নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

"অনাবৃত যশ"

২৪ শে মে, ২০১৮ রাত ১০:০৯



"অনাবৃত যশ"
~~~~~~~~~

যশ খ্যাতি চাইনা
চাই মহিমান্বিত শান্তি,
বাঁধহারা লিখনি
তুলে ধরে ভ্রান্তি।

লিখনির বাঁকে বাঁকে
অশ্লীলতার ছোপ,
আঁধারে মিশে যাওয়া
অশনির তোপ।

বাঁধভাঙা উচ্ছ্বাসে
পাঠককূল মুগ্ধ,
মুগ্ধতায় রকমফের
কবে হবে শুদ্ধ?

কবিতার প্রতি চয়নে
নারীকুল অনাবৃত,
এটাই নাকি প্রেমময়
ভালোবাসা অমৃত!

বেবুঝ নাকি অবুঝ!
বুঝবে কবে সীমানা?
কবিতায় অশ্লীলতার
বাজিওনা দামামা...

বি:দ্র: কবিতা লিখুন,পড়ুন। যত ইচ্ছে কবিতায় মনের মধুর্য মেশান। কিন্তু মনে রাখা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা যেকোন কিছুতে সীমানা ভঙ্গ করতে নিষেধ করেছেন। সবকিছুর যেমন সীমানা থাকে, তেমনি লিখনিতেও রয়েছে, যা বজায় রাখা উচিত। কবিদের ভাষ্য অনুযায়ী- "কবির অনুভূতি সীমানাহীন, অনুভূতি বাঁধা মানে না"। কিন্তু কবিতায় সুস্থ মানষিকতার সীমানা অবশ্যই বজায় রাখা উচিত। মহান রব সবাইকে সুস্থচিত্তের কবিতা চর্চার তাওফিক দান করুন, আমিন...

মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:১৬

নীল মনি বলেছেন: খুব ভালো লাগল। বিশেষ করে আপনার ভাবনাটুকু। মহান রব সবাইকে সুস্থচিত্তের কবিতা চর্চার তওফিক দান করুন। আমিন

২৪ শে মে, ২০১৮ রাত ১০:২১

বৃষ্টি বিন্দু বলেছেন: আমীন।

আপনি প্রথম মন্তব্যকারী হওয়ায় বিনম্র শ্রদ্ধার সাথে অফুরান ভালবাসা জানবেন।
আল্লাহ আপনাকে রমজানের রহমত, মাগফিরাত ও নাজাতের দ্বারা পূর্ণরূপে পবিত্র করুন, আমীন।

২| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:২৩

আবু তালেব শেখ বলেছেন: কবিতা ও যেমন নিচের সুন্দর উপদেশ গুলোও মনঃপুত।
একথায় অসাধারন

২৪ শে মে, ২০১৮ রাত ১১:০৯

বৃষ্টি বিন্দু বলেছেন:
আপনার এমন মনোমুগ্ধকর মন্তব্য আমায় অনুপ্রেরণা দিল। আপনার মনঃপুত হয়েছে জেনে ভালই লাগছে।
ধন্যবাদ ও অসংখ্য শুভেচ্ছা জানবেন।

৩| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:৩০

সনেট কবি বলেছেন: অসাধারন

২৪ শে মে, ২০১৮ রাত ১১:১৯

বৃষ্টি বিন্দু বলেছেন:
ধন্যবাদ প্রিয় কবি।
আপনি ইদানীং ব্লগে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে রেখেছেন।
শুভকামনা আপনার জন্য।

৪| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:৫১

ধ্রুবক আলো বলেছেন: কবিতা এবং শেষের খুব ভালো বলেছেন।

২৪ শে মে, ২০১৮ রাত ১১:২০

বৃষ্টি বিন্দু বলেছেন: ধ্রুবক আলো,

আপনাকে অনেক ধন্যবাদ সুমন্তব্যের জন্য।
ভাল থাকুন সবসময়।

৫| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:৫৫

কাইকর বলেছেন: খুব ভাল লাগলো।

২৪ শে মে, ২০১৮ রাত ১১:২১

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ।

ভাল লাগায় খুশি হলাম।
শুভকামনা থাকলো।

৬| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: বাহ!!!
মুগ্ধতা।

২৪ শে মে, ২০১৮ রাত ১১:২৩

বৃষ্টি বিন্দু বলেছেন: রাজীব নুর,
আপনার উপস্থিতিও আমার জন্য একধরণের মুগ্ধতা ভাই।

চিরন্তন শুভকামনা জানবেন।

৭| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:১৫

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: প্লাস+++

২৪ শে মে, ২০১৮ রাত ১১:২৪

বৃষ্টি বিন্দু বলেছেন: প্লাসে ধন্যবাদ।

৮| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩৮

মীর সাজ্জাদ বলেছেন: আমিন, কবিতা পড়তে আমি ভীষন ভালোবাসি, ভালো লাগলো আপনার কবিতা এবং কবিতার বিষয়টা।

