![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।
নাইটকুইন*
রাতশ্রীর দিন নেই-- তাই দিনবোধ নেই। নৈঋতে
দিগন্তঘোড়ার হ্রেষা, হকার-ফেরিওয়ালা-
ডানাভাঙা দেবদূত আর
শবের মিছিল দেখেনি কখনো, হাঁসের শীতদুপুর-
জলের ভেতর রথ--
ধীর সন্ধ্যেয় তারাবাতি জ্বলে, হিম বুকে
চারপেয়ে গাড়ি এক বাঁশিভাঙা সুর তোলে বেশ,
কাঁদতে থাকে পথ।
রাতশ্রী জেনেছে শুধু মোমের আলো
প্রিয় ঘোর-- নগ্ন স্বপ্নরেশ।
প্রত্যাবর্তন*
দেখতে এসেছি, কোথাও কি আছি?
ডানায় সুগন্ধ এখনো- তাকে বলে যাবো, চিবুকের তিলকে
নাহয় (ওপাশে কিভাবে আছো হে? একা?)
যার আঙুল ছুঁয়ে জোছনা পুড়েছে, নাম মনে নেই-
কোনো কবিতায় লেখা আছে। নীল আঁচলও কার
মুঠোর ভাঁজে রয়ে গেলো ভুলে! সে দায় ঈশ্বরের।
অথবা মৌমাছির।
ফুল*
একদিন
পদ্মপুকুরে
আমায় দেখে
চমকাবে তুমি নির্ঘাত!
অন্ধচোখ, প্রজাপতির ভাষা শেখার অজুহাত
শুধু, ফুটে আছি- আরক্তিম নতমুখে।
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:১১
বৃতি বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, অন্ধবিন্দু
২| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৪
গেম চেঞ্জার বলেছেন: অন্ধবিন্দু বলেছেন: সুন্দর ও অর্থ প্রস্ফুটিত ফুল। নাইটকুইন, প্রত্যাবর্তন আপন খেয়ালে জড়িয়ে আছে। সংযোগ ঘটাতে আপাত ব্যর্থ। তবে মন্দ না, শব্দ রথের মাত্রা উপভোগ্য।
সহমত। তবে পোস্ট ভাল হইছে। ৩য় প্লাস+
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:১৪
বৃতি বলেছেন: থ্যাঙ্কু
৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৯
আহমেদ জী এস বলেছেন: বৃতি ,
কবিতায় আপনার শব্দের চিত্রময়তা , বাক্যের গায়ে শব্দের আলোয়ান জড়ানো বেশ শৈল্পিক ।
এইটুকু তো দারুন লিখেছেন ----------
নীল আঁচলও কার
মুঠোর ভাঁজে রয়ে গেলো ভুলে! সে দায় ঈশ্বরের।
শুভেচ্ছান্তে ।
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:২৪
বৃতি বলেছেন: ধন্যবাদ, আহমেদ জী এস।
ভালো থাকুন সবসময়
৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৫
ক্যান্সারযোদ্ধা বলেছেন: চিরযৌবনা কবি।
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:২৫
বৃতি বলেছেন: কমপ্লিমেন্ট হিসেবে নিলাম ধন্যবাদ।
৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৩
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে !!
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৩৮
বৃতি বলেছেন: থ্যাংকস, সুমন ভাই। ভালো আছেন আশা করি
৬| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৫
অভ্রনীল হৃদয় বলেছেন: সুন্দর হয়েছে। ভালো লাগলো।
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৩৯
বৃতি বলেছেন: ধন্যবাদ
৭| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২২
কথাকথিকেথিকথন বলেছেন: খুব ভাল লেগেছে । কোমনীয় ভাব যথেষ্ট । শৈল্পিক ভাব গভীর ।
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৩৯
বৃতি বলেছেন: থ্যাঙ্কু
৮| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৭
এহসান সাবির বলেছেন: যার আঙুল ছুঁয়ে জোছনা পুড়েছে, নাম মনে নেই-
কোনো কবিতায় লেখা আছে। নীল আঁচলও কার
মুঠোর ভাঁজে রয়ে গেলো ভুলে! সে দায় ঈশ্বরের........
