নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

রঙমঞ্চের সাতকাহন

২১ শে মে, ২০১৮ দুপুর ১২:১৮



রঙমঞ্চ
~~~~~
মুখোশ চাই মুখোশ,
মুখোশ চাই মুখোশ...
নিবে?
আছে কিন্তু একটাই।

জান???
আমার নিজের কিন্তু কখনো মুখোশ পরা হয়নি।
কেননা আমি মুখোশধারী নই।
তবে আমি এক ফেরিওয়ালা তাও নিরেট মুখোশের।
তাইতো পলকা আর নিরেট মুখোশের পার্থক্যটা
আমি বেশ ভালোই ধরতে পারি,
কারণ- আমি যে এক ফেরিওয়ালা।
দাম কিন্তু পানির দামে,
নাওনা একটা।

তুমি কি জান!!!
তোমার মুখে লাগানো ঐ পলকা মুখোশে,
তোমাকে একটুও মানায় না।
বরং আমার কাছ থেকেই কিনে নাও,
কঠিন নিরেট একটা মুখোশ।
যে পলকা মুখোশের আড়ালে
মুখটা এতোদিন ঢেকেছিলে,
তা এতোই ঠুনকো যে-
যখন তখন খুলে পড়তে পারে জনসম্মুখে।

আচ্ছা, তোমার কি জানা আছে যে-
তোমার সম্পূর্ণ অস্তিত্ব আটকে আছে,
ভাণ করা এক অভিনয়গৃহে?
ভাণ করা ঐ অস্তিত্বহীন অস্তিত্ব নিয়ে
আর কতদিন চলবে?
এবার নাহয় একটু বিরতি দাও...

বিরতিহীন যাত্রা ভারসাম্যহীনতার কাণ্ডারি,
ওপারের জবাবদিহিতায়ও তুমি হেরে যাবে।
তখন একূল ওকূল সবই হারাবে।
বরং এক কূল নিয়েই থাকোনা কেন?

তাই বলছি-
কিনে নাও সুন্দর এই কঠিন নিরেট মুখোশ।
গুটি কজনা ছাড়া,
কারো বোঝার সাধ্য নেই যে,
তুমি অভিনয়ে কতটা পারদর্শি!!!

তবে সাবধান!!!
মুখোশ যেন না খুলে,
মুখোশ খুললেই তুমি শেষ।
আর যদি সাময়ীক আনন্দ চাও,
তাহলে ওই পলকা মুখোশেই,
ঢেকে রাখো তোমার ঐ মেকী চেহারা।
একের পর এক অভিনয় কর রঙমঞ্চে।

আসলে ওখানেই তোমাকে মানাবে ভালো।
নির্দেশনারও প্রয়োজন নেই।
তুমি নিজেই রচয়িতা,
নিজেই পরিচালক,
নিজেই অভিনেতা।
বাহ বেশ মজারতো!!!
কবি তাও এক রঙ মঞ্চের অভিনেতা।

সুস্বাগতম কবি-
তোমার ওই ঠুনকো রঙমঞ্চে...!!!


ছবি: সংগৃহীত

মন্তব্য ৪৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৮ দুপুর ১২:২৫

ফেনা বলেছেন: বাস্তবতার চমতকার চিত্রায়ন।
মুগ্ধতা প্রকাশ করলাম।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:২৬

বৃষ্টি বিন্দু বলেছেন: মুগ্ধতা প্রকাশে আমিও মুগ্ধ।ধন্যবাদ

২| ২১ শে মে, ২০১৮ দুপুর ১২:২৬

তারেক_মাহমুদ বলেছেন: পৃথিবীর রঙ্গ মঞ্চে আমরা সবাই মুখশের আড়ালে থাকা অভিনেতা অভিনেত্রী। সুন্দর লিখেছেন আপু। লাইক দিলাম।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩১

বৃষ্টি বিন্দু বলেছেন: কিছু মুখোশ মানুষকে বিভ্রান্ত করে।আর কিছু মুখোশ মানুষকে ধংস করে।আমরা সবাই মুখোশধারি।কিন্তু তারও কিছু সীমানা থাকা উচিত।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যে আর লাইক এর জন্য।

৩| ২১ শে মে, ২০১৮ দুপুর ১২:৩২

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! চমৎকার লিখেছেন। আমাদের আশে পাশে মুখোশধারী মানুষের অভাব নেই।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৪

বৃষ্টি বিন্দু বলেছেন: যতবার আপনাকে দেখি আপনার নামটিই আমাকে বেশি আনন্দ দেয়।
হু, চারপাশে শুধু মুখোশ আর মুখোশ।

৪| ২১ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৪

কাইকর বলেছেন: অতি সুন্দর। খুব ভাল লাগলো কবিতাখানি পাট করে। বাস্তবতা

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার পাঠের কথা শুনে ভাল লাগলো।

ভাল থাকুন চিন্তন্তন হে ভাইটি।

৫| ২১ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৭

সৈয়দ ইসলাম বলেছেন: কবিতা ভাল হয়েছে।
এই শ্রেণির জন্য সমাজ জীবনের আশান্তি দূর হয় না।
এদের ধ্বংস কামনা করা যেতেই পারে।

