নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

লাল শাড়ি

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৪৬



★ লুকোচুরি আর পুতুল খেলার ছোট্টবেলাটা কি কেউ ভুলতে পারে?সেই ছোট্টবেলারই এক আদুরী স্মৃতি জড়িয়ে আছে অহর্নিশি।

★ আদুরী, আহ্লাদী ছোট্টবেলা থেকে এই বড়বেলা পর্যন্ত কত কিছুইতো পেয়েছি আর হারিয়েছি, কিন্তু সেদিন যা হারালাম তার ক্ষতিপূরণ কোনভাবেই সম্ভব নয়।

★ ছোটবেলার কোন কিছুই আমি তেমন সংরক্ষণ করিনি, শুধুমাত্র একটি শাড়ি ছাড়া। হ্যাঁ একটা লাল টুকটুকে শাড়ি। শাড়িটা কেনাই হয়েছিলো পুরো এলাকার বাচ্চা পার্টির চড়ুইভাতির আয়োজনে। কত্ত স্মৃতি জড়িয়ে ছিল সেই লাল শাড়ির সাথে। এক্কা দোক্কা, পুতুল বিয়ে, চড়ুইভাতি, অতিথির মধ্যমনি হয়ে কুটুস কুটুস গল্প, কত্ত কিছু।

★ বড় হওয়ার পর শাড়িটাকে এতোগুলো বছর খুব আদর যত্নে রেখেছিলাম। ভেবেছিলাম আমার পরের প্রজন্ম ঐ শাড়ি পরে মজা করবে আর ওরাও শাড়িটাকে যত্নে রাখবে। নতুন প্রজন্মের নতুন রঙিন সময়ে ঠিকই বের হয়ে যাবে আরো অনেক বাহারি কিছু তবু, আমার এই টুকটুকে শাড়িটাকে ওরা আদর, স্নেহ, মায়ায় জড়িয়ে রাখবে।

★ অদ্ভুত একটা অভ্যাস ছিল-
মাঝে মাঝেই শাড়িটা বের করে ছুঁয়ে দেখতাম, সেই ছোট্টবেলার ঘ্রাণে সতেজ হতাম। কিন্তু সেদিন বাসায় ফিরে খুব অবাক হয়ে আবিষ্কার করলাম-
আমার লাল শাড়ীটা টুকরো টুকরো ছিন্নভিন্ন হয়ে নিতান্ত অবহেলায় পড়ে আছে।

★ গত বছর যখন ৪০০০ টাকা রাস্তায় হারিয়ে গেল, আর ৫০০০ টাকার সুন্দর শাড়ি, ৬০০০ টাকার বোরখাসহ আরো কিছু চুরি হলো তখনো আজকের কষ্টের ৫% কষ্টও পাইনি।

★ এখনো বিশ্বাস করতে পারছিনা যে আমার লাল টুকটুকে শাড়ীটা আর নেই। ছিন্ন ভিন্ন হয়ে আমাকে কাঁদিয়ে বিদায় নিয়েছে প্রচণ্ড অভিমানে। টুকটুকি তুমি রাগ করোনা। তুমি হয়তো বাস্তবে নেই কিন্তু ছোট্ট বৃষ্টির হৃদয় গভীরে জড়িয়ে আছো লাল রঙা হয়ে, আজীবন তা ই থাকবে কারন, আমি যে তোমার লাল টুকটুকে পরী...


বি:দ্র: মনে হতে পারে এটা খুব সামান্য বিষয়। কিন্তু যেখানে এতো টাকার লোকসানে কোন কষ্ট হলোনা কিন্তু লাল শাড়ির কষ্ট নিংড়ানো চিৎকার আটকে আছে, বের হচ্ছে না, মাথা থেকে কোনভাবেই সরছেনা, তারমানে অবশ্যই বিষয়টি সামান্য নয়। বিশেষ করে লাল টুকটুকে শাড়ির কথায় এই বড় আমিটা কি বড় থাকি! হয়ে যাই শাড়ি পরে ঘুরঘুর করা সেই ছোট্ট আদুরী মেয়েটা!!!

আহ!!! আমার টুকটুকে শাড়িটা...


ছবি: সংগৃহীত

মন্তব্য ৪৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫৩

বিজন রয় বলেছেন: প্রিয় জিনিষের জন্য সবারই মায়া থাকে।
আর সেটা হারালে তো ..............

লাল শাড়ি।

৩০ শে মে, ২০১৮ রাত ১১:৫৯

বৃষ্টি বিন্দু বলেছেন: জি সেটাই,,, :((

২| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫৪

বিজন রয় বলেছেন: ছবিটি কি সুন্দর!

আসলেই শিশুরা স্বর্গীয়।

৩১ শে মে, ২০১৮ রাত ১২:০২

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ,
শিশুরা আসলেই স্বর্গীয়...
আবার এই শিশুরাই মহা পাজি।
অবশ্য স্বর্গীয় বলেই পাজি দুষ্টু

৩| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫৫

ওমেরা বলেছেন: আহারে —— আপু কে করল এই কুকাজ?

