নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

আরেকটি নামহীন কবিতা কিংবা আবোলতাবোল

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২



শহুরে কৃত্তিমতার ভীড়ে জীবন যখন যান্ত্রিক
তখনও হররোজ কবিতা লিখে যাই তোমার জন্য
হয়তো অতোটা ভালো হয় না সেই লেখা
তবে প্রতিটা শব্দের ভাঁজে লুকানো যে আবেগ
তার বিকল্প তুমি কোথাও পাবেনা!

সারাদিনে যতবার তোমায় ভেবে ভেবে ক্লান্ত হই
ততবার নতুন উপমায় ঢেলে সাজাই তোমায়
হয়তো আনাড়ি হাতের লেখা মানসম্মত না
তবে প্রতিটা লাইনে তোমার প্রতি যে আকুলতা
তার ছিটেফোঁটাও কভু অন্যত্র খুঁজে পাবেনা!

রোজকার ধরাবাঁধা একঘেয়েমি ভরা জীবনে
তোমায় ভেবে খানিকটা কাব্য লিখে ফেলি
হয়তো গুণী কবিদের ধারেকাছেও থাকেনা
তবে তোমার প্রতি যেই প্রেম নিয়ে লেখি
বিশ্বাস করো সেই প্রেম আর কোথাও পাবেনা!

হতাশা আর অনুশোচনার অনলে দগ্ধ হয়েও
রাতের শেষে অপূর্ণ মস্তিষ্কে কিছু পূর্ণ কবিতা লেখি
হয়তো সে কবিতায় রঙচঙে লাইন থাকেনা
তবে প্রতিটা পঙক্তির শেষে যে ভালোবাসাটুকু থাকে
পৃথিবীর কোথাও সেই শুদ্ধ ভালোবাসা পাবেনা!


বিনিয়ামীন পিয়াস

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

Sami Al Shakib বলেছেন: বাহ্,খুব সুন্দর লিখেছেন তো!

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ, ভালো লাগলে অন্য কবিতাগুলোও পড়ে দেখতে পারেন।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: ‘কোথাও দেখিনি, আহা, এমন বিজন ঘাস— প্রান্তরের পারে
নরম বিমর্ষ চোখে চেয়ে আছে— নীল বুকে আছে তাহাদের’
(কোথাও দেখিনি, রূপসী বাংলা, জীবনানন্দ দাস)

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৩

Biniamin Piash বলেছেন: :) :)

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২১

জোছনাস্নাত রাত্রি বলেছেন: ভালো লিখেছেন।ভালোবাসার আকুলতা সুন্দরভাবে ফুটে উঠেছে।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৪

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.