![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।
কাচ মোড়ানো হিরন্ময়ী এই শহরে
আকাশ ধসে কবিতা এক উপড়ে পড়ে
আমার ওপর। অগুনতি ঢেউ বইছে গহীন
ঠিক নিচেই যেন- মাতমদোলা কেউ বোঝেনি, স্থির জলাশয়।
সন্ধ্যা নামে, পদ্য নামে, নামছে যতি,
নামছি আমি, নামছে আকাশ, এক বিরতি।
তোমার দুঃখগুলো বৃষ্টি হয়ে নামছে যখন- নিচ্ছি শুষে
এই বুকটি পেতে। আমার ঘরে তুমিই ছিলে- কেউ দেখেনি।
দ্রাবিড় মেয়ের ওষ্ঠে তোমার চিহ্ন থাকে,
জোনাক আলোয় ঘরটি আঁকা নিপুন তাঁতে।
সমুদ্রতট পেরিয়ে এসে আর ফিরিনি লোনাজলে।
আমি জ্যোৎস্নাভেজা তেপান্তরে চিরকালের সেই প্রেয়সী।
১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০২
বৃতি বলেছেন: গানটা আমারও অনেক পছন্দের। থ্যাংকস, যোগী
২| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৫
জুন বলেছেন: সন্ধ্যা নামে
পদ্য নামে, নামছে যতি
নামছি আমি, নামছে আকাশ, এক বিরতি।
অপুর্ব বৃতি । অনেকদিন পর লিখলেন মনে হচ্ছে ।
+
১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৮
বৃতি বলেছেন: থ্যাংকস, জুন আপু। আসলেও অনেকদিন কিছু লেখা হচ্ছে না।
ঈদের অগ্রিম শুভেচ্ছা থাকলো আপনার জন্য
৩| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০১
এহসান সাবির বলেছেন: এক গুচ্ছ ভালো লাগা।
১৯ শে জুলাই, ২০১৫ ভোর ৫:১৫
বৃতি বলেছেন: থ্যাংকস। ঈদের শুভেচ্ছা
৪| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৬
সুমন কর বলেছেন: তোমার দুঃখগুলো বৃষ্টি হয়ে নামছে যখন, নিচ্ছি শুষে
বুকটি পেতে। আমার ঘরে তুমিই ছিলে- কেউ দেখেনি। [/si
মুগ্ধ হলাম। অনেক দিন পর আপনার কবিতা পেলাম।
৫ম ভালো লাগা।
১৯ শে জুলাই, ২০১৫ ভোর ৫:১৬
বৃতি বলেছেন: থ্যাংকস, সুমন ভাই। ঈদের শুভেচ্ছা
৫| ১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৭
ভ্রমরের ডানা বলেছেন: কিছুক্ষণ আমাদের ও দিয়েন, বঞ্চিত করেন কেন কবি?
অসম্ভব ভাল লাগা। ভাল থাকবেন ।
১৯ শে জুলাই, ২০১৫ ভোর ৫:১৯
বৃতি বলেছেন: 'আপনাদের' কি দেয়ার কথা বললেন? বুঝতে পারিনি। বুঝিয়ে বললে খুশি হব।
আপনিও ভালো থাকুন।
৬| ১৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কবিতা পাঠে মুগ্ধতা!!!
ঈদ মোবারক আপু।
১৯ শে জুলাই, ২০১৫ ভোর ৫:২১
বৃতি বলেছেন: ঈদ মুবারাক, বঙ্গভূমির রঙ্গমেলায় আশা করি অনেক আনন্দে কাটছে ঈদের সময়টুকু।
ভালো থাকুন নিরন্তর
৭| ১৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:২১
দীপংকর চন্দ বলেছেন: মুগ্ধপাঠ!!
অনিঃশেষ শুভকামনা জানবেন।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো।
১৯ শে জুলাই, ২০১৫ ভোর ৫:২৩
বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ, দীপংকর
শুভেচ্ছা থাকলো আপনার জন্যও।
৮| ১৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৬
রিকি বলেছেন: সন্ধ্যা নামে,
পদ্য নামে, নামছে যতি,
নামছি আমি, নামছে আকাশ, এক বিরতি।
অনেক অনেক ভালো লেগেছে পোস্টে ভালো লাগা রইল
১৯ শে জুলাই, ২০১৫ ভোর ৫:২৫
বৃতি বলেছেন: শুনে খুব ভালো লাগলো। থ্যাংকস, রিকি
৯| ১৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪১
ফ্লাইং সসার বলেছেন: ছন্দ ভাল্লাগছে!!
