| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Biniamin Piash
প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

একলা আকাশ উদাস ভীষণ
সঙ্গ দেবার নেইতো কেউ
মেঘের ওপার জ্যোৎস্না হাসে
উছলে পড়ে চাঁদের ঢেউ।
চাঁদের আলোয় আকাশ রাঙে
আড়ালে যায় যত দুখ
ক্ষণিক সময় কাটুক ভালো
হাসি হাসি থাকুক মুখ।
আবার যখন চাঁদ পালাবে
সুখ পালাবে এক ডোরে
আকাশ আবার দুঃখী হবে
কাঁদবে একা খুব করে।
কেউ কি তখন আকাশ দেখে
বুঝে কি কেউ কষ্ট তার?
হয়তো কেউ গোপনে কাঁদে
একই অসুখ আছে যার!
বিনিয়ামীন পিয়াস
©somewhere in net ltd.