নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১০



বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে বেশ কিছু বছর আগে লেখা দুটি কবিতা-

|| ১ ||

আমার বাংলা, সোনার বাংলা
কৃষক মজুর সবার বাংলা
মুক্তিযোদ্ধা বীরের বাংলা
ভায়ের মায়ের সবার বাংলা।

রক্ত দিয়ে এ দেশ গড়া
ফুল ফসল আর সুখে ভরা
খাটছে কঠিন শ্রমিক, চাষী
তবু, সবার মুখে সুখের হাসি।

সেই হাসিতে আনলো গ্লানি
রাজনীতির ঐ রাহাজানি।

নেতার মুখে ফাঁকা বুলি
তাদের কথায় উড়ছে খুলি
কত মানুষ খাচ্ছে গুলি
হিসেব করে যাচ্ছি ভুলি।

প্রতিদিনই মরছে মানুষ
মানুষ মেরে উড়ায় ফানুষ!
রাজনীতির হায় এ কি চাল!
দেশের মানুষ নাজেহাল।

দেশের ক্ষতি করছে তারা!
উন্নতিটা করবে কারা?
মানুষ মারা যাদের সাজে,
তাদের মুখে নীতির কথা লাগে বাজে।

মানুষ মারা কেমন নীতি?
একেই কি বলে রাজনীতি?

|| ২ ||

যার নাই কোন নীতি সে করে রাজনীতি
সাধারণ মানুষেরা করে ভাই পেটনীতি!
রাজনীতি, দূর্নীতি, পেটনীতি, কূটনীতি
আছে কত শত নীতি, নেই শুধু উন্নতি।

রাজনীতি মানে হলো নেতাদের পেটনীতি
উন্নতি করতে গিয়ে করে যায় দূর্নীতি।
সাধারণ মানুষেরা দেখে যায় তামাশা
বিফলে যায় চলে তাদের শত আশা।

(খুব সম্ভবত ২০১৪ সালে রাজনৈতিক অস্থির সময়ে লেখা)

বিনিয়ামীন পিয়াস

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

বিজন রয় বলেছেন: এত পরে পোস্ট করলেন!!

প্রথমটায় সুর করলে ভাল একটি গান হবে।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

নজসু বলেছেন:

:(

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

যোখার সারনায়েভ বলেছেন: ভালো।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.