নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

কবির অসুখে অসুখী কবিতা

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২



রাতের আকাশ দেখেছো কি?
সেথায় বসে দুঃখী তারার মেলা,
জ্যোৎস্না আলোয় সাগর জলে
দেখেছো কি ভালোবাসার ভেলা?
খুব সকালে শিশির ভেজা দূর্বাঘাসে
দেখেছো কি মুক্তোদানার রূপ?
কখনো কি জানতে চেয়েছো
এত কষ্ট নিয়েও আকাশ কেন চুপ?
শীত পেরিয়ে বসন্তের যখন শুরু
কখনো কি বাতাসে পেতেছো কান?
শুনেছো কি বিদায় বেলায়
শীত সকালের ভালোবাসার গান?
যখন উদাস বিকেলে একলা ছিলে
শুনেছো কি একাকিত্বের হাহাকার?
মন খারাপের বিষন্ন রাতগুলোতে
কানে বেজেছে কি নিস্তব্ধ চিৎকার?
যখন বর্ষার শেষে রঙধনু হেসেছিলো
উপলব্ধি করেছিলে কি এক টুকরো সুখ?
কবিতার চরণে বেদনার সুর দেখে
বুঝতে পেরেছিলে কি কবির অসুখ?

বিনিয়ামীন পিয়াস

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


কবি ইকবাল নাকি খোদাকে প্রশ্ন করতেন, আপনি কাকে প্রশ্ন করছেন?

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৪

Biniamin Piash বলেছেন: কোন এক মানবীকে

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


১ম পাতায় আপার ৩টি পোষ্ট দেখলাম; প্রথম পাতায়া ১টার বেশী পোষ্ট দেয়া সঠিক নয়।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৭

স্রাঞ্জি সে বলেছেন: একদিনেই কি চারটি পোস্ট দেওয়া সমাচীন মনে করেন।

দায়িত্বশীলতা বলতে কি আপনার মধ্যেই নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.