![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।
রাত্রি ঘনিয়ে এলে জানালায়- ঘুম ঘুম-
শার্সিতে অলৌকিক চিত্রপট।
আলো নিভলে আলোকিত হয়ে- চলচ্ছক্তিহীন-
তোমার বুকের ধার ঘেঁষে- হাত ধরি,
-"খুব কি দেরি হলো?"
ডাইম- নিকেলের সাথে ঝনঝনে শব্দরা
দেদারসে খরচ হয় দিনমান- পরিত্রাণহীন দুপুর-
আলস্যে ভেঙে যাই বালির বাঁধ, সমুদ্র দুকূল,
উদ্গত সুর মুঠোয়- পাড়ি দেই ক্যাবো সান লুকাস,
আকাপালকো-
কিছু অভিঘাত, সংশয়।
কাপড়ের শুদ্ধতায়ও শব্দছায়া ঢুকে পড়ে- চুপিসারে
বদলে যায়। কিছু শব্দ কোকুনে; সোনামনির বল হয়ে
এইতো, এইমাত্র, একটি শব্দ
গড়িয়ে গেলো সিঁড়িতে।
অভিমানী শব্দ এক- ঘরে ঢুকে দরজা বন্ধ করে- যেমন
ছলাৎ বৈঠা মেরে চলে উজানগামী যুব শব্দ।
রেশমী বালাপোষ এ রাত একান্ত আমার। জেনেছ তো,
স্বর্গসিঁড়ির ব্যানিস্টার ধরে বন্ধুর সাথে
কোলাহলরত যে তরুণী, আমি সে নই।
ম্যাটিনী শো'তে অঝোরে কেঁদেছে যে জন, গতকাল-
অথবা বিড়বিড় আক্রোশে আর ক্ষোভে
যে মেয়েটি আজ রাতে মারা যাবে- সেও নই আমি।
নিশ্চেতন অবসরে
শব্দক্লান্ত আমি নীরবতাকে বেছে নিই।
তোমার বুকজুড়ে শূন্যতার ফুল- একে একে গুনি,
এলোচুলে গেঁথে নিই -
জোছনা-রোদ্দুরে বিবশ শব্দহীন- "আছো?"
দিকশূন্যপুর থেকে ধ্বনি ফিরে আসে-
'আছি, নৈঃশব্দবতী।
আমি যে তোমাতেই বাঁচি!'
রাত্রি ঘনিয়ে এলে জানালায়- ঘুম ঘুম-
শার্সিতে অলৌকিক চিত্রপট।
০২ রা জুন, ২০১৫ ভোর ৬:০১
বৃতি বলেছেন: খটকা কোথায় লাগলো?
আপনার জন্যও শুভেচ্ছা
২| ০২ রা জুন, ২০১৫ রাত ১:৫০
প্রবাসী পাঠক বলেছেন: কবিতায় প্রথম ভালো লাগা।
০২ রা জুন, ২০১৫ ভোর ৬:০২
বৃতি বলেছেন: থ্যাংকস, প্রবাসী ভাই
ভালো থাকবেন।
৩| ০২ রা জুন, ২০১৫ ভোর ৪:০০
রাসেল রুশো বলেছেন: চমৎকার
০২ রা জুন, ২০১৫ ভোর ৬:০৮
বৃতি বলেছেন: থ্যাংকস
৪| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:৩১
হাসান মাহবুব বলেছেন: শব্দের ক্যানভাসে গভীর হাহাকারের স্কেচ। খুব ভালো লাগলো।
চলচ্ছক্তিহীন- চলৎশক্তিহীন হবে বোধ হয়।
১৭ ই জুন, ২০১৫ রাত ১১:৪৫
বৃতি বলেছেন: (ৎ +শ )= চ্ছ। চলচ্ছক্তিহীন, চলৎশক্তিহীন- দুটো শব্দই ঠিক। তবে প্রথমটা কম ব্যবহৃত হয়।
থ্যাংকস হাসান ভাই।
৫| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:৩৪
লেখোয়াড়. বলেছেন:
খুব বেশি ভাল লাগল, খুব।
সমস্ত কবিতা জুড়ে দারুন শব্দেরা কোলাহল করছে।
সুপার্ব।
১৮ ই জুন, ২০১৫ রাত ১২:০৩
বৃতি বলেছেন: ধন্যবাদ, লেখোয়াড়। আপনার মন্তব্য সবসময়ই অনুপ্রাণিত করে।
ভালো থাকবেন
৬| ১১ ই জুন, ২০১৫ সকাল ১১:৫০
এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা।
এক গুচ্ছ ভালো লাগা।
১৮ ই জুন, ২০১৫ রাত ১২:১১
বৃতি বলেছেন: থ্যাংকস, এহসান সাবির
শুভেচ্ছা থাকলো।
৭| ১২ ই জুন, ২০১৫ সকাল ৮:২৫
যোগী বলেছেন: সামু যে আবার ঠিক হয়ে গেছে সেটা কী আপনি জানেন?
