নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

ত্রাহিত্রাহি

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২৭



ত্রাহিত্রাহি
~~~~~~


সূর্যি মামা দিচ্ছ হানা
যখন তখন তুমি,
তোমার রাগে প্রানটা ভাগে
মরণধ্বনি শুনি।

এত্ত কেন রাগ বলতো
মেঘ পেয়েছে ভয়!
দূরুদূরু বক্ষে ওরা
পালিয়ে শুধু রয়।

খরতাপে পুড়ছে সবাই
ত্রাহিত্রাহি ভাব!
কষ্ট দিয়ে সূর্যি মামা
কিইবা তোমার লাভ?

ভয়ে ভয়ে বাতাসটুকু
বইছে মাঝে মাঝে!
নিঠুর তুমি হবে কেন
তা কি তোমায় সাজে?

কষ্ট করে মেঘমালারা
রাগগুলো সব সয়!
ঝমঝমিয়ে পড়বে ঝরে
এই আশাতে রয়।

রাগ কমিয়ে মেঘমালাকে
আসতে বলে দাও,
আড়াল থেকে প্রাণীকুলের
ভালোবাসা নাও...


Photo Captured by Me (বৃষ্টি বিন্দু)

মন্তব্য ৫৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৩০

বিজন রয় বলেছেন: ভালবাসা নিয়ে চলে গেলাম, তবে রাগ করে নয়।
কবিতার রঙে রাঙাতে।

ভাল হয়েছে।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৫

বৃষ্টি বিন্দু বলেছেন: বিজন রয়,
প্রথম মন্তব্যকারী হয়ে গেলেন! ধন্যবাদ আপনাকে।
লন, সূর্যি মামার ক্রোধে নিমজ্জিত হয়ে গাছেই পেকে যাওয়া কাঠাল থেকে সামান্য গ্রহণ করুন, না পুরাটাই আপনার জন্য; আপনাকে আমার ব্লগে সবসময় পাওয়া যায় না!

২| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: সূর্য মামু কয়দিন আমাদের উপর মাইন্ড করছিল.... :P


২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

বৃষ্টি বিন্দু বলেছেন: কেন কবির ভাই এখন এই মাহে রমজানে কি মাইন্ড করে নেই উনি???
আপনি তাহলে মামাকে খুব পছন্দ করেন বুঝা যাচ্ছে। আমরাও করি বুঝলেন! কিন্তু কষ্ট হচ্ছে যে সেটার কি হবে?

৩| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৪০

মোস্তফা সোহেল বলেছেন: ভাল হয়েছে।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

বৃষ্টি বিন্দু বলেছেন: অনেকগুচ্ছ ধন্যবাদ সোহেল ভাই 8-|

৪| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: আহারে আপু। আপনার কবিতা পড়ে পানির তৃষ্ণা আরও বেড়ে গেল, গলা আরও শুকিয়ে গেল :(
ভালো লেগেছে খুব কবিতা

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

বৃষ্টি বিন্দু বলেছেন: আহারে আমি বড়ই দুঃখিত। কিন্তু কি করব মামাটা এত আদর করেও এখন একেবারে ফাটিয়ে দিচ্ছে।
বলেন রোযা রেখে এতো কিছু করা যায়? তাইতো মামাকে একটু শান্ত হতে বলছি আপনাদের আমার সবার জন্য। B-)

৫| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৭

বিজন রয় বলেছেন: হা হা হা ....
আমি ব্লগে অনেকদিন অনয়মিত।
নিয়মিত হওয়ার চেষ্টা করছি।

নিয়মিত হলেই আপনিও নিয়মিত আমাকে পাবেন।
শুভকামনা রইল।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

বৃষ্টি বিন্দু বলেছেন: আশা দিচ্ছেন শুনে আশাবাদী হলাম।
শুভকামনা জানবেন সবসময়।।।। 8-|

৬| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:০৫

তারেক_মাহমুদ বলেছেন: আপনার ছড়াগুলো চমৎকার হচ্ছে বৃষ্টি আপু , প্রচণ্ড গরমে জীবন সত্যি অতিষ্ঠ।


২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

বৃষ্টি বিন্দু বলেছেন: আমিতো ছড়াকার নই তারেক ভাই।
সূর্য মামার রাগে ভাবলাম মামাকে একটু বকে দেই,তাই এই প্রয়াস।

যাইহোক ছড়া যে হচ্ছে তাওতো কম নয়। ধন্যবাদ ভাই....

