নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার তিনটি অনুকাব্য

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮



|| ১ ||

শুদ্ধ যেটুকু ছিলো আমার সেটুকু নাহয় তোমায় দিলাম
অশুদ্ধ সব ঘাড়ে চেপেই কন্টক পথে রওনা হলাম
তুমি তবু আরেক প্রহর হাসি খেলায় ভালো থেকো
মিথ্যে আমার হাসির মাঝে আরেক প্রস্থ আবির দেখো
আমার আবির তোমায় দিলাম, সেই আবিরে সন্ধ্যে জ্বেলো
আমি যখন ফুড়িয়ে যাবো নিজের হাতেই মেরে ফেলো।


|| ২ ||

তোমার ঠোটের আবিরটুকু দিও
সেই রঙে প্রাণ রাঙাবো।
সদ্য ভেজা চুলের ঘ্রাণটুকু দিও
সেই ঘ্রাণে মন জুড়াবো।
চোখের কালো কাজলটুকু দিও
সেই কাজলে ঘুম হারাবো।
মেহেদী রাঙা হাতের স্পর্শটুকু দিও
সেই স্পর্শে মাতাল হবো।


|| ৩ ||

সে চোখে বইতো কপোতাক্ষ নদ
যে চোখের মায়ায় আমি হারিয়েছিলাম
মায়াবী চোখের কৃষ্ণ কাজলটুকু
রঙিন সন্ধ্যায়, নিজ হাতে লেপ্টে দিলাম!

বিনিয়ামীন পিয়াস

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২০

তারেক ফাহিম বলেছেন: প্রথমে দিলেন,
দ্বিতীয়তে নিলেন
পরেরটাতো ইতিহাস B-)


দিলেইতো একসময় পাওয়া যায়।
ত্যাগে প্রকৃত সুখ B-) ১ নংটি তাই একটু বেশি ভালোলাগা :)

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১১

Biniamin Piash বলেছেন: ভালোবাসা দিতেও হবে, আবার নিতেও হবে। এটাইতো চিরাচরিত নিয়ম!

২| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !
প্রথম টা বেশি ভালো লেগেছে।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১২

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ, ভালোলাগা জানানোর জন্য।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনবদ্য লেখনী।
খুব ভালো লাগলো।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১২

Biniamin Piash বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
ভালো হয়েছে।
এখন আর মনে হয় না কাঁচা হাতের লেখা।

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

Biniamin Piash বলেছেন: লিখতে লিখতেই হাত পাকবে :)

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২০

Biniamin Piash বলেছেন: আপনি কি ফেসবুকে আছেন? থাকলে আপনাকে অ্যাড করতাম।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪৫

প্রিয় কবিতা বলেছেন: ভালো লাগল কবিতা গুলো পড়ে

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ, অনুভূতি জানানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.