১৮ ই জুন, ২০১৫ রাত ১২:২৭
বৃতি বলেছেন: এই তো জেনেছি কেমন আছেন, যোগী?
৮| ০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০২
প্রোফেসর শঙ্কু বলেছেন: কিছু শব্দ কোকুনে; সোনামনির বল হয়ে
এইতো, এইমাত্র, একটি শব্দ
গড়িয়ে গেলো সিঁড়িতে।
অথবা বিড়বিড় আক্রোশে আর ক্ষোভে
যে মেয়েটি আজ রাতে মারা যাবে- সেও নই আমি।
চোখে ধরল লাইন দুটো। পুরো ছবিটার ওপরেই বুকের ভেতর একটা ভাল লাগা নিয়ে গেলাম।
১৭ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৫১
বৃতি বলেছেন: থ্যাংকস, প্রোফেসর শঙ্কু
ঈদের অগ্রিম শুভেচ্ছা।
৯| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২৮
যোগী বলেছেন:
একটা পুরাই রোমান্টিক কবিতা লিখেন যেটা পড়ে প্রেমের নির্যাতন অনুভুত হবে।
১৭ ই জুলাই, ২০১৫ সকাল ১১:১৭
বৃতি বলেছেন: যোগী, আপনার কথা অনুযায়ী একটা কবিতা এখন লিখলাম পোস্ট করছি এখনই, সেটা পড়ে প্রেমের নির্যাতন অনুভূত হল কিনা জানাবেন
১০| ১৭ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৩
যোগী বলেছেন:
সত্যইইই লিখে ফেলেছেন?
হায় আল্লা টিনের চালে কাক, আমিতো পুরাই অবাক!
১৭ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৩
বৃতি বলেছেন: লিখা তো হল, কিন্তু কবিতা হয়েছে কিনা সেটাই কথা
১১| ১৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
আহমেদ জী এস বলেছেন: বৃতি ,
-"খুব কি দেরি হলো?"
মনে হয় দেরী হয়েই গেলো । কবিতাটি দেখতে ।
কবিকার কিছু কিছু শব্দের অভিঘাত, সংশয় পাড়ি দিয়ে যেখানে থিতু হওয়া গেল সেটা ভালোবাসার এক বিরান ভূমি,, কষ্টের শব্দহীন ধ্বনি যেখানে তবুও বলে যায় - " আছি " ।
ঈদ পরবর্তী শুভেচ্ছা ।
২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৫
বৃতি বলেছেন: নাহ, মোটেও দেরি হয়নি ঈদ- পরবর্তী শুভেচ্ছা আপনার জন্যও, আহমেদ জী এস।
ভালো থাকুন নিরন্তর
১২| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
কত কি যে জানার বাকি! কবিতা অনেক নতুন শব্দ শেখা হল! আবহ বিষাদে ছেয়ে গেছে!
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৫ রাত ১১:৫৬
(একজন নিশাদ) বলেছেন:
কিছুটা খটকা, কিছুটা ভাললাগা। শুভকামনা রইল।