৭| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:১৮

আকতার আর হোসাইন বলেছেন: সত্যি অনেক ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি দেখেও সমানে মুগ্ধ হলাম।

২৯ শে মে, ২০১৮ রাত ৯:৫৮

বৃষ্টি বিন্দু বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ। কেউ আমার ফটোগ্রাফি নিয়ে কথা বলেনি, আপনি ছাড়া। এটা একটা শখ।
আপনার মুগ্ধতায় আমিও মুগ্ধ। :)

৮| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:২৮

কাইকর বলেছেন: বাহ....খুব সুন্দর

২৯ শে মে, ২০১৮ রাত ৯:৫৯

বৃষ্টি বিন্দু বলেছেন: আক ঝাঁক ধন্যবাদ আর শুভকামনা কাইকর ভাই।।।

৯| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: ছন্দে ছন্দে খুব সুন্দর হয়েছে।

২৯ শে মে, ২০১৮ রাত ১০:০১

বৃষ্টি বিন্দু বলেছেন: বৃষ্টিভেজা ধন্যবাদ আপুনিইইইই।।।। :)

১০| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:২১

সৈয়দ ইসলাম বলেছেন: কবিতা পছন্দসই

অনেক ভাল লাগলো।

২৯ শে মে, ২০১৮ রাত ১০:০৩

বৃষ্টি বিন্দু বলেছেন: কতটুকু ভালো লেগেছে সৈয়দ সাহেব??? ;)

১১| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন:
আপনার জন্য।

২৯ শে মে, ২০১৮ রাত ১০:১৭

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনি জবা দিলেন, এই সাদা জবাটা কিনতে চেয়েছিলাম।
কেমন শুভ্র আনন্দ এর মাঝে।
ধন্যবাদ নুর ভাই।

১২| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

অলিভিয়া আভা বলেছেন: আবহাওয়া আসলেই বেশ উত্তপ্ত। আপনার আহ্বান শুনে যদি সূর্যি মামা কিছুটা মেঘের আড়ালে মুখ লুকায় তবে ভালোই হয়।
ভালো লাগলো।

২৯ শে মে, ২০১৮ রাত ১০:১৯

বৃষ্টি বিন্দু বলেছেন: সূর্যি মামা কি আমাদের কথা না শুনে পারে!!তাকে মুখটা আড়াল করতেই হবে আমাদের জন্য। ধন্যবাদ আপি।।।
:)

১৩| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

বৃষ্টি বিন্দু বলেছেন: বৃষ্টিতো হচ্ছেনা তবু সবার জন্য এক পশলা বৃষ্টি...বৃষ্টিতো হচ্ছেনা তবু সবার জন্য এক পশলা বৃষ্টি... আমার জানালায় যা কিছুদিন আগেই ঝমঝমিয়ে পড়েছিলো....
Photo captured by me

১৪| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

ওমেরা বলেছেন: আমাদের এখানেও কয়েকদিন ধরে সূর্যি মামা খুব তেজ ঢালতেছে তবে এখানে লোকজন বেশ খুশীতেই আছে ।
কবিতা ভাল লাগল আপু ।

২৯ শে মে, ২০১৮ রাত ১১:৩৪

বৃষ্টি বিন্দু বলেছেন: তেজ ঢালছে তবু খুশি মা শা আল্লাহ।।।।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

১৫| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৯ শে মে, ২০১৮ রাত ১১:৫৬

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ অনন্ত....

১৬| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:১৫

সনেট কবি বলেছেন: অনেক ভাল লাগলো।

৩০ শে মে, ২০১৮ রাত ১২:০৫

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি :)

১৭| ২৯ শে মে, ২০১৮ রাত ১১:১৭

জাহিদ অনিক বলেছেন:
গান গাইতে মন চাইতেছে-- আল্লাহ মেঘ দে পানি দে

৩০ শে মে, ২০১৮ ভোর ৪:১৭

বৃষ্টি বিন্দু বলেছেন: মন চাইলেই গেয়ে ফেলবেন। গেয়েছেন তো!!
