| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Biniamin Piash
প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!
একদা আমার ভীষণ অসুখ হলো
বাইরে থেকে যায় না কিছু দেখা
কিন্তু হৃদয় পুড়ে হয়ে গেলো ছাই,
আমি মরে গেলাম নিজের ভেতর
কেউ কিচ্ছুটি টের পেলোনা
হাতরে দেখি আমার ভেতর আমি নাই।
তবু দিব্যি আমি হাসি-খেলি
হৃদয় ছাড়া খোলশ দিয়ে
অনায়াসেই যাচ্ছে কেটে দিন,
কেউ কিচ্ছুটি পাচ্ছে না টের
দিনের শেষের নীরব আমি কিংবা
ক্ষয়ে যাওয়া হাসির রঙ মলিন!
বিনিয়ামীন পিয়াস
২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮
Biniamin Piash বলেছেন: হ্যা, তা তো হয়ই!
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২
রাজীব নুর বলেছেন: জীবনে সবারই অসুখ বিসুখ হয়।