১৯ শে জুলাই, ২০১৫ ভোর ৫:৩০
বৃতি বলেছেন: দু'দিন ধরে একটা গান শোনা হচ্ছে বেশি, তাই মনে হয় কবিতাও সেরকম লিরিক্যাল হয়ে গেছে
থ্যাঙ্কু, ফ্লাইং সসার
১০| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৭
আমিনুর রহমান বলেছেন:
পাঠে ভালো লাগা। তবে বৃতি'র মতো হয়নি।
বৃতি আরো স্পেশাল, আরো চমৎকার লিখে ...
১৯ শে জুলাই, ২০১৫ ভোর ৫:৩৩
বৃতি বলেছেন: আমিনুর ভাই, এটা ব্লগে বসে "হুটহাট" লেখা। কবিতা হয়েছে কিনা সেটা নিয়েই সন্দেহ আছে, ভালো হওয়া তো পরের কথা
ঈদ মুবারাক
১১| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৪
যোগী বলেছেন:
আপনি কেন এমন নাম দিলেন কবিতাটার।
আমি কম বুঝি তবে আমার কাছে মনে হয়েছে এটা আপনার বেস্ট কবিতা গুলার মধ্যে একটি।
view this link
১৯ শে জুলাই, ২০১৫ ভোর ৫:৩৬
বৃতি বলেছেন: শিরোনাম কি হতে পারে তখন মাথায় আসেনি- এখনও না। উপযুক্ত শিরোনাম উপযুক্ত সময়ে দিয়ে দেব
গানের জন্য থ্যাংকস। ঈদ শুভেচ্ছা।
১২| ১৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সন্ধ্যা নামে, পদ্য নামে, নামছে যতি,
নামছি আমি, নামছে আকাশ, এক বিরতি।
তোমার দুঃখগুলো বৃষ্টি হয়ে নামছে যখন- নিচ্ছি শুষে
এই বুকটি পেতে। আমার ঘরে তুমিই ছিলে- কেউ দেখেনি।
সুন্দর, খুব সুন্দর। +++
ভালো থাকুন বৃতি সবসময়, ঈদের শুভেচ্ছা রইল। শুভকামনা।
২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪৯
বৃতি বলেছেন: ঈদের (কিছুটা পুরনো) শুভেচ্ছা আপনার জন্যও, বোকা মানুষ বলতে চায় আশা করি অনেক ভালো কেটেছে ঈদের সময়টুকু।
থ্যাংকস, এই উল্টাপাল্টা কবিতা পড়ার জন্য
১৩| ১৯ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৮
আমি সাজিদ বলেছেন: ভালো লেগেছে আপুই।
২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫১
বৃতি বলেছেন: থ্যাংকস, সাজিদ। শুভেচ্ছা নিরন্তর
১৪| ১৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৯
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।
২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৪
বৃতি বলেছেন: ধন্যবাদ। এবং শুভেচ্ছা
১৫| ২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪০
কিবরিয়াবেলাল বলেছেন: কবিতায় গভীর আবেগ গতিকেও ঋদ্ধ করেছে ।খবুই সুন্দর !
২২ শে জুলাই, ২০১৫ রাত ১:১৬
বৃতি বলেছেন: ধন্যবাদ, কিবরিয়া বেলাল।
১৬| ২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫২
হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লাগলো।
২২ শে জুলাই, ২০১৫ রাত ১:৩১
বৃতি বলেছেন: থ্যাংকস, হাসান ভাই। ঈদের শুভেচ্ছা তিথি, মিতিন-রুহিন আর আপনার জন্য
১৭| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১:৪১
ফুলফোটে বলেছেন: আমি জ্যোৎস্নাভেজা তেপান্তরে চিরকালের সেই প্রেয়সী
এই লাইন টা অনেক সুন্দর...।।
২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১৭
বৃতি বলেছেন: থ্যাংকস, ফুলফোটে।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৪
যোগী বলেছেন: তোমার দুঃখগুলো বৃষ্টি হয়ে নামছে যখন, নিচ্ছি শুষে
বুকটি পেতে। আমার ঘরে তুমিই ছিলে- কেউ দেখেনি।
সত্যি বলছি আমি মুগ্ধ!!!
কবিতার এই দুইটা লাইনের সাথে মিল রেখে যান আমার সবচেয়ে প্রিয় গানটা আপনাকে দিয়ে দিলাম।
view this link