ভালো লাগা।
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৭
বৃতি বলেছেন: থ্যাঙ্কু, এহসান সাবির
৯| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৬
আবু শাকিল বলেছেন: তিনটাই খুব লেগেছে ।
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৯
বৃতি বলেছেন: ধন্যবাদ, আবু শাকিল
১০| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৬
মায়াবী রূপকথা বলেছেন: খুব সুন্দর
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১০
বৃতি বলেছেন: ধন্যবাদ
১১| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তিনটাই ভালো লাগলো। শুভেচ্ছা আপু।
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১১
বৃতি বলেছেন: থ্যাংকস, ভাইয়া
১২| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৫
বৃতি বলেছেন: ধন্যবাদ, সেলিম আনোয়ার ভাই
১৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৯
জুন বলেছেন: কবিতার সাথে গাথা ছবিগুলো ও প্রান পেয়েছে লেখায় বৃতি।
অনেক ভালোলাগা
+
২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪১
বৃতি বলেছেন: ধন্যবাদ, জুন আপু
১৪| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৯
হাসান মাহবুব বলেছেন: তিনটাই খুব ভালো লাগলো। সবচেয়ে ভালো লেগেছে নাইটকুইন। রাতশ্রী জেনেছে শুধু মোমের আলো
প্রিয় ঘোর-- নগ্ন স্বপ্নরেশ। ঘোর সংক্রামিত হলো
২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৩
বৃতি বলেছেন:
থ্যাঙ্কু
১৫| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২০
জেন রসি বলেছেন: রাতশ্রীর দিন নেই-- তাই দিনবোধ নেই।
চমৎকার।শুভকামনা রইলো।
++
২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৯
বৃতি বলেছেন: আপনার জন্যেও শুভেচ্ছা
১৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৩
রুদ্র জাহেদ বলেছেন: দারুন ত্রয়ী কবিতা।তিনটাই খুব ভালো লাগলো +
০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৪
বৃতি বলেছেন: থ্যাঙ্কু
১৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৬
মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারণ লাগল সবগুলো কবিতাই। সীমাহীন মুগ্ধতা।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:০৬
বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা থাকলো
১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: ডানাভাঙা দেবদূত আর
শবের মিছিল
লাইনটা ভাল ছিল। নতুন বছরের শুভেচ্ছা
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৩
বৃতি বলেছেন: থ্যাংকস
১৯| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৩
রাফা বলেছেন: ত্রয়ী কিন্তু পৃথক।
ভালো লেগেছে।
ধন্যবাদ,বৃতি।
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২০
বৃতি বলেছেন: ধন্যবাদ, রাফা ভালো থাকবেন।
২০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৯
ফেলুদার তোপসে বলেছেন: ভাললাগা জানিয়ে গেলাম।
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২১
বৃতি বলেছেন: থ্যাংকস শুভেচ্ছা জানবেন।
২১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩
কবি সুবর্ণ আদিত্য বলেছেন: দূদার্ন্ত.......
২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০২
বৃতি বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন
২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১২
খায়রুল আহসান বলেছেন: রাতশ্রী জেনেছে শুধু মোমের আলো
প্রিয় ঘোর-- নগ্ন স্বপ্নরেশ। --রাতশ্রীর মতই এক মোহনীয় আবেশ ছড়িয়ে গেলো কবিতার এ দুটো চরণ। মুগ্ধ হ'লাম।
"প্রত্যাবর্তন" টাও অন্যরকমের সুন্দর।
যার আঙুল ছুঁয়ে জোছনা পুড়েছে, নাম মনে নেই-
কোনো কবিতায় লেখা আছে। -- অসাধারণ অভিব্যক্তি!
নীল আঁচলও কার
মুঠোর ভাঁজে রয়ে গেলো ভুলে! সে দায় ঈশ্বরের।
অথবা মৌমাছির। -- ঈশ্বরের দায়টা নাহয় বোঝা গেলো, কিন্তু মৌমাছির কেন?
ফুটে আছি- আরক্তিম নতমুখে -- চমৎকার চিত্র! মনোমুগ্ধকর!
কবিতার শিরোনামটাও খুবই সুন্দর হয়েছে। এমন চমৎকার একটা কবিতা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪
বৃতি বলেছেন: মস্তিষ্কের ভেতর মৌমাছির মত গুঞ্জন বলতে এক ধরণের ঘোরগ্রস্ততা বোঝায়।
কবিতাগুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো খুব। ধন্যবাদ
২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
খায়রুল আহসান বলেছেন: বুঝলাম। ব্যাখ্যার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭
বৃতি বলেছেন: ভালো থাকুন আপনিও
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৪৯
অন্ধবিন্দু বলেছেন: সুন্দর ও অর্থ প্রস্ফুটিত ফুল। নাইটকুইন, প্রত্যাবর্তন আপন খেয়ালে জড়িয়ে আছে। সংযোগ ঘটাতে আপাত ব্যর্থ। তবে মন্দ না, শব্দ রথের মাত্রা উপভোগ্য।