মেখে নিয়ে
বলবে, "তোমাকেই ভালোবাসি"।

বিনিয়ামীন পিয়াস
১৬.০৪.২০১৮

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

আবু আফিয়া বলেছেন: ভালবাসা সবার জন্য, ঘৃণা নয় কারো জন্য

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৩

Biniamin Piash বলেছেন: ঠিক বলেছেন, পৃথিবী হবে ভালোবাসাময়।

২| ১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

কাওসার চৌধুরী বলেছেন:


ভালবাসায় এখন ভাল বাসা লাগে।

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪

Biniamin Piash বলেছেন: ভালোবাসায় সবসময়ই ভালো একটা হৃদয় লাগে।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

বুদ্বিমান গাধা বলেছেন: অসাধারণ, পড়লেই কেমন একটা আবেশ অনুভূতি হয়।

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৫

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ, আপনার ভালোলাগা জানানোর জন্য :)

৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আবেশ মাখা কথা হৃদয় ছুয়ে গেল

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৭

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ :)

৫| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১২

নীল মনি বলেছেন: কবিতাটি ভালো হয়েছে তবে সুনীলের ভালোবাসি কবিতার সাথে খুব মিলে যায়। মানে স্ট্যাইলটা।এই ব্যাপারটা লেখকের খেয়াল করা উচিত।

শুনে না থাকলে শুনে দেখুন ভালোবাসি

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩০

Biniamin Piash বলেছেন: ওনার এই কবিতার কয়েকটা লাইন পড়ে অণুপ্রাণিত হয়েই এই কবিতা লিখছি।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৪

সোহাগ তানভীর সাকিব বলেছেন: ভালোবাসার মানুষের এসব প্রশ্ন ইতিবাচক। সুতরাং নো টেনশন।

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩১

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ :)

৭| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩২

নীল মনি বলেছেন: হুম শুকরিয়া।তাহলে লিখে দেবেন না হলে পাঠক ভুল বুঝবে :)

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪২

Biniamin Piash বলেছেন: আচ্ছা, পরবর্তীতে লিখে দেবো। :)

৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১১

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.