নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

"দায়সারা দায়িত্ব, ভাবছে এটাই কৃতিত্ব"

১৯ শে মে, ২০১৮ রাত ৮:৫৫



"বোধোদয়"
------------
★সমাজের স্তরে স্তরে যেমন বৈষম্য, তেমনি প্রায় প্রতিটি ঘরে বৈষম্য। একজন পুরুষ এর প্রধান দায়িত্ব তার পিতামাতা, স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পালন করা। কিন্তু এই বস্তাপঁচা সমাজে এমন কিছু পুরুষ আছে যারা ভালো মানুষির মুখোশ এঁটে নির্বাক বসে থাকে, আর নিজ দায়িত্ব অবহেলা করে। আবার এমন কিছু পুরুষ আছে যারা দায়িত্ব কি সেটাই বুঝেনা। তাদের কাছে খাওয়া-দাওয়া, ঘুম, মাস্তি এটাই জীবন।

★সমাজের নিম্নশ্রেণী থেকে শুরু করে উচ্চশ্রেণীর প্রায় সর্বত্র এই দায়িত্ব অবহেলাকারীদের অবাধ বিচরণ। একটা উদাহরণ দেই-
মুটামুটি স্বচ্ছল থেকে শুরু করে উচ্চশ্রেনির সব ঘরেই মহিলা গৃহকর্মি নিয়োজিত থাকে (কিছু ব্যাতিক্রম ছাড়া) যাদের অধিকাংশেরই সংসার চলে নিজের উপার্জনে। উপরন্তু এসব গৃহকর্মি তাদের অকর্মার ঢেঁকি, পা এর উপর পা তুলে খাওয়া স্বামীকে দেয় মদ কেনা আর জুয়া খেলার টাকা। আর বিদ্ধস্থ ঐ মহিলা যদি সেই টাকা যোগাড়ে অসমর্থ হয়, তাহলে তাকে পেতে হয় লাত্থি, কিল, ঘুসি।

★এটাতো শুধু একটা শ্রেণীর কথা বললাম, এমন অসংখ্য নিষ্পেষণের ঘটনা চলছে অহরহ। অথচ যেই পুরুষ তার স্ত্রীকে সুখী রাখতে পারলনা, শুধুমাত্র নিজস্ব খামখেয়ালী আচরন আর দায়িত্ব অবহেলার কারণে, আল্লাহও তাকে পছন্দ করেন না। তার জন্য রয়েছে কঠিন শাস্তি।

★রাগ হয়না, করুনা হয় এই ধরনের মানুষগুলোর জন্য। যেই সংসারটা গড়ে তোলার কথা পুরুষের সেই সংসার এর হাল স্বামী থাকা সত্ত্বেও ধরতে হয় স্ত্রীকে, কেন?

★এই শ্রেণীর পুরুষগুলো বুঝেনা যে তারা কত বড় অন্যায় করছে, কত বড় ভুল করছে, যার মাশুল পরকালে তাদেরকে যেমন কড়ায় গন্ডায় দিতে হবে, তেমনি ইহকালেও দিতে হবে। স্ত্রীর চোখে যেমন অকর্মা বলে আখ্যায়িত হয়, তেমনি সন্তানের চোখে আদর্শ বাবা হওয়ার সম্ভাবনাও বিলুপ্ত হয়ে যায়। তবে এই শ্রেণীর মানুষের কাছে এসব কোন ব্যপারই না। কারণ এরা যৌবনের উদ্দামতায় ভুলে যায় বার্ধক্য তাকে কী ধরনের পুরষ্কার দিবে!!! সে সময় কী তার কিল, ঘুসি মারার যোগ্যতা থাকবে? কে তাকে দেখবে, খাওয়াবে, পরাবে?

