নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

"ইচ্ছে ডানা"

১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৭



"ইচ্ছে ডানা"
~~~~~~~~

ইচ্ছেগুলোকে আটকে রেখেছি-
প্রিয় সেই কাঁচের বয়ামে,
মাঝে মাঝে দেখি পলকহীন অপলক।
ওরা হৈ চৈ করে বেরুবার জন্য,
তবু অবাধ্য হয়না,
আটকে থাকে আমার নিষেধে।

মাঝে মাঝে বিদ্রোহি হয়-
সাপের মতো ফোঁসফোঁস প্রশ্বাসে,
বয়ামের ভিতর যেন,
অগ্নি স্ফুলিঙ্গ ঘটাবে।
তবু বেরোতে দেইনা,
জানি থেমে যাবে এই অস্থিরতা,
সয়ে যাবে আবদ্ধতা।

যেদিন ইচ্ছেরা-
ডানা মেলার ইচ্ছে হারিয়ে ফেলবে,
সেদিন দু হাতে উড়িয়ে দিব ইচ্ছেদের।
ওরা আকস্মিক মুক্তিতে দ্বিধান্নিত চিত্তে,
হারিয়ে যাবে সসীম থেকে অসীমে।

♥সেদিন আমিও হারিয়ে যাব,
ইচ্ছেদের সাথে অজানা সীমানায়...
তৃপ্ত হব ইচ্ছে ডানায়♥


ছবি: সংগৃহীত

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১:১৫

সফেদ বিহঙ্গ বলেছেন: সুন্দর লিখেছেন।

১৭ ই মে, ২০১৮ দুপুর ১:৩২

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ

২| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১:২৬

তারেক_মাহমুদ বলেছেন: যাক শেষ পর্যন্ত আপনার কবিতা পাওয়া গেল, ভাল লাগলো।

১৭ ই মে, ২০১৮ দুপুর ১:৩৪

বৃষ্টি বিন্দু বলেছেন: জি, খুবই বিরক্তি লাগছিলো। আল্লাহর মেহেরবানীতে পারলাম। অসংখ্য ধন্যবাদ ভালো লাগার জন্য...

৩| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১:৩১

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৭ ই মে, ২০১৮ দুপুর ১:৩৬

বৃষ্টি বিন্দু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।।।

৪| ১৭ ই মে, ২০১৮ দুপুর ২:১৭

আকিব হাসান জাভেদ বলেছেন: ইচ্ছে ডানার মুক্তি হবে । উড়ে বেড়াবে আপন মনে । যে যা্ই বলুক ইচ্ছেকে আটকে রাখা ঠিক না । না হয় জিবন গাড়ি চলবে কি করে । সুন্দর কবিতা।

১৭ ই মে, ২০১৮ দুপুর ২:২৪

বৃষ্টি বিন্দু বলেছেন: "ইচ্ছে ডানা মেলবে সবাই
সেটাই সবার সুখের নাটাই"

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।।।।

৫| ১৭ ই মে, ২০১৮ দুপুর ২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি কি দিবা রুমী ?

১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৫

বৃষ্টি বিন্দু বলেছেন: এমন মনে হওয়ার কারন?

৬| ১৭ ই মে, ২০১৮ দুপুর ২:৩৪

সোহাগ তানভীর সাকিব বলেছেন: যেমন কবিতা তেমন মানান সই ছবি ব্যবহার। এ যেন সোনায় সোহাগা।

১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৪১

বৃষ্টি বিন্দু বলেছেন: সোনায় সোহাগা!!দারুন বলেছেনতো।
ধন্যবাদ আপনাকে

৭| ১৭ ই মে, ২০১৮ দুপুর ২:৪৬

সৈয়দ ইসলাম বলেছেন:


কবিতা, কবিতার সাথে মিলিয়ে দেয়া ছবি, কবিতায় শব্দপ্রয়োগ, সব কিছুতেই একটা ক্রিয়েটিভ ভাব বিদ্যমান। নির্মল ভাল লাগা রেখে গেলাম কবিতার প্রতি। চিরন্তন শুভকামনা থাকলো আপনার জন্য।

১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৪

বৃষ্টি বিন্দু বলেছেন: চেষ্টা করি মিলঝিল রাখতে।
পারি কি পারিনা তা পাঠকই ভালো বুঝবেন।
আপনার প্রতিও শুভকামনা রইলো

৮| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১৮ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৮

বৃষ্টি বিন্দু বলেছেন: ভালো লাগায় আমারও ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.