নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

অভিমানী কবির অসুখ

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৬



কি এক অদ্ভুত অভিমানে কবিরা চলে যায়
অথচ কবিতাগুলো পড়ে রয়, কারো খাতায়
অথবা কারো চোখের পাতায়!
কেউ কেউ কবিতাগুলো পড়ে পুলকিত হয়
কারো আঁখি হতে দুফোটা জল ঝড়ে যায়
অথচ, কবির অসুখটা আড়ালেই রয়!

কবি আর কবিতার সম্পর্ক থাকে অজানাই
পাঠক কবিতা ভালোবাসে অথবা ভুলে যায়
কবিতার অনুভূতিটুকু কজন খুঁজতে যায়!
বেঁচে থাকুক কবিতারা যুগ-যুগান্তরে, হৃদয়ে
কবিরা একবুক যন্ত্রণা নিয়েই যাক হারিয়ে
কবির অসুখটুকু বেঁচে থাকুক কবিতা পেরিয়ে!


~ বিনিয়ামীন পিয়াস

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন:
তেলে পোড়া পাকোড়ার জ্বালা নিয়ে কে ভাবে
গরমাগরম উহ আহ করে খেয়েই না সূখ ;)
সলতের খবর কে রাখে- সবে চায় আলো
এসব নিয়েই কবি আর কাব্য, কবিরা থাকুক ভালো :)

+++

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬

Biniamin Piash বলেছেন: বাহ, বেশ বলেছেন...

২| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১২

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতার মাঝেই যুগযুগ কবি বেচে থাকেন, বেচে থাকে কবির অনুভূতি - ভালোলাগা, মন্দলাগা সময়চিত্র

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৭

Biniamin Piash বলেছেন: কবি তার জীবন আবদ্ধ করে রাখেন কবিতায়

৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৫

ইসিয়াক বলেছেন: শুভসন্ধ্যা

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮

Biniamin Piash বলেছেন: শুভসন্ধ্যা

৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৬

হাবিব বলেছেন: কবি ও কবিতা বেঁচে থাক যুগ যুগ ধরে..........

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯

Biniamin Piash বলেছেন: কবিতার মাঝেই কবি বেঁচে থাকেন

৫| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার।+
অনেকে বলেন কবিতা একটা ব্যাধি......

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০০

Biniamin Piash বলেছেন: সুখকর ব্যাধি নিশ্চয়ই!

৬| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: দিনদিন আপনার কবিতার মান ভালো হচ্ছে।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করছি ভালো লেখার।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫

মনিরা সুলতানা বলেছেন: মন ছোঁয়া কবিতা।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৬

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ আপনার অনুভূতি জানানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.