৩১ শে মে, ২০১৮ সকাল ৮:৫৭

বৃষ্টি বিন্দু বলেছেন: সেও এক ইতিহাস,
নয় কিন্তু পাতিহাঁস.. B-)

৪| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫৬

কাইকর বলেছেন: হাইরে লাল শাড়ী

৩১ শে মে, ২০১৮ সকাল ৮:৫৯

বৃষ্টি বিন্দু বলেছেন: হায়রে লাল শাড়ি,
কাইকর ভাই দু:খটা বুঝেছেন সেজন্য আন্তরিক ধন্যবাদ....

৫| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫৬

স্বচ্ছ দর্পন বলেছেন: ভালো লাগলো‌‌‌
আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো । ধন্যবাদ

৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:০৪

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ।।
জি বেড়িয়ে আসবো।।।

৬| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫৯

ব্লগার_প্রান্ত বলেছেন: দুঃখজনক।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:২১

বৃষ্টি বিন্দু বলেছেন: যাক কষ্টটা বুঝেছেন,,, :((

৭| ৩১ শে মে, ২০১৮ রাত ১২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্য সমবেদনা রইল।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:২২

বৃষ্টি বিন্দু বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
কিন্তু আমার শাড়িটাতো আর ফিরে আসবেনা।।।

৮| ৩১ শে মে, ২০১৮ সকাল ৮:০৫

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: সত্যি কষ্টের।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:২৩

বৃষ্টি বিন্দু বলেছেন: প্রিয় জিনিষ তাও ছোট্টবেলার, অবশ্যই কষ্টের।

৯| ৩১ শে মে, ২০১৮ সকাল ৯:২৪

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় জিনিষ হারানো সত্যি অনেক কষ্টের প্রিয় সামান্য হতে পারে না। আপনার জন্য শুভ কামনা।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৪

বৃষ্টি বিন্দু বলেছেন: অবশ্যই সামান্য নয় তারেক ভাই।
কিন্তু কষ্টটাতো রয়ে গেলো স্মৃতিপটে।।।

১০| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: পোষ্ট পরে ভালো লাগলো।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৩

বৃষ্টি বিন্দু বলেছেন: নিরন্তর ধন্যবাদ রাজীব ভাই...

১১| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:২৫

শামচুল হক বলেছেন: লাল শাড়ি টুকরো টুকরো ক্যাঠায় করলো, জামাই মিয়া না ইঁদুর মশাই?

৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:৩২

বৃষ্টি বিন্দু বলেছেন: জামাই মিয়াও না,
ইঁদুর মশাইও না।
সেও এক ইতিহাস,
নয় কিন্তু পাতিহাস।
ধন্যবাদ একরাশ...

১২| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৪২

লাবণ্য ২ বলেছেন: সত্যিই দুঃখজনক আপু।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:৩০

বৃষ্টি বিন্দু বলেছেন: জি আপু,
ভুলতেই পারিনা।।।

১৩| ৩১ শে মে, ২০১৮ সকাল ১১:৫৬

শিখা রহমান বলেছেন: প্রত্যেকটা শাড়িরই গল্প থাকে। রোদেলা দুপুর, চিলেকোঠার গোপন সন্ধি, একঘরে বারান্দা, মেঘলা বিকেল, বৃষ্টিশেষে ফুটপাথে কাদাজলের ছিটে!! জানালার পেছনে প্রতীক্ষায় থাকা কাজলঘেরা চোখ, রিক্সায় ঝুম বর্ষায় হঠাত খুঁজে পাওয়া একজোড়া ঠোঁট, কিছু গান, কিছু কথা, কষ্ট-আনন্দ-ভালোবাসা!

আলমিরা খুলতেই হুড়মুড়িয়ে স্মৃতিরা আসে আমার ঘরে। প্রতিটা শাড়িরই কিছু কাহিনী থাকে। তাঁতের-রেশমের-জরির বুননে বিঁধে থাকে স্মৃতির চোরাকাঁটা।

আপনার শাড়ীটা মোটেও সামান্য নয়!! বুঝতে পারছি আপনার কষ্ট। শাড়ীটার সাথে জড়িয়ে আছে আপনার স্মৃতিরা।

পদ্যের পাশপাশি আপনি গদ্যও ভালো লেখেন। লেখাটা সুখপাঠ্য। ভালো লেগেছে। আর ছবির জান্টুশ মেয়েটাকে এত্তো আদর।

ভালোবাসা ও শুভকামনা। ভালো থাকবেন।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:২৯