★আমি ভাবি সেই নারী/মহিলা/মেয়েগুলোর কথা- যারা বাধ্য হয়ে কুরুক্ষেত্রে নামে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, শুধুমাত্র স্বামী নামক জীবটির দায়িত্বজ্ঞ্যানহীনতার কারণে।

"এই বঞ্চিত মা/বোনদের বাহিরটা-
কি অদ্ভুত ধরনের শক্ত!!!
বোঝার উপায় নেই ভেতরটা-
দুমড়ে মুচড়ে কতটা রক্তাক্ত!!!"

★আল্লাহ সুবহানুতায়ালা এইসব সংগ্রামী মা/বোনদের ধৈর্য ধারনের শক্তি দিন আর পুরুষ নামক জীবগুলোকে হেদায়াত দিন, আমিন।

বি:দ্র: সব পুরুষ একই ধরনের তা প্রমান করা উদ্দেশ্য নয়। ব্যাতিক্রম অবশ্যই আছেন...
ছবি:সংগৃহীত

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৮ রাত ৯:০৫

কাইকর বলেছেন: বেশ বলেছেন।উচিত কথা। আপনার শব্দচয়ন গুলো বেশ মার্জিত। আমিও গল্প লিখি। সময় পেলে ঘুরে আসবেন। দাওয়াত রইল। ধন্যবাদ

২০ শে মে, ২০১৮ রাত ১২:৩০

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ ভাই, চেষ্টা করছি সত্যকে তুলে ধরতে। গল্প লিখতে পারিনা, কবিতা চেষ্টা করি। সফলতা আপনারাই ভালো বুঝবেন। আর অবশ্যই বেড়িয়ে আসবো আপনার ব্লগ থেকে।।।।

২| ১৯ শে মে, ২০১৮ রাত ৯:২৮

কানিজ রিনা বলেছেন: একদম সত্য কথাগুল লিখেছেন। যে পুরুষ
তার পরিবারের কাছে প্রসংশনীয় সে সব
ক্ষেত্রে প্রসংশনীয়। আন্তরিক ধন্যবাদ।

২০ শে মে, ২০১৮ রাত ১২:৪০

বৃষ্টি বিন্দু বলেছেন: একেবারে শতভাগ সত্য বোন।
ধন্যনাদ সুন্দর মন্তব্যের জন্য।

৩| ১৯ শে মে, ২০১৮ রাত ১০:৪১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: করুণ বাস্তবতা

২০ শে মে, ২০১৮ সকাল ৮:৪০

বৃষ্টি বিন্দু বলেছেন: হুম, এই বাস্তবতার অবসান হয়তো হবেনা, তবুও চাই হোক।
ধন্যবাদ...

৪| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে থেমে যেতে হয়। থেমে যায় পথ চলা থেমে যায় কথাবলা। একলব্যের আংগুল ভূপাতিত হয় ভূগোলের মানচিত্রে। এভাবেই একদিন এক সংকীর্ণ সন্ধ্যায় সবকিছু এলোমেলো হয়ে গেল। এতদিন যে বৃক্ষটি ছায়া দিত। যার মায়াবি আচলে বসে দেখতাম সকালের সূর্যোদয়। তার অন্তরীক্ষে উকি দিল চৈতালি রোদের রুদ্র বেলা। মনে হয় বহুকাল বয়ে গেছে। উপেক্ষায় শুকিয়েছে নদী। এক নিপাট সমুদ্রে থেমে আছে মাছরাঙা চাঁদ। উড়োজাহাজের ধুসর ধোয়ার সাথে মিশে গেছে কবিতার অব্যক্ত সংলাপ।

৫| ২০ শে মে, ২০১৮ দুপুর ১:৫৩

পবন সরকার বলেছেন: বাস্তব কথাগুলোই তুলে ধরেছেন।

২১ শে মে, ২০১৮ রাত ৮:৫৩

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ ভাই।
বাস্তবতাই তুলে ধরতে চাই।
সামনে যেন আরো পারি সেই শুভকামনা চাই

৬| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৩০

স্ব বর্ন বলেছেন: সত্য কথা বস্তবতার স্বচ্ছ ধারনা !অনেক সুন্দর লেখা ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.