নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

আরো একটি অসমাপ্ত কবিতা

০৬ ই মে, ২০১৮ রাত ৮:২৬


আমি চাইলেই লিখতে পারি তোমায় নিয়ে-
"তোমার হাসি, তোমার গলার সুর
তোমার বাচনভঙ্গি, মিষ্টি সুরে গুনগুন
কিংবা কথার মাঝে কপট অভিমান
নাঁকি সুরে খানিকটা মেয়েলিপনা
সামান্য গল্পকে অসামান্য ভাবে বলা
অল্প একটু জড়তা কিংবা লজ্জা
তারপর, হঠাতই চুপ হয়ে যাওয়া
ঘন ঘন গরম নিঃশ্বাসের শব্দ
বুকের ভেতর ঢিপঢিপ করতে থাকা হৃদপিন্ড
প্রতিটা শব্দের পর তোমার অভিব্যক্তি
দীর্ঘক্ষণ ধরে চলতে থাকা অস্পষ্ট সংলাপ
আর তার মাঝে লুকিয়ে থাকা গভীর প্রেম"
ইচ্ছে হলেই লিখে ফেলতে পারি!
কিন্তু এর মাঝে লুকিয়ে থাকা অনুভূতিগুলো
শব্দের আকারে আসে না,
ভালোবাসা রূপে আঘাত করে গোলাপি প্রকোষ্ঠে
আমি বারবার সেই আঘাত পেতে চাই,
একবার, দুইবার, শতবার, অনন্তবার।
তোমার জন্য ভেবে রাখা কথাগুলো নিয়ম মানে না
ছুটতে থাকে ঝড়ের বেগে, বিশৃঙ্খল এলোমেলো হয়ে
মাতাল অনুভূতি জাগে হৃদয়ে,
অদ্ভুত শিহরণে শিহরিত হই ক্ষণে ক্ষণে
তারপর, আরো একটা কবিতাকে অসমাপ্ত করে রেখে দেই,
সময় পেলে কবিতাটা পূর্ণ করে দিও।


বিনিয়ামীন পিয়াস
০৬.০৮.২০১৮

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


যদি ইয়াবা খেয়ে পড়ি, কবিতা কি আরেকটু ভালো লাগবে?

০৬ ই মে, ২০১৮ রাত ১০:২৯

Biniamin Piash বলেছেন: কেন? আপনার ভালো লাগানোর জন্য তো আর কবিতা লেখা হয়নি। আপনি ইয়াবা খেলেই বা আমার কি আর এলএসডি খেলেই বা আমার কি!

২| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:৩৯

আকিব হাসান জাভেদ বলেছেন: পূর্ণ হউক ভালোবাসার বিনয় । কথামালার আক্ষেপটার সমাপ্তি হউক । সুন্দর লিখেছেন জনাব।

০৬ ই মে, ২০১৮ রাত ১০:৩২

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য :)

৩| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: লুকিয়ে রাখা অনুভূতি শব্দাকারে পরিপূর্ণভাবে প্রকাশ করা কঠিন।

০৬ ই মে, ২০১৮ রাত ১০:৩৩

Biniamin Piash বলেছেন: হুম, অনুভূতিরা নাহয় অনুভূতি আকারেই থাকুক :)

৪| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:৫৩

আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ

০৬ ই মে, ২০১৮ রাত ১০:৩৪

Biniamin Piash বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ :)

৫| ০৭ ই মে, ২০১৮ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন:
যদি ইয়াবা খেয়ে পড়ি, কবিতা কি আরেকটু ভালো লাগবে?

০৮ ই মে, ২০১৮ ভোর ৪:০০

Biniamin Piash বলেছেন: তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.