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার এই দীর্ঘ এবং অত্যান্ত আনন্দময় মন্তব্য প্রাণটা ছুঁয়ে গেলো। এটা গদ্য হলো কিনা তাতো জানিনা, জাস্ট শৈশবকে হঠাত খুব মনে পড়ে গেলো, কষ্টটা কিভাবে বের করব খুজছিলাম পথ তখন মনে হলো সবাইকে আমার স্মৃতির পাতা থেকে ঘুরিয়ে আনি। তাই এই প্রয়াস।।

আপনার প্রতিও ভালোবাসা ও শুভকামনা।।।

১৪| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: আহারে আপু আপনার লাল শাড়ি হারানোর গল্প পড়ে আমার নিজের ছোট বেলার লাল শাড়ি পড়ে বউ সাজা একটা ছবি নষ্ট হয়ে যাওয়ার কষ্টের কথা মনে পড়ে গেল :(

০১ লা জুন, ২০১৮ রাত ৩:৪৮

বৃষ্টি বিন্দু বলেছেন: আমারে আমার কথাঝুরি আপুর ছবিটা কেন নষ্ট হলো? সেই ছোট বউটা কত্ত কষ্ট পেল!!!

১৫| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৪৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: প্রিয় জিনিস = ভালবাসা।

০১ লা জুন, ২০১৮ রাত ৩:৫০

বৃষ্টি বিন্দু বলেছেন: বাহ সুন্দরতো!
প্রিয় জিনিষ = ভালোবাসা।
সুন্দর ইকুয়েশন!!!

১৬| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: ছোটবেলার লাল শাড়ি স্মৃতি !! ;)

বাহ !! দারুণ লিখেছেন..


বুড়া বয়সে গিয়ে বিয়ের লাল শাড়ি স্মৃতি নিয়ে লিখবেন ।। :P

০১ লা জুন, ২০১৮ রাত ৩:৫২

বৃষ্টি বিন্দু বলেছেন: শাহরিয়ার ভাই আপনি ছোট্ট মেয়েটার কষ্ট নিয়ে মজা করলেন? :-<

১৭| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২০

উদাস মাঝি বলেছেন: লাল শাড়ি পরিয়া কন্যা...... রক্ত আলতা পায়,
আমার চোখের জল মিশাইলা...... নিলা না বিদায়
তুমি ফিরাও চাইলানা একবার......চইলা গেলা হায় :-&

সৃতি তো আছে, ওইটাই রাখেন। অনেকের তো তাও নাই

০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৫৫

বৃষ্টি বিন্দু বলেছেন: বাহ!!! সুন্দরতো

সেটাও ঠিক। অনেকের স্মৃতিও নেই।কিন্তু স্মৃতি যে কষ্ট দেয়!!!

১৮| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

সুমন কর বলেছেন: পছন্দের জিনিস নষ্ট হলে, মন খারাপ হওয়াই স্বাভাবিক !!!

০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৫৭

বৃষ্টি বিন্দু বলেছেন: জি সঠিক বলেছেন।
অনেকেই হয়তো সহজেই কষ্টটা নিয়ে চলতে পারে, সেই মনোবল আছে।কিন্তু আমি কেন যেন ভিন্নধর্মী এ ব্যপারে।।।

১৯| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: আহারে! লাল শাড়ি টুকরা টুকরা হলো কারণটা কি?

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:০০

বৃষ্টি বিন্দু বলেছেন: প্রিয় ছড়াকার প্রামানিক ভাই, আপনাকে আমার ব্লগে তেমন পাইনা। পেয়ে খুব ভালো লাগছে।
লাল শাড়ি কুটকুটি হওয়ার ইতিহাস নাহয় ইতিহাসই থাক।
ধন্যবাদ আপনাকে জটিল ছড়াকার ভাই...

২০| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:৫৪

মিথী_মারজান বলেছেন: স্মৃতিময় প্রতিটা জিনিসই অমূল্য।
কষ্টটা অবশ্যই সামান্য নয়।

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:০৩

বৃষ্টি বিন্দু বলেছেন: প্রত্যেকেরই এমন অসামান্য স্মৃতি থাকে, আবার কারো হয়তো তাও থাকেনা।তবে কষ্টটা অবশ্যই অসামান্য।।।
একগুচ্ছ ধন্যবাদ আপু... :)

২১| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:০৪

উদাস মাঝি বলেছেন: এতদিন পর প্রতিউত্তর দেয় কেউ ?
ভুলেই গেছিলাম তো :-&

০৩ রা জুন, ২০১৮ রাত ১০:০৫

বৃষ্টি বিন্দু বলেছেন: খুবই অসুস্থ আছি ভাই,
লিখালিখিতেও মনোযোগ দিতে পারছিনা।
খুবই দু:খিত দেরী করার জন্য।

কিন্তু তাই বলে এই বৃষ্টি আপুটাকে ভুলে যাবেন?!!!

২২| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: নিরন্তর ধন্যবাদ রাজীব ভাই...

আমার মন্তব্যের উত্তর দেয়ার জন্য অনেক শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.