কেমন হলো গানটা? :)

১৮| ২৯ শে মে, ২০১৮ রাত ১১:৪২

শামচুল হক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

৩০ শে মে, ২০১৮ ভোর ৪:১৯

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা.... :)

১৯| ৩০ শে মে, ২০১৮ রাত ১২:৪০

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক সুন্দর ছবি তুলেছেন বৃষ্টি আপু। মন্তব্যের বৃষ্টির ছবিটিও সুন্দর।
আর কবিতাটিও বেশ হয়েছে।

শুভেচ্ছা।

৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৫২

বৃষ্টি বিন্দু বলেছেন: পাগলি আপুটাকে সুন্দর মন্তব্যের জন্য অনেকগুলা ধন্যবাদ... :)

২০| ৩০ শে মে, ২০১৮ রাত ২:২০

নিশাচড় বলেছেন: আহা কি দারুন, জয়হে নমস্তে। ভালোলাগা

৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৫৪

বৃষ্টি বিন্দু বলেছেন: খুবই মজাদার মন্তব্য... B-)

২১| ৩০ শে মে, ২০১৮ ভোর ৪:১৮

উদাস মাঝি বলেছেন: ত্রাহি ত্রাহি মানে কি ? :-&

৩০ শে মে, ২০১৮ সকাল ১১:২২

বৃষ্টি বিন্দু বলেছেন: প্রাণটা যায় যায় এমন অবস্থাকে বোঝানো হয়েছে। অনেকটা প্রচন্ড কষ্টে আর্তনাদ এর মতো।
বুঝাতে পারলাম কি?

২২| ৩০ শে মে, ২০১৮ ভোর ৪:৩৩

খনাই বলেছেন: নিয়ে বৃষ্টি বিন্দু নিক,
সূর্য মামা নিয়ে ছড়া !
আমি হাসি ফিক ফিক ,
ছড়া পড়ে মন ভরা !

৩০ শে মে, ২০১৮ সকাল ১১:২৯

বৃষ্টি বিন্দু বলেছেন: মা শা আল্লাহ!!
:)
ছড়া পড়ে প্রাণ ভরে গেলো
দোয়াগুলো উড়ে উড়ে গেলো

২৩| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার। আপনার ছন্দজ্ঞান ভালো।

৩০ শে মে, ২০১৮ রাত ৯:৫২

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনাকে আমার ব্লগে দেখে ভাল লাগছে, আসলে আমি কোন কবি না।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

২৪| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:১৮

নাহিদ০৯ বলেছেন: চমত্কার

৩০ শে মে, ২০১৮ রাত ৯:৫৩

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম

ধন্যবাদ প্রিয় ব্লগার।

২৫| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৫৮

আবু ছােলহ বলেছেন:



সুন্দর। ধন্যবাদ।

৩০ শে মে, ২০১৮ রাত ৯:৫৪

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার কাছে সুন্দর লেগেছে জেনে খুশি হলাম।
সাথে থাকুন সবসময়।
ভাল থাকুন নিরন্তর

২৬| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:১৬

উদাস মাঝি বলেছেন: বুঝেছি আপু ।
আর হ্যা আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম ।

কবিতা ভাল লেগেছে :)

৩০ শে মে, ২০১৮ রাত ৯:৫৫

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ।

কবিতা ভাল লেগেছে জেনে খুশি হলাম।

২৭| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:২০

ইব্‌রাহীম আই কে বলেছেন: সব বুঝলাম। শুধু এই ত্রাহিত্রাহি এর মানেটাই বুঝলাম না! :(

৩০ শে মে, ২০১৮ রাত ৯:৫৮

বৃষ্টি বিন্দু বলেছেন: প্রাণটা যায় যায় এমন অবস্থাকে বোঝানো হয়েছে। অনেকটা প্রচন্ড কষ্টে আর্তনাদ এর মতো

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.