২৫ শে মে, ২০১৮ রাত ১:৪৮

বৃষ্টি বিন্দু বলেছেন: অজস্র ধন্যবাদ ভাই।।।
শুধু ভালো লাগানোই মুল উদ্দেশ্য নয়। উপলব্ধি করানোর প্রয়াস ছিল।

৯| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:৪০

আকতার আর হোসাইন বলেছেন: কবি কবিতা লিখতে গিয়ে আবেগে উচ্ছ্বসিত হয়ে পড়েন এবং এমন কিছু লিখেন যার সাথে বাস্তবতার কোন মিল থাকে না।

এইখানেই কবি আর নবীর মধ্যে একটা পার্থক্য আছে... যাক সেইটা অন্য কথা...

মুক্তচিন্তার নামে অনেকেই কবিতার মধ্যে অশ্লীলতা আনে...


ভালো লিখেছেন

২৫ শে মে, ২০১৮ রাত ২:০৬

বৃষ্টি বিন্দু বলেছেন: যদি কিছু না মনে করেন আমার চিন্তাধারাটুকু একটু শেয়ার করি। নবি রসুল এমন পর্যায়ের যে উনারা তুলনার বিষয়বস্তু হতে পারেন না। এই যেমন নবি এবং কবির মধ্যে পার্থক্যের বিষয়টি উঠলো এটা উঠা আমার দৃষ্টিতে উচিত নয়। আপনি জ্ঞ্যানি মানুষ আপনার নিজস্ব স্বকীয় চিন্তাধারা থাকতেই পারে। স্বল্প জ্ঞ্যানে অনেক কিছু বলে ফেললাম, আশা করি কিছু মনে করবেন না।

প্রশংসাকারী হিসেবে আপনার জন্য রইলো অসংখ্য শুভকামনা। 8-|

১০| ২৫ শে মে, ২০১৮ রাত ২:০৮

অনুতপ্ত হৃদয় বলেছেন: সুন্দর হয়েছে ভালো লাগলো

২৫ শে মে, ২০১৮ রাত ২:৫৪

বৃষ্টি বিন্দু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর গুচ্ছ গুচ্ছ শুভকামনা 8-|

১১| ২৫ শে মে, ২০১৮ সকাল ৮:৫১

নীল মনি বলেছেন: মাশা আল্লাহ আপনার মন্তব্যটি দারুণ। ফী আমানিল্লাহ।

২৫ শে মে, ২০১৮ সকাল ৯:২৪

বৃষ্টি বিন্দু বলেছেন: জাজাক আল্লাহ বোন...

১২| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:০৭

সামু পাগলা০০৭ বলেছেন: কবিতা এবং আপনার ভাবনা দুটোই অনেক সুন্দর বৃষ্টি আপু।
শুভেচ্ছা।

১৩| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:৩৪

ব্লগার_প্রান্ত বলেছেন: কবিতা পড়ে মনে হলো, আপনি অনেক পুরোনো লেখক :)

১৪| ২৬ শে মে, ২০১৮ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:


কবিতার জন্ম হয়েছে মানুষের মনের বিশালতাকে প্রকাশ করার জন্য

১৫| ২৬ শে মে, ২০১৮ সকাল ১০:৩৬

আকতার আর হোসাইন বলেছেন: আসলে মনে করার কিছু নেই.... নবী রাসুলরা অতুলনীয়। সকল।নবী এবং রাসুল নিষ্পাপ। কিন্তু কোন মানুষ কখনো নিষ্পাপ না...

আমি কথাটা কোন দৃষ্টিকোণ থেকে বলেছি সেটা কেউ বুঝবেনা যদি আমি তার বিস্তারিত না বলি।

এরপরে আপনাকে সংক্ষেপে বলার চেষ্টা করছি।

আমাদের নবীর কাছে ওহী নাজিল হচ্ছিল... হযরত উমর রা: দূর থেকে দেখেছিলেন আর মনে মনে ভাবছিলেন (তখন ইসলাম।গ্রহণ করেননি), মুহাম্মদ তো কবি হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ আয়াত পাঠান। আমি মুহাম্মদ কবিত্ব দান করি নাই... (এরপরে আরো অনেক কিছু) পৃথিবী কোন কবি সাহিত্যিক কুরানের আয়াত বানিয়ে দেখাতে পারবে না...

হযরত উমর রা: এবার অবাক হয়ে গেছেন যে ওনি যা ভাবছেন নবী সব বুঝে জেনে ফেলছেন। তারমানে মুহাম্মদ এখন ঘনক হয়ে গেছেন।

সাথে সাথে আবারো আল্লাহ আয়াত পাঠান। তিনি বলেন না, নবীকে তিনি ঘনক বানাননি।


তো কবির কথাটা এখানে এসেছিল। কবি আর নবীর মধ্যে আকাশ পাতাল এর চেয়েও বহু বেশি পার্থক্য.....

আর কিছু বলার আছে
.
....?

১৬| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব নুর,
আপনার উপস্থিতিও আমার জন্য একধরণের মুগ্ধতা ভাই।

চিরন্তন শুভকামনা জানবেন।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.