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ

৬| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ আপু; অনুপ্রেরণা দেয়ার জন্য।
ভাল থাকুন সবসময়

৭| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:০৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: অর্থবহ ভাবনা। কবিতাটি পাঠককে আরও গভীরে নিয়ে যেতে পারতো।
অব্যাহত রাখুন আপনার ভাবনা আর লেখনি। শুভ কামনা।

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১২

বৃষ্টি বিন্দু বলেছেন: পাঠককে আরো গভীরে নিতে পারতো!!!সেটা কিভাবে? সে সম্পর্কে বললে বা ভুল শুধরে দিলে সত্যিই অনেক খুশি হবো।
ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য।

৮| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:০৬

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: বাস্তব কথাগুলো ফুটিয়ে তুলা এক কবিতা।
ভালো লাগলো

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১০

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ হে সকলের বন্ধু

৯| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:৪৬

লাবণ্য ২ বলেছেন: চমৎকার কথামালা।ভালো লাগল।

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১১

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার কাছে চমৎকার লেগেছে জেনে খুশি হলাম।
ভাল থাকুন নিরন্তর

১০| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:৫০

নীল মনি বলেছেন: ভালো লিখেছেন।শুভ কামনা :)

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

বৃষ্টি বিন্দু বলেছেন: প্রশংসাই সামনে এগোবার অনুপ্রেরনা,ধন্যবাদ বোন।

১১| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার কাছে যে আমার এই কবিতাটি ম্যাও ম্যাও লাগেনি, ভালো লেগেছে, তাতেই আমি আনন্দিত। ধন্যবাদ ভাই।

১২| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:২৮

কাওসার চৌধুরী বলেছেন: মুখোশ নিয়ে চমৎকার একটি কবিতা।

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২০

বৃষ্টি বিন্দু বলেছেন: জি, আমরা প্রত্যেকেই মুখোশধারী। তবে কেউ নিজেকে উদার করে বিলিয়ে দেয়ার জন্য মুখোশ পরে আবার কেউবা অন্যকে সব্দিক থেকে সর্বসান্ত করার জন্য মুখোশ পরে। সেই মুখোশধারীদের চেনা এবং প্রতিকার করা উচিত।

বিশাল কথা বলে ফেললাম। আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন।

১৩| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৬

সনেট কবি বলেছেন: আমিও মুগ্ধ

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনি মুগ্ধ!!এতেই খুশি।
ধন্যবাদ।।।

১৪| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:২১

জাহিদ অনিক বলেছেন:

সাধারণ শব্দের সাধারণ ব্যবহার ভালো লেগেছে

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২২

বৃষ্টি বিন্দু বলেছেন: অসাধারণ শব্দের ব্যবহারে মোটেও পারদর্শি নই ভাই, তাই সাধারনভাবেই লিখি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।ভালো থাকুন।

১৫| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: আলোচিত ব্লগে আপনার কবিতাটি চোখে পড়ল, কবিতা খুব একটা পড়া হয়না। তবুই নামটি ইন্টারেস্টিং মনে হওয়ায় ঢুকে পড়ালাম। হতাশ হতে হয়নি, বেশ ইউনিক ও চমৎকার একটি কবিতা পড়লাম। এমন ছন্দবিহীন কবিতাই আমার ভালো লাগে।
ধন্যবাদ।

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার কমেন্ট ভিন্নধর্মী ঠিক নামের মতো।(নামের কি কোন রহস্য আছে?)
কিন্তু ভাই আমিতো ছন্দোবদ্ধ কবিতাও লিখতে পছন্দ করি।তাহলে কি সেগুলী পড়বেন না?

১৬| ২১ শে মে, ২০১৮ রাত ৯:১৪

শিখা রহমান বলেছেন: বাহ!! চমৎকার কবিতাটা। কবিতার বুনট ও অর্থ ভালো লেগেছে। কবিতায় অভিনবত্ব আছে।

শুভকামনা। কবিতাটার জন্য ধন্যবাদ।

২২ শে মে, ২০১৮ দুপুর ১২:২৭

বৃষ্টি বিন্দু বলেছেন: বাহ!!!মন্তব্যের সৌন্দর্যতায় আমি মুগ্ধ!!!
ধন্যবাদ, এবং শুভকামনা রইলো।।।

১৭| ২১ শে মে, ২০১৮ রাত ১০:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুখ আর মূখোশের আড়ালেই যেন জীবন!

ভার্চুয়ালীতো আরো বেশি!
কবিতার সাবলীলতা আর ভিন্নতা বেশ আকর্ষক :)

+++++

২২ শে মে, ২০১৮ দুপুর ১২:২৯

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ নিরন্তর...

১৮| ২২ শে মে, ২০১৮ রাত ১:২৭

উম্মে সায়মা বলেছেন: মানুষকে কারণে অকারণে মুখোশ পরেই জীবনাতিপাত করতে হয়। জীবন মানেই তো অভিনয়!
সুন্দর লিখেছেন। শুভ কামনা।

২২ শে মে, ২০১৮ দুপুর ১২:৩১

বৃষ্টি বিন্দু বলেছেন: হু,মুখোশ ছাড়া মানুষ হয়না। কিন্তু যে মুখোশ জীবন বিনষ্টকারী সেই মুখোশ উন্মোচিত হোক এটাই প্রত্যাশা। ধন্যবাদ বোন...

১৯| ২২ শে মে, ২০১৮ সকাল ৮:১০

সুমন কর বলেছেন: কবিতা হিসেবে নয়, তবে লাইনগুলো পড়তে ভালো লাগল।

২২ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৪

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ ভাই।
কিন্তু "কবিতা হিসেবে নয়" কথাটা কি একটু বুঝিয়ে দিবেন?
উওরের অপেক্ষায় রইলাম।

২০| ২২ শে মে, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার কাছে যে আমার এই কবিতাটি ম্যাও ম্যাও লাগেনি, ভালো লেগেছে, তাতেই আমি আনন্দিত। ধন্যবাদ ভাই।

ভালোবাসা নিরন্তর।

২২ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৫

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনাকেও ধন্যবাদ।মনে হচ্ছে বেশ সচেতন থাকতে হবে কবিতা লিখনিতে।

২১| ২২ শে মে, ২০১৮ সকাল ১১:০০

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা।

২২ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৬

বৃষ্টি বিন্দু বলেছেন: একগুচ্ছ ধন্যবাদ...

২২| ২২ শে মে, ২০১৮ দুপুর ১২:২৬

আকতার আর হোসাইন বলেছেন: ভালো লাগলো। মুখোশ নিয়ে বছরখানেক আগে আমিও একটি কবিতা লিখেছিলাম।

২২ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৭

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ...
বাহ!!সেই কবিতাটি কি দেখতে পারি ভাই?

২৩| ২২ শে মে, ২০১৮ দুপুর ২:২৫

দিলের্‌ আড্ডা বলেছেন: জীবনটাই নাকি রঙ্গমঞ্চ..।শেকেসপিয়র বলেছিলেন।

২৩ শে মে, ২০১৮ রাত ৩:১৭

বৃষ্টি বিন্দু বলেছেন: এমনটা ভেবে উনি বলেননি নিশ্চয়!

মন্তব্যে ধন্যবাদ।

২৪| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:১৪

আকতার আর হোসাইন বলেছেন: কবিতাটি সামুতে এখনো পোস্ট করি নাই। করব পরে কোন এক সময়। আপনি চাইলে আপনাকে কমেন্টে কবিতাটি দিতে পারি...

২২ শে মে, ২০১৮ রাত ১০:৩০

বৃষ্টি বিন্দু বলেছেন: সানন্দে, প্লিজ।।।
অপেক্ষায় রইলাম...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.