নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

পণ্ডিত মশাইয়ের কীর্তি

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:১৫


(উৎসর্গ: সিনিয়র ব্লগার ও ছড়াকার শহীদুল ইসলাম প্রামানিক ভাইকে)

ফিকিফিকিয়ে হাসছে শিয়াল
গায়ে রঙিন জামা,
কর জোড়ে কুমির বলে
তুমিই আমার মামা।

পান চিবিয়ে শিয়াল বলে
ভাগ্নে তুমি জানো!
প্রতি জনে আষ্টে আনা
ছাত্রগুলি আনো।

খুশিমনে ছুটলো কুমির
ছোট্ট নদীর পানে,
একে একে ছানাগুলি
কানে ধিরে আনে।

ভর্তি করে পাঠশালাতে
কুমির চলে বাড়ি,
আড়াল হতেই শিয়াল হেসে
দেখায় কালো মাড়ি।

একটা করে কুমির ছানা
শিয়াল মামা খায়,
দেখতে মানা করে শিয়াল
কুমির যখন চায়।

শেষ ছানাটি খেয়ে শিয়াল
বিরাট ঢেকুর তোলে,
কুমির ভায়ার মামা ডাকে
দরজাটারে খোলে।

বসতে দিয়ে কুমিরকে সে
দেখায় কাজের ভার,
একটু আসি বলেই শিয়াল
হলো পগার পার।

তারপরেতে কী যে হলো
বলতে নাহি চাই,
কুমির ভায়ার কষ্ট দেখে
আজো ব্যথা পাই।

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:২০

শেখ সাদী মারজান বলেছেন: সুন্দর লিখেছেন। শুভেচ্ছা রইলো...

০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:০২

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনিই প্রথম মন্তব্যকারী। রইলো এক বক্স শুভেচ্ছা ও এক বাক্স ধন্যবাদ।।।।

২| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:২২

তারেক ফাহিম বলেছেন: মজা পাইছি।

০৫ ই জুন, ২০১৮ রাত ৩:৫৮

বৃষ্টি বিন্দু বলেছেন: আমিও লিখে মজা পেয়েছি!
হি হি হি

৩| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:৩২

করুণাধারা বলেছেন: দারুন ছড়া, খুব ভালো লাগলো।

০৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৫

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার মন্তব্য ভাল লাগলো প্রিয়।

ধন্যবাদ ও চিরন্তন শুভকামনা।

৪| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:৩৯

পবন সরকার বলেছেন: উপযুক্ত উৎসর্গ। ধন্যবাদ

০৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৬

বৃষ্টি বিন্দু বলেছেন: হু,
ছড়াটা ছড়াকারকেই উৎসর্গ করলাম।
আপনিও কিন্তু একজন ভাল ছড়াকার।

ধন্যবাদ আপনাকে।

৫| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:৫৯

অর্থনীতিবিদ বলেছেন: পশুপাখি আর প্রকৃতি নিয়ে লিখিত ছড়া হলো পৃথিবীর সবথেকে সুন্দর ছড়া। আপনার ছড়াটিও একটি অনবদ্য সুন্দর ছড়া।

০৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৮

বৃষ্টি বিন্দু বলেছেন: অর্থনীতিবিদ,
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ব্যতিক্রম ধর্মী মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। তবে ছড়াটা এতো প্রশংসার যোগ্য হয়নি মনে হয়!

ভাল থকুন নিরন্তর।

৬| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বাচ্চাদের ছড়া! তবে পড়তে মজা!!

লেখক??
ছড়া শেয়াল, কুমির নিয়ে!
কিন্তু ছবিতে সিংহ কেন???

০৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৪

বৃষ্টি বিন্দু বলেছেন: মজা পেলেন জেনে খুশি হলাম বিপুল। ছড়াটা বাচ্চাদের জন্যই ; চাইলে আপনি নিতে পারেন ::)

গল্পের লেখক কে সেটা ঠিক স্বরণ নাই; প্রায় ত্রিশ বছর আগে শুনা গল্প তো তাই। তবে ছড়াটা আমি ছিন্নভিন্ন করে লেখার চেষ্টা করেছি!

ছড়ায় প্রকাশিত গল্পের মধ্যে শেয়াল কুমিরের বংশ শেষ করে দিল; যা সিংহের কর্ম। অর্থাৎ, কুমিরের বংশ শেষ করার ক্ষমতা একমাত্র সিংহের মত প্রাণীরই মানায়, তাই শেয়ালের সাথে সাদৃশ্যপূর্ণ এক সিংহের ছবি দিলাম।

৭| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:১৩

প্রামানিক বলেছেন: আমি কিন্তু ছোট্ট মানুষ
পদ পদবী নাই
উৎসর্গটা দেখার পরে
লজ্জা পাচ্ছি তাই।

মনে মনে খুশিই হলাম
ছড়াও লাগল ভালো
লিখতে লিখতেই লেখক হবে
জগৎ করবে আলো।

এই আশির্বাদ করছি আমি
চর্চা যদি থাকে
কবি নামের নাম পদবী
কে ঠেকাবে তাকে?

০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:১২

বৃষ্টি বিন্দু বলেছেন: আশীর্বাদ পেলাম শ্রদ্ধেয় ছড়াকারের।অনেক ভালো লাগছে।।।।

৮| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:১৬

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:১৩

বৃষ্টি বিন্দু বলেছেন: জেনে অনেক খুশি হলাম।
ঘন্যবাদ সুমন ভাই...

৯| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:১৫

বৃষ্টি বিন্দু বলেছেন: ভালো লাগা ++

১০| ০৫ ই জুন, ২০১৮ রাত ১২:১৫

নূর আলম হিরণ বলেছেন: ভালো মিলিয়েছেন।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৯

বৃষ্টি বিন্দু বলেছেন: চেষ্টা করেছি মিলানোর।
সাধ্যে যতটুকু কুলিয়েছে ততটুকু মিলিয়েছি।
ধন্যবাদ।

১১| ০৫ ই জুন, ২০১৮ রাত ১:১১

কাওসার চৌধুরী বলেছেন: ছোট বেলা এ গল্পটি অনেকবার পড়েছি। আজ চমৎকার ছড়া হিসাবে পড়লাম। খুব ভাল লেগেছে ভাই।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৯

বৃষ্টি বিন্দু বলেছেন: চমৎকার ছড়া!!!
জেনে অনেক ভালো লাগলো...

১২| ০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


আমাদের দেশের শিয়াল মামারা ইউনিভার্সিটি খুলেছে

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০১

বৃষ্টি বিন্দু বলেছেন: কি আর করবে!অশিক্ষিত সমাজতো আর গড়তে দেয়া যায় না। তাই শিয়াল মামাদের এই প্রয়াস।।। :)

১৩| ০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:৫১

মনিরা সুলতানা বলেছেন: ওয়াও !!!
দারুন লেগেছে !!

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৪

বৃষ্টি বিন্দু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বোন...

১৪| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৩০

সামু পাগলা০০৭ বলেছেন: শৈশবে মজা করে বাচ্চারা ছড়া আবৃত্তি করতাম। তেমন একটা স্বাদ আছে ছড়াটাতে! সুন্দর হয়েছে আপু!

১৫| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